Durga Puja 2024-North Bengal Trip: দুর্গাপুজো আসন্ন। এই পুজোর মরশুমে বেড়াতে যাওয়ার হিড়িক পড়ে যায়। বিশেষ করে ভ্রমণপ্রিয় বাঙালির একটি বড় অংশ দুর্গাপুজোর সময়ে থাকা দিন কয়েকের ছুটিতে বেড়াতে যেতে পছন্দ করেন। বাঙালির বেড়ানোর তালিকায় উত্তরবঙ্গ বরাবরই হট ফেভারিট। দার্জিলিং থেকে শুরু করে উত্তরবঙ্গের আনাচে-কানাচে থাকা চিত্তাকর্ষক স্পটগুলিতে বছরভর পাড়ি জমায় পর্যটকের দল। তবে পুজোর মরশুমে সেই ভিড় ভীষণভাবে বেড়ে যায়। আর তাই দুর্গাপুজোর সময়ে উত্তরবঙ্গ বেড়াতে যাওয়ার ক্ষেত্রে স্পেশাল ট্রেনের বন্দোবস্ত পবূর্ব রেলের। এব্যাপারে বিবৃতি দিয়ে বিস্তারিতভাবে জানিয়েছে রেল।
রেলের তরফে দেওয়া বিবৃতি:
আগামী ৯ অক্টোবর (বুধবার) দুর্গা ষষ্ঠী আর বেশিরভাগ বাঙালি ঠিক ষষ্ঠীর দিনটাই বেছে নেন বেড়াতে যাওয়ার জন্য। কেউ যাবেন পুরী, কেউ কাশ্মীর, কেউ বা যাবেন দার্জিলিং। কিন্তু সময় মত টিকিট কাটা হয়নি, বেশিরভাগ ট্রেনেই ওয়েটিং লিস্টের লাইন লম্বা। এদিকে পরিবার নিয়ে বেড়াতে যাওয়ার ইচ্ছেও আপনার আছে। চিন্তা কীসের? মুশকিল আসান পূর্ব রেল তো আছে আপনাদের সাথে।
অক্টোবর মাসের ৯ তারিখ , ১৬ তারিখ, ৩০ তারিখ (অর্থাৎ কালীপুজোর আগের দিন) এবং নভেম্বর মাসের ৬ তারিখ (অর্থাৎ ছট পুজোর আগের দিন) দার্জিলিং যাওয়ার জন্য আপনাদের জন্য হাওড়া থেকে ছাড়বে স্পেশাল ট্রেন (০৩০২৭ আপ)। ট্রেনটি হাওড়া থেকে রাত ১১ঃ৫৫ মিনিটে ছেড়ে ব্যান্ডেল জংশন, নবদ্বীপ ধাম, কাটোয়া, আজিমগঞ্জ, জঙ্গিপুর রোড,মালদা টাউন, বারসোই, কিষাণগঞ্জ ও আলুয়াবাড়ি রোড হয়ে পরের দিন সকাল ১০ঃ৪৫ মিনিটে নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছাবে।
আরও পড়ুন- দুপুর গড়ালেই ম্যাজিকের মতো বদল আবহাওয়ায়, কাল-পরশু মারকাটারি বৃষ্টি কোন কোন জেলায়?
যারা ইতিমধ্যেই ওই সময়ে দার্জিলিঙে যাওয়ার টিকিট পেয়েছেন কিন্তু আসার টিকিট কেটে উঠতে পারেননি তাদের জন্য আগামী অক্টোবর মাসের ১০, ১৭, ৩১ এবং নভেম্বর মাসের ৭ তারিখ নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া আসার জন্য একটি স্পেশাল ট্রেন চলবে (০৩০২৮ ডাউন)।
আরও পড়ুন- আরজি করের নির্যাতিতার পরিবারকে তিনবার ফোনে তিনরকম কথা! ভাইরাল অডিও ক্লিপে তুমুল চাঞ্চল্য!
ট্রেনটি নিউ জলপাইগুড়ি থেকে দুপুর ১২ঃ৪৫ মিনিটে যাত্রা শুরু করে আলুয়াবাড়ি রোড, কিষাণগঞ্জ, বারসোই, মালদা টাউন , জঙ্গিপুর রোড, আজিমগঞ্জ, কাটোয়া, নবদ্বীপধাম , ব্যান্ডেল হয়ে রাত ১২:১০ মিনিটে হাওড়া স্টেশনে পৌঁছাবে। ট্রেনটিতে একটি এসি ফার্স্ট এবং এসি 2 টায়ার কম্বাইন্ড কোচ, একটি এসি 2 টায়ার, পাঁচটি AC 3 টায়ার , একটি এসি ৩ ইকোনমি , আটটি স্লিপার কোচ এবং ৩টি জেনারেল সেকেন্ড ক্লাস কোচ থাকবে।
আরও পড়ুন- নবান্ন অভিযানে পুলিশ সার্জেন্টের চোখে ইটের আঘাত, গ্রেফতার মহিলা, পরিচয় জানেন?