clash with tmcp in sfi aidso's student strike by protesting jadavpur universities incident: যাদবপুর কাণ্ডের প্রতিবাদে রাজ্যজুড়ে ছাত্র ধর্মঘটকে কেন্দ্র করে দিকে দিকে অশান্তির খবর মেলে। সোমবার সকালে ছাত্র ধর্মঘটকে কেন্দ্র করে মেদিনীপুর কলেজ তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে। SFI এবং TMCP সমর্থকদের হাতাহাতি-মারামারিতে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। দু'পক্ষের মারামারিতে বেশ কয়েকজন ছাত্রছাত্রী জখম হয়েছেন বলেও জানা গিয়েছে। এছাড়াও রাজ্যের বিভিন্ন প্রান্তে একাধিক কলেজে এদিন ছাত্র ধর্মঘটের জেরে অশান্তির খবর মিলেছে।
গত শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসুর গাড়ির ধাক্কায় এক ছাত্র গুরুতর জখম হন। সেই ঘটনার প্রতিবাদে আজ রাজ্য জুড়ে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে এসএফআই। বাম ছাত্র সংগঠনের এই ধর্মঘটকে কেন্দ্র করে দিকে দিকে অশান্তির খবর মিলেছে। সোমবার সকালে পড়ুয়ারা মেদিনীপুর কলেজে ঢুকতে গেলে বাধা দেয় কলেজ গেটে থাকা SFI সমর্থকরা। TMCP-এর পড়ুয়ারা এই ঘটনা প্রতিরোধ করতে গেলে তুমুল উত্তেজনা তৈরি হয়। শাসকদলের ছাত্র সংগঠনের সঙ্গে বাম ছাত্র সংগঠনের সমর্থকদের তুমুল সংঘর্ষ বেধে যায়।
দু'পক্ষের হাতাহাতি-মারামারিতে এলাকা রণক্ষেত্রের চেহারা নেয়। পরিস্থিতি সামাল দিতে পারে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। তবে পুলিশের সঙ্গেও তুমুল তর্কাতর্কি শুরু হয়ে যায় বিক্ষোভকারীদের। অন্যদিকে, মেদিনীপুরেই বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়েও এদিন তুমুল হট্টগোল শুরু হয় ছাত্র ধর্মঘটকে কেন্দ্র করে।
আরও পড়ুন- West Bengal News Live:বাংলাদেশে আর নয় অপারেশন 'ডেভিল হান্ট', রমজানে আরও জোরদার হচ্ছে অভিযান
SFI-AIDSO-এর সমর্থকদের বিক্ষোভ ঘিরে অশান্তি ছড়িয়ে পড়ে। পুলিশকে টেনে হিঁচড়ে সরাকে দেখা গিয়েছে বিক্ষোভকারীদের। বিশাল পুলিশ বাহিনী গিয়ে বিক্ষোভকারীদের টেনে প্রিজন ভ্যানে তুলেছেন।
আরও পড়ুন- Sukanta Majumdar: যাদবপুর-কাণ্ডের নেপথ্যে বিরাট ষড়যন্ত্রের আশঙ্কা! সুকান্তর নিশানায় কে?
এছাড়াও এদিন ছাত্র ধর্মঘটকে কেন্দ্র করে অশান্তি ছড়িয়ে পড়ে রাজ্যের একাধিক প্রান্তের কলেজ-বিশ্ববিদ্যালয়ে। যাদবপুর বিশ্ববিদ্যালয়েও এদিন সকাল থেকে ধর্মঘটের ব্যাপক প্রভাব পড়ে। বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেটে প্ল্যাকার্ড, ফেস্টুন হাতে নিয়ে বিক্ষোভ দেখায় SFI, AIDSO-এর সমর্থকরা।
আরও পড়ুন- Purba Bardhaman News: সরকারি জমি 'দখল', নতুন থানার জন্য জমিই জুটছে না, ক্ষুব্ধ মন্ত্রীর নিশানায় কারা?