Advertisment

পাহাড়ি গ্রামের নৈঃস্বর্গিক নিস্তব্ধতায় মন বাধা পড়বে! অনিন্দ্যসুন্দর এপ্রান্ত উত্তরবঙ্গের নতুন আবিষ্কার!

North Bengal Offbeat Destinations: বেড়ানোর ক্ষেত্রে উত্তরবঙ্গের প্রতি বরাবরই দারুণ একটা আকর্ষণ থাকে ভ্রমণপ্রিয় বাঙালিদের। বিশেষ এই প্রতিবেদনে উত্তরবঙ্গের অফবিট একটি ডেস্টিনেশনের হদিশ মিলবে। এই এলাকার অসাধারণ প্রাকৃতিক শোভা মনকে নাড়া দিয়ে যাবে।

author-image
Nilotpal Sil
আপডেট করা হয়েছে
New Update
Weekend Getaways North Bengal Offbeat Destinations Kolbong, অফবিট ডেস্টিনেশন, কোলবং, উত্তরবঙ্গ

অপূর্ব এই এলাকায় বেড়ানোর ষোলোআনা মজা নিন।

Weekend Getaways: বেড়ানোর তালিকায় উত্তরবঙ্গ বরাবরই ভ্রমণপ্রিয় বাঙালির কাছে সেরার সেরা ডেস্টিনেশন। তবে ইদানিং বেড়ানোর ক্ষেত্রে অনেকেই একটু অফবিট জায়গার খোঁজ করেন। অর্থাৎ একটু নিরিবিলি এলাকা পছন্দ অনেকের। বিশেষ এই প্রতিবেদনে উত্তরবঙ্গের তেমনই একটি ফাটাফাটি অফবিট ডেস্টিনেশনের হদিশ মিলবে। যেখানে একবার পা রাখলে মন বাধা পড়ে যাবেই। পাহাড়ঘেরা গ্রামের নৈঃস্বর্গিক নিস্তব্ধতা মনকে নাড়া না দিয়ে পারবে না। 

Advertisment

উত্তরবঙ্গে বেড়াতে যাওয়ার প্ল্যান থাকলে ঘুরে আসুন দার্জিলিংয়ের খুব কাছেই পাহাড়ঘেরা অপূর্ব গ্রাম কোলবং থেকে। চারিদিকে দিগন্ত বিস্তৃত সবুজে সাজানো পাহাড়। একটু দূরেই চোখ বাড়ালে দেখা মেলে সুন্দরী কাঞ্চনজঙ্ঘার। হাত বাড়ালেই মেঘ ছোঁয়া যায় এই গ্রামে।

এক কথায় প্রকৃতি যেন নিজের হাতে সাজিয়েছে ছোট্ট এই গ্রামকে। হাতেগোনা কয়েকটি পরিবারের বাস এই তল্লাটে। দিন কয়েকের ছুটিতে প্রকৃতির কোলে কাটাতে হলে ঘুরে আসতেই দার্জিলিঙের কাছের এই পাহাড়ি প্রান্ত থেকে। 

আরও পড়ুন- মেট্রো যাত্রীরা এখবর আগে পড়ুন! পাতালপথে যাত্রা জমে ক্ষীর! ফাটাফাটি উদ্যোগ চর্চায়!

এখানে পাহাড়ের কোলে থাকা সুইমিংপুলে সময় কাটিয়ে তারিয়ে তারিয়ে উপভোগ করুন পরিবেশের মাদকতা। চারিদিকে পাহাড়, জঙ্গল আর তারই সঙ্গে সারি দিয়ে দাঁড়িয়ে থাকা পাইন, দেবদারু গাছের সমাহার দেখতে দেখতে ছুটির দিনগুলি চুটিয়ে উপভোগ করুন।

আরও পড়ুন-পুজোয় উত্তরবঙ্গ? রেলের টিকিটের চিন্তা ছাড়ুন! ছুটবে স্পেশাল ট্রেন, জানুন সময়সূচি

কীভাবে যাবেন কোলবংয়ে? 

শিলিগুড়ি থেকে এই গ্রামের দূরত্ব মেরে কেটে ১০০ কিলোমিটারের মতো। কলকাতার দিক থেকে ট্রেনে গেলে আপনাকে পৌঁছে যেতে হবে নিউ জলপাইগুড়ি কিংবা শিলিগুড়িতে। সেখান থেকে গাড়ি ভাড়া করে নিয়ে পৌঁছে যেতে পারেন কোলবং গ্রামে। ফ্লাইটে গেলে আপনাকে বাগডোগরায় নামতে হবে। সেখান থেকেও গাড়ি ভাড়া করে পৌঁছে যেতে পারেন সুন্দরী এই গ্রামে।

আরও পড়ুন- Eastern Rail: মাস্টারস্ট্রোক রেলের! যাত্রী পরিষেবা মসৃণ করতে নজিরবিহীন পদক্ষেপ চর্চায়!

কোলবঙে থাকবেন কোথায়? 

থাকার জন্য এখানে কয়েকটি হোম স্টে পেয়ে যাবেন। হোম স্টের বারান্দা থেকে আশেপাশের অসাধারণ সৌন্দর্য্য দাঁড়িয়ে তারিয়ে তারিয়ে উপভোগের ষোলোআনা সুযোগ মিলবে।

কোলবঙে থাকার জন্য হোম স্টের যোগাযোগ নম্বর দেওয়া হল।

Kolbong Homestay+91 94348 73080

Offbeat Darjeeling offbeat destination travel
Advertisment