Advertisment

Weather Update: রোদ ঝলমলে আকাশের আড়ালেই লুকিয়ে দুর্যোগের মেঘ? আগামী কয়েকদিন কেমন থাকবে রাজ্যের আবহাওয়া?

Bengal Weather Forecast: নিম্নচাপের জেরে গত কয়েকদিন বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রবল দুর্যোগ চলেছে দফায়-দফায়। কোথাও ভারী কোথাও অতি ভারী বৃষ্টির জেরে নীচু এলাকাগুলিতে জলমগ্ন দশা তৈরি হয়েছিল। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি চলছে। সব মিলিয়ে আগামী কয়েকদিন রাজ্যের আবহাওয়া কেমন থাকতে পারে, তা জেনে নিন আজকের ওয়েদার আপডেটে।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Weather Update, Weather Forecast, Todays Weather, Kolkata Weather, West Bengal Weather Today, আবহাওয়ার পূর্বাভাস, আজকের আবহাওয়ার খবর

প্রতীকী ছবি।

West Bengal Weather Update: নিম্নচাপের প্রভাব সরতেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রোদ ঝলমলে আকাশ। বেলা বাড়তেই চড়া রোদ ও সঙ্গে বাড়ছে আর্দ্রতাজনিত অস্বস্তি। দিন কয়েক টানা দুর্যোগের পর দক্ষিণবঙ্গের আবহওয়ার এখন অনেকটাই উন্নতি হয়েছে। তবে আগামী কয়েক দিন মোটের উপর কেমন থাকবে গোটা রাজ্যের আবহাওয়া? পুজোর আগে ফের একবার তুমুল বৃষ্টি দুয়ারেই? এসবই জেনে নিন আজকের ওয়েদার আপডেটে (Weather Update)।

Advertisment

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এখনই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। অন্তত আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের কোনও জেলার ক্ষেত্রেই দেখতে পাচ্ছেন না আবহাওয়াবিদরা। তবে আজ রবিবার দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টি হতে পারে। গত কয়েকদিন ধরে নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কোথাও ভারী কোথাও অতি ভারী বৃষ্টি হয়েছে। তার জেরে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলার নীচু অংশ জলমগ্ন হয়ে পড়েছিল। তবে আপাতত নিম্নচাপের ফাঁড়া কাটতেই আবহাওয়াতেও বড় বদল চোখে পড়েছে। 

কলকাতার ওয়েদার আপডেট

রবিবার সকাল থেকে কলকাতা শহরেও রোদ ঝলমলে আকাশ। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, বেলা বাড়লে আজ তিলোত্তমা মহানগরীর কোনও কোনও অংশে হালকা বৃষ্টি হতে পারে। তবে আগামী কয়েকদিন মহানগরীতে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

আরও পড়ুন- Sexual Harrasment: যৌন হেনস্থা চলছেই! মধ্যমগ্রামে নির্যাতন ৭ বছরের নাবালিকাকে, কর্তব্যরত নার্সকে নিপীড়ন ইলামবাজারে

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর

উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙের পাশাপাশি জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে বলে জানা গিয়েছে আবহাওয়া দফতর সূত্রে। আগামী সপ্তাহের মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে কয়েকটি জেলায়।

আরও পড়ুন- Price Hike: উৎসবের মরশুম শুরুর মুখেই বিরাট ধাক্কা! আবারও বাড়ল গ্যাসের দাম

Alipur weather Office Bengal Weather Alipore Weather Office Kolkata Weather weather Bengal Weather Forecast
Advertisment