Advertisment

Eastern Rail: উৎসবের মরশুমে হাওড়া, শিয়ালদহ ও অন্যত্র থেকে স্পেশাল ট্রেনের ছড়াছড়ি! ঝটপট জানুন বিশদে

Eastern Railway: প্রতি বছরই দুর্গাপুজো, দীপাবলি, ছট উৎসবের আবহে এমন তৎপরতা নিতে দেখা যায় পূর্ব রেলওয়ে কর্তৃপক্ষকে। এবার ফের একবার আরও এক বেনজির তৎপরতা রেলওয়ে কর্তৃপক্ষের।

author-image
IE Bangla Web Desk
New Update
Eastern Railway Puri Rath Yatra Special Train

প্রতীকী ছবি।

Eastern Railway-Special Trains: প্রতি বছরই দুর্গাপুজো, দীপাবলি ও ছট উৎসবের সময় স্পেশাল ট্রেন চালায় পূর্ব রেল। এবারও উৎসবের আবহে বিভিন্ন দিকে স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেলওয়ে কর্তৃপক্ষ। রেলের তরফে এব্যাপারে রীতিমতো বিবৃতি দিয়ে বিশদে তথ্য দেওয়া হয়েছে। কোন শাখায় কবে থেকে কবে পর্যন্ত কতগুলি স্পেশাল ট্রেন চালানো হবে, জেনে নিন সেই সব তথ্য।

Advertisment

রেলের তরফে দেওয়া বিবৃতি: 

আগামী ১/১০/২৪ থেকে ৩০/১০/২৪-এর মধ্যে ৪০টি পূজা স্পেশাল ট্রেন চালানো হবে। আসন্ন উৎসবের মরশুমে পূর্ব রেল ২০ জোড়া পূজা স্পেশাল ট্রেন চালু করে যাত্রী পরিবহনের বৃদ্ধি সামঞ্জস্য করতে সক্রিয় ব্যবস্থা নিয়েছে। এই বিশেষ ট্রেনগুলি পূজা, দীপাবলি এবং ছট উৎসবের সময় সমস্ত যাত্রীদের জন্য সুবিধাজনক এবং আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করবে। উৎসবের সময় ভ্রমণের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে পূর্ব রেলের পূজা স্পেশাল ট্রেন চালানোর দীর্ঘদিনের ঐতিহ্য রয়েছে। এই বছর, যাত্রীদের চাহিদা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ার আশায়, পূর্ব রেল সারা দেশে বিভিন্ন দিকে চল্লিশটি পূজা স্পেশাল ট্রেন চালিয়ে ৩৯০টি ট্রিপের পরিকল্পনা করেছে। এই পদক্ষেপটি যানজট কমাতে এবং এই ব্যস্ত মরশুমে দেশের বিভিন্ন অংশে যাওয়া যাত্রীদের জন্য মসৃণ ভ্রমণ নিশ্চিত করতে সহায়তা করবে। 

এই বিশেষ ট্রেনগুলি সেই সমস্ত যাত্রীদের ব্যাপকভাবে সাহায্য করবে, যাঁরা পূজার মরশুমে দেশের বিভিন্ন প্রান্তে তাঁদের কর্মস্থল থেকে বাড়ি ফিরতে চান। অতিরিক্ত ভ্রমণের বিকল্প প্রদানের মাধ্যমে, পূর্ব রেলপথের লক্ষ্য হল ভ্রমণের ব্যবস্থা সুরক্ষিত করার চাপ ছাড়াই যাত্রীরা যাতে তাদের প্রিয়জনের সাথে উৎসবের মরশুম উদযাপন করতে পারে তা নিশ্চিত করা। এই বিশেষ ট্রেনগুলি হাওড়া, শিয়ালদহ, কলকাতা টার্মিনাল, আসানসোল, ভাগলপুর এবং মালদা শহর সহ মূল স্টেশনগুলি থেকে ছেড়ে যাবে এবং খাতিপুরা, উধনা, ভদোদরা, দিঘা, পুরী, জয়নগর, পাটনা, নিউ জলপাইগুড়ি, লখনউ, হরিদ্বার, গোরক্ষপুর, সেকেন্দ্রাবাদ, পুনে, নয়াদিল্লি রক্সৌল এবং আনন্দ বিহার স্টেশনগুলিতে পরিষেবা দেবে।

আরও পড়ুন- আসছে 'গুলাব গ্যাং', 'রোমিও'রা সাবধান! নারী সুরক্ষায় যুগান্তকারী পদক্ষেপ পুলিশের

আরও পড়ুন- Sayani Ghosh: 'গদ্দার হঠাও ভাঙড় বাঁচাও', শওকতকে পাশে বসিয়ে নাম না করে আরাবুলকে তুলোধনা সায়নীর

এই বিষয়টি মাথায় রেখে পূর্ব রেল ০৩৪১৭/০৩৪১৮ মালদা টাউন-উধনা-মালদা টাউন পূজা স্পেশাল, ০৩০০৭/০৩০০৮-এ ট্রেন চালাবে। হাওড়া-খাতিপুড়া-হাওড়া পূজা স্পেশাল, ০৩৫০৯/০৩৫১০ আসানসোল-খাতিপুড়া-আসানসোল পূজা স্পেশাল, ০৩১৩১/০৩১৩২ শিয়ালদহ-গোরক্ষপুর-শিয়ালদহ পূজা স্পেশাল, ০৩০৪৩/০৩০৪৪ হাওড়া-রক্সৌল-হাওড়া পূজা স্পেশাল, ০৩০৪৫/০৩০৪৬ হাওড়া-রক্সৌল-হাওড়া পূজা স্পেশাল, ০৩১০৯/০৩১১০ শিয়ালদহ-ভদোদরা-শিয়ালদহ পূজা স্পেশাল, ০৩১০৯/০৩১১০ শিয়ালদহ-ভদোদরা-শিয়ালদহ পূজা স্পেশাল, ০৩৫৭৫/০৩৫৭৬ আসানসোল-আনন্দ বিহার-আসানসোল পূজা স্পেশাল এবং ০৩৪৩৫/০৩৪৩৬ মালদা টাউন-আনন্দ বিহার-মালদা টাউন পূজা স্পেশাল, ০৩৪৬৫/০৩৪৬৬ মালদা টাউন-দীঘা-মালদা টাউন স্পেশাল, ০৩১০১/০৩১০২ কলকাতা-পুরী-কলকাতা স্পেশাল, ০৩১৮৭/০৩১৮৮ শিয়ালদহ-জয়নগর-শিয়ালদহ স্পেশাল, ০৩১৩৫/০৩১৩৬ কলকাতা-পাটনা কলকাতা স্পেশাল, ০৩০২৭/০৩০২৮ হাওড়া-নিউ জলপাইগুড়ি-হাওড়া স্পেশাল, ০৩১০৭/০৩১০৮ শিয়ালদহ-লখনউ-শিয়ালদহ স্পেশাল, ০৩৪২৩/০৩৪২৪ ভাগলপুর-হরিদ্বার-ভাগলপুর স্পেশাল, ০৩৪৩০/০৩৪২৯ মালদা টাউন সেকেন্দ্রাবাদ-মালদা টাউন স্পেশাল, ০৩৪২৫/০৩৪২৬ মালদা টাউন-পুনে-মালদা টাউন স্পেশাল, ০৩৪১৩/০৩৪১৪ মালদা টাউন-নয়াদিল্লি-মালদা টাউন স্পেশাল এবং ০৩৪৮৩/০৩৪৮৪ ভাগলপুর-নয়াদিল্লি-ভাগলপুর স্পেশাল। 

আরও পড়ুন- Humayun Kabir: জুনিয়র ডাক্তারদের লাগাতার হুমকি হুমায়ুনের, সুপ্রিম কোর্টে 'নালিশ', শুনেই কী বললেন তৃণমূল বিধায়ক?

আরও পড়ুন- Motivational Story: এ এক অন্য দুর্গা! সংসারের হাল ধরতে মহিলা মৃৎশিল্পীর দুর্ভেদ্য এই লড়াই নয়া দৃষ্টান্ত

হাওড়া থেকে খাতিপুরা, রক্সুয়াল ও নিউ জলপাইগুড়ির মতো বিভিন্ন দিকের জন্য চারটি পূজা স্পেশাল ট্রেন ছেড়ে যাবে এবং ৫৪,৮৮৮ টি বার্থ তৈরি করা হবে, চারটি পূজা স্পেশাল ট্রেন শিয়ালদহ থেকে গোরক্ষপুর, ভদোদরা, জয়নগর ও লখনউয়ের মতো বিভিন্ন দিকের জন্য ছেড়ে যাবে এবং ৯৮,৩৭৬ টি বার্থ তৈরি করা হবে, দুটি পূজা স্পেশাল ট্রেন কলকাতা স্টেশন থেকে পুরী ও পাটনার উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং ৪৫,৪৮০ টি বার্থ তৈরি করা হবে, দুটি পূজা স্পেশাল ট্রেন খাতিপুরা ও আনন্দ বিহার টার্মিনালের জন্য আসানসোল স্টেশন ছেড়ে যাবে এবং ৩৯,৪৫৬ টি বার্থ তৈরি করা হবে, ছয়টি পূজা স্পেশাল ট্রেন মালদা টাউন স্টেশন থেকে উধনা, আনন্দ বিহার টার্মিনাল, দ্বান্দেরিঘা, পুনে ও সেকেদাবাদের মতো বিভিন্ন দিকের জন্য ছেড়ে যাবে।পুণে ও নয়াদিল্লিতে ১০০০৪২ টি বার্থ তৈরি করা হবে, দুটি পূজা স্পেশাল ট্রেন হরিদ্বার ও নয়াদিল্লির জন্য ভাগলপুর স্টেশন ছেড়ে যাবে এবং ৬০৪১৬ টি বার্থ তৈরি করা হবে।

Diwali Chhath Puja Eastern Railway Durga Puja special
Advertisment