West Bengal Weather Update 19 December 2024: পূর্বাভাস ছিলই, সেই মতোই আবহাওয়ার বদলও শুরু। তাপমাত্রা বাড়তে শুরু করেছে গতকাল থেকেই। বৃহস্পতিবার সকাল থেকে দক্ষিণবঙ্গের জেলায়-জেলায় আংশিক মেঘলা আকাশ। জমাটি শীতের আমেজে বেশ খানিকটা ধাক্কা। বঙ্গোপসাগরে তৈরি নতুন নিম্নচাপের জেরে ফের একবার রাজ্যে বৃষ্টির সম্ভাবনা। কবে কোন কোন জেলায় বৃষ্টি? বৃষ্টি শেষে ফের ঠান্ডার কামব্যাক কবে? এসব নিয়েই রইল আজকের ওয়েদার আপডেট (Weather Update)।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর
জমাটি শীতের গতিতে জোরালো ধাক্কা এসেছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা বাড়তে শুরু করেছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্র জানা গিয়েছে, আগামী শুক্র এবং শনিবার দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা,উত্তর ২৪ পরগনা, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। সেই সঙ্গে কয়েকটি জেলায় থাকতে পারে কুয়াশার দাপট।
কলকাতার ওয়েদার আপডেট
তাপমাত্রার পারদ উর্ধ্বমুখী শহর কলকাতাতেও। বৃহস্পতিবার থেকেই কলকাতা শহরের তাপমাত্রা বাড়তে শুরু করবে। আগামী কয়েকদিনের মধ্যে কলকাতা শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে বলে অনুমান করছে আবহাওয়াবিদরা। শুক্র-শনিবারে কলকাতাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুুন- Adhir Ranjan Chowdhury: "যে কোনও দিন বাংলাদেশ মুর্শিদাবাদ দাবি করতে পারে", মারাত্মক আশঙ্কা অধীরের
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর
বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গের একাধিক জেলায়। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, শুক্র এবং শনিবার উত্তরবঙ্গেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সে ক্ষেত্রে উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিন উত্তরবঙ্গে কয়েকটি জেলায় কুয়াশার দাপট থাকবে।
আরও পড়ুন- Bangladesh News: কলকাতা দখল স্বপ্ন! এবার দিল্লি দখলের ডাক বাংলাদেশের মৌলবাদী নেতার
ঠান্ডার জমাটি কামব্যাক কবে?
আপাতত হাড়কাঁপানো শীত অধরাই থাকবে। বরং তাপমাত্রা খানিকটা বাড়বে। বেশ কিছু জেলায় আগামী কয়েকদিনে চার ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে তাপমাত্রা। কবে থেকে ঠান্ডার জোরালো কামব্যাক? সে ব্যাপারে নতুন করে এখনও কোনও তথ্য দিতে পারেনি আবহাওয়া দপ্তর।