West Bengal Budget 2025: আগামী বছরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনের আগে এটাই ছিল রাজ্য সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। এদিনের বাজেটে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর শোনালেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। রাজ্য সরকারি কর্মচারীদের ৪ শতাংশ DA বাড়ানোর প্রস্তাব পেশ করা হয়েছে রাজ্য বাজেটে। চলতি বছরের ১ এপ্রিল থেকে বর্ধিত ডিএ কার্যকর করা হবে বলে জানানো হয়েছে। সেই সঙ্গে আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্যও বাজেটে বড় সুখবর শুনিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী।
রাজ্য বাজেটে সরকারি কর্মীদের চার শতাংশ DA বাড়ানোর প্রস্তাব পেশ হয়েছে। ১ এপ্রিল থেকে নতুন হারে DA কার্যকর করা হবে। রাজ্য সরকারি কর্মচারীরা এর আগে ১৪ শতাংশ ডিএ পেতেন। এখন সেই ডিএ বেড়ে ১৮ শতাংশ হল। গত বছরের বাজেটেও সরকারি কর্মীদের চার শতাংশ ডিএ বাড়ানোর ঘোষণা করেছিলেন অর্থ প্রতিমন্ত্রী ভট্টাচার্য। এবারের বাজেটেও ফের চার শতাংশ ডিএ বানানো হলো। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এই মুহূর্তে ৫৩ শতাংশ ডিএ পান।
কেন্দ্রের সঙ্গে এখনও রাজ্য সরকারি কর্মীদের ডিএ-র ফারাক ৩৫ শতাংশ। কেন্দ্র প্রতি বছর দু'বার করে DA দিয়ে থাকে। এবার এখনও এক দফায় ডিএ বৃদ্ধির ঘোষণা বাকি রয়েছে। ফলে সেই ঘোষণা হয়ে গেলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের ডিএ-র ফারাক আরও বেড়ে যাবে। ডিএ বৃদ্ধির ঘোষণা ছাড়াও আরও একাধিক প্রকল্পে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাপ পেশ এবারের বাজেটে।
আরও পড়ুন- West Bengal News Live: 'বেকার বিরোধী বাজেট', বাজেট অধিবেশন ওয়াক আউট করে মমতাকে তুলোধনা শুভেন্দুর
কোন কোন খাতে বাড়ল বরাদ্দ?
বাংলার বাড়ি প্রকল্পে অতিরিক্ত ১৬ লক্ষ উপভোক্তার জন্য ৯৬০০ কোটি টাকা বরাদ্দ।
পথশ্রী প্রকল্পের জন্য রাজ্য বাজেটে দেড় হাজার কোটি টাকা বরাদ্দ।
নদী ভাঙ্গন রোধে ২০০ কোটি টাকা বরাদ্দ।
ঘাটাল মাস্টারপ্ল্যানের জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ।
রাজ্য বাজেটে 'নদী বন্ধন' নামে নতুন প্রকল্পের ঘোষণা। 'নদী বন্ধন' নামে নতুন প্রকল্পে ২০০ কোটি টাকা বরাদ্দ।
আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের মোবাইল ফোন দিতে ২০০ কোটি টাকা বরাদ্দ বাজেটে।
বাজেটে রাজ্য জুড়ে আরও ৩৫০টি 'সুফল বাংলা' স্টলের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ রাজ্য।
আরও পড়ুন- NRS Medical College & Hospital: 'ফ্রি ওয়াইফাই' আর নয়! NRS-এ ব্লক ফেসবুক,ইউটিউব থেকে সুইগি জোম্যাটো
লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বাড়ল না বরাদ্দ:
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার। মহিলাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় এই প্রকল্পের আওতায় সাধারণ বধূরা মাসে ১ হাজার ও তপশিলি জাতি ও উপজাতিভুক্ত মহিলারা মাসে ১২০০ টাকা করে পান। এবারে বাজাটে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ফের বরাদ্দ বৃদ্ধির জল্পনা তৈরি হয়েছিল। তবে এবারের বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা বাড়ানোর ঘোষণা হয়নি।