/indian-express-bangla/media/member_avatars/2024/12/31/2024-12-31t044624928z-img-20241202-wa00852.jpg )
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/05/metro.jpg)
প্রতীকী ছবি।
Kolkata Metro Rail News: দারুণ উদ্যোগ কলকাতা মেট্রোরেলের। এবার রবিবারেও গঙ্গার নীচ দিয়ে চলবে মেট্রোরেল। আগে পাতালপথে মেট্রো পরিষেবা রবিবার দিন মিলত না। তবে এবার যাত্রীদের সুবিধার্থে রবিবারেও গ্রিন লাইন দিয়ে ট্রেন চালাবে কলকাতা মেট্রো। মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বিবৃতি দিয়ে এই তথ্য জানিয়েছেন।
এখন, গঙ্গার তলদেশে গ্রিন লাইন-২-এ মেট্রো পরিষেবা রবিবারেও পাওয়া যাবে। যাত্রীরা আগামী ১ সেপ্টেম্বর, ২০২৪ (রবিবার) থেকে গ্রিন লাইন -২ (অর্থাৎ হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড স্ট্রেচ পর্যন্ত) রবিবারেও মেট্রো পরিষেবা পাবেন। ১৫ মিনিটের ব্যবধানে পরিষেবাগুলি পাওয়া যাবে। পরীক্ষামূলক ভিত্তিতে রবিবার গ্রিন লাইন-২-এ মোট ৬২টি (৩১টি পূর্বগামী ৩১টি পশ্চিমগামী) মেট্রো পরিষেবা চালানো হবে।
মেট্রোলের তরফে জানানো হয়েছে, আগামী রবিবার থেকে এসপ্ল্যানেডের উদ্দেশে হাওড়া ময়দান থেকে প্রথম ট্রেন ছেড়ে যাবে দুপুর ২.১৫ মিনিটে। একইভাবে ওই দিন দুপুর ২.১৫ মিনিটেই এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দানের উদ্দেশে আরও একটি ট্রেন রওনা দেবে।
আরও পড়ুন- পুজোয় উত্তরবঙ্গ? রেলের টিকিটের চিন্তা ছাড়ুন! ছুটবে স্পেশাল ট্রেন, জানুন সময়সূচি
অন্যদিকে রবিবার দিন শেষ পরিষেবা মিলবে রাত ৯টা ৪৫ মিনিটে। হাওড়া ময়দান থেকে ওই দিন রাত পৌনে ১০টায় এসপ্ল্যানেডের উদ্দেশে শেষ ট্রেন ছেড়ে যাবে। একইভাবে থেকে হাওড়া ময়দানের উদ্দেশেও শেষ ট্রেন ছেড়ে যাবে রাত ৯.৪৫ মিনিটে।
আরও পড়ুন- দুপুর গড়ালেই ম্যাজিকের মতো বদল আবহাওয়ায়, কাল-পরশু মারকাটারি বৃষ্টি কোন কোন জেলায়?
আরও পড়ুন- আরজি কর কাণ্ডের প্রতিবাদ, রাজ্যের অনুদানের ৫০ হাজার ফেরাল বিখ্যাত এই নাট্য দল