/indian-express-bangla/media/media_files/2025/03/03/Wx9YuzM8l4kB403PebGK.jpg)
News in West bengal Live: গুরুত্বপূর্ণ খবরের টাটকা আপডেট জানুন।
Latest West Bengal News Highlights: 'ভূতুড়ে ভোটার' নিয়ে এবার সুর চড়াল তৃণমূল। রীতিমতো সাংবাদিক বৈঠক করে নির্বাচন কমিশনকেই চ্যালেঞ্জ শানালেন এ রাজ্যের শাসকদলের সাংসদরা। তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও'ব্রায়েন বলেন, "২৪ ঘন্টার মধ্যে নির্বাচন কমিশন ভুল স্বীকার করে নিক। তা না হলে নতুন তথ্য আমরা সামনে আনব।" সাংবাদিক বৈঠকে তৃণমূলের অপর রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ বলেন, "বাংলার একজন ভোটারের যে এপিক নম্বর রয়েছে, অন্য রাজ্যের এক ভোটারেরও এওই একই এপিক নম্বর। এটা একটা কেলেঙ্কারি। বিজেপি থেকে কোনও কোনও লোক নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করে এই অপরাধ করেছে। প্রয়োজনে আমরা তাদের নাম দেব।"
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় এবার কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে মামলা দায়ের হল উচ্চ আদালতে। মামলাকারীদের অভিযোগ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গত শনিবার পুলিশ তার নিরপেক্ষ ভূমিকা পালন করেনি বলে অভিযোগ আক্রান্তদের। পাল্টা আক্রান্ত ছাত্রদেরই পুলিশ হেনস্থা করেছে বলে অভিযোগ। এই মর্মে মামলা দায়ের হয়েছে হাইকোর্টে। মঙ্গলবার কলকাতা হাইকোর্টে মামলাটির শুনানি হবে।
বাংলাদেশে অপরাধ প্রবণতা বা অপরাধমূলক কাজকর্ম রোধে এবার আরও জোরদার হচ্ছে অভিযান। তবে সেই অভিযানের নাম অপারেশন 'ডেভিল হান্ট' বা 'শয়তানের খোঁজ' থাকছে না। বাংলাদেশের প্রথম সারির সংবাদমাধ্যম 'প্রথম আলো'য় প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, আর যৌথ অভিযানের নাম 'ডেভিল হান্ট' থাকছে না। সম্প্রতি বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে এই নামটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রমজান মাস চলাকালীন রোজা এবং ঈদের কেনাকাটা পুরোদমে শুরু হয়ে গিয়েছে বাংলাদেশে। এই সময়ে সে দেশে অপরাধ প্রবণতা বেড়ে যায়। চুরি, ডাকাতি, ছিনতাই-সহ নানা অপরাধমূলক কাজকর্ম রুখতে এবার নজিরবিহীন ব্যবস্থা নিয়েছে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
-
Mar 03, 2025 17:20 IST
West Bengal News Live: মেডিক্যাল কলেজে রক্তারক্তি কাণ্ড! বন্ধুর স্বামীর স্ত্রীর মাথায় হাতুড়ির ঘা বান্ধবীর
কলকাতা মেডিক্যাল কলেজে রক্তারক্তি কাণ্ড। মেডিক্যাল রিপ্রেন্জেটেটিভ স্বামীর সঙ্গে তাঁর স্ত্রীর প্রকাশ্যে ঝগড়া। তার মধ্যেই মেডিক্যাল রিপ্রেন্জেটেটিভের স্ত্রীর মাথায় হাতুড়ির ঘা যুবকের বান্ধবীর। স্বামীর পরকীয়া ধরে ফেলে পিছু পিছু মেডিক্যাল কলেজে আসেন মহিলা। সেখানে স্বামীর ঝগড়া করার মধ্যেই স্বামীর বান্ধবী এসে তাঁর মাথায় হাতুড়ি দিয়ে মারেন। রক্তারক্তি কাণ্ড হয়। সরকারি মেডিক্যাল কলেজের মতো জায়গায় কীভাবে মেডিক্যাল রিপ্রেন্জেটেটিভ ঢুকলেন এবং এমন ঘটনা ঘটল তা নিয়ে প্রশ্ন উঠেছে।
-
Mar 03, 2025 16:21 IST
West Bengal News Live:যাদবপুরে পরিকল্পিত হামলা: ওয়েবকুপা
যাদবপুর-কাণ্ড নিয়ে এবার সোচ্চার তৃণমূল প্রভাবিত অধ্যাপকদের সংগঠন ওয়েবকুপা। সাংবাদিক বৈঠকে যাদবপুরের ঘটনা নিয়ে রীতিমতো ভয়ঙ্কর অভিযোগ আনল অধ্যাপকদের এই সংগঠনটি। তাঁদের অভিযোগ, "ওই দিন তৃণমূল ছাত্র পরিষদের কোনও সদস্য ছিল না। পরিকল্পিতভাবে শিক্ষামন্ত্রীর গাড়ির ওপর হামলা হয়। পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে। লাঠি ছুঁড়ে মেরেছে, নিজেরাই নিজেদের ব্যানার ছিঁড়েছে। শিক্ষামন্ত্রীকে চূড়ান্তভাবে আঘাত করাই উদ্দেশ্য ছিল ওই আক্রমণের। আরও বড় খবর করতে চাইছিল ওরা।"
-
Mar 03, 2025 16:06 IST
West Bengal News Live:উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে বাম্পার বন্দোবস্ত!
আজ থেকে শুরু হয়ে গিয়েছে এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা (Higher secondary examination 2025)। নির্বিঘ্নে পরীক্ষা পরিচালনায় একগুচ্ছ পদক্ষেপ করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। তবে জঙ্গলমহলের ঝাড়গ্রাম জেলায় পরীক্ষার্থীদের সুবিধার্থে এবার নজিরবিহীন পদক্ষেপ করেছে প্রশাসন। প্রশাসনের এই পদক্ষেপে খুশি পরীক্ষার্থী থেকে শুরু করে তাঁদের অভিভাবকরা।
বিস্তারিত পড়ুন- Higher secondary examination 2025: শুরু উচ্চ মাধ্যমিক, পরীক্ষার্থীদের সুবিধার্থে বাম্পার বন্দোবস্ত প্রশাসনের!
-
Mar 03, 2025 14:57 IST
West Bengal News Live:আজ থেকে শুরু হয়ে গেল উচ্চ মাধ্যমিক
আজ অর্থাৎ ৩ মার্চ থেকে এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে গেল। পরীক্ষা চলবে আগামী ১৮ মার্চ পর্যন্ত। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে জানা গিয়েছে, এবছর রাজ্যে মোট উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৫ লক্ষ ৯ হাজার। ২০২৪ সালের পরিসংখ্যান ধরলে এ বছর অনেক কম সংখ্যক পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন। গত বছর অর্থাৎ ২০২৪ সালে ৭ লক্ষ ৯০ হাজার পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসেছিলেন। পরীক্ষায় নকল রুখতে কড়া পদক্ষেপ করছে সংসদ। পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন বা অন্য কোনও বৈদ্যুতিন যন্ত্র নিয়ে ঢোকা নিষেধ। কোনও পরীক্ষার্থীর কাছে বৈদ্যুতিন যন্ত্র ধরা পরলে এবছরের মত তার পরীক্ষা বাতিল করা হবে বলে জানিয়েছে সংসদ।
-
Mar 03, 2025 14:15 IST
West Bengal News Live:আত্মঘাতী উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী
উচ্চ মাধ্যমিক পরীক্ষার আতঙ্কে এক ছাত্রী আত্মঘাতী হয়েছেন বলে দাবি তাঁর পরিবারের। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার জয়পুর থানার কারকবেড়িয়া গ্রামে। তরুণীর মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
বিস্তারিত পড়ুন- Higher Secondary Exam 2025: পরীক্ষার কয়েক ঘণ্টা আগেই বীভৎস-কাণ্ড! মর্মান্তিক পরিণতি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর
-
Mar 03, 2025 12:20 IST
West Bengal News Live:নতুন করে তৎপরতা CBI-এর
আরজি করের ঘটনায় নতুন করে ফের জোরদার তৎপরতা সিবিআইয়ের। টালা থানা এবং আরজি করের আউটপোস্টে কর্তব্যরত মোট ১১ জন পুলিশকর্মীকে তলব করেছে কেন্দ্রীয় এজেন্সি। সোমবার এবং আগামীকাল অর্থাৎ মঙ্গলবার এই পুলিশকর্মীদের সিবিআই দফতরে হাজিরা দিতে বলা হয়েছে। আরজি করে তরুণী চিকিৎসক ধর্ষণ-খুনে দোষী সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ড হয়েছে। তবে তারপরেও তদন্তের কাজ শেষ করেনি সিবিআই। এবার আরজি করের ঘটনায় তলব ১১ পুলিশকর্মীকে।
-
Mar 03, 2025 11:07 IST
West Bengal News Live: যাদবপুর-কাণ্ডের নেপথ্যে ষড়যন্ত্রের আশঙ্কা!
যাদবপুর বিশ্ববিদ্যালয়েক ঘটনার পিছvs বড়সড় চক্রান্তের আশঙ্কা রাজ্য BJP সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের। এক্ষেত্রে রাজ্য বিজেপির শীর্ষ নেতার নিশানায় খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে আইপ্যাক-এরও নাম নিয়েছেন সুকান্ত মজুমদার। BJP-কে রুখতে ঘুরিয়ে CPM-এর হাত শক্ত করতে চাইছে তৃণমূল, এমনই অভিযোগ এনেছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।
বিস্তারিত পড়ুন- Sukanta Majumdar: যাদবপুর-কাণ্ডের নেপথ্যে বিরাট ষড়যন্ত্রের আশঙ্কা! সুকান্তর নিশানায় কে?
-
Mar 03, 2025 10:36 IST
West Bengal News Live: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘট
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘট। বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেটে SFI, AIDSO-এর বিক্ষোভ প্রদর্শন। শনিবার শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত হন এক ছাত্র। তারই প্রতিবাদে এদিনের ছাত্র ধর্মঘট। সোমবার সকাল থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেট আটকে বিক্ষোভ দেখাচ্ছেন ছাত্রছাত্রীরা।
-
Mar 03, 2025 10:27 IST
West Bengal News Live: ৪৮ জনের বিরুদ্ধে মামলা রুজু
যাদবপুর কাণ্ডে এখনও পর্যন্ত ৪৮ জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। পড়ুয়াদের নামে চুরি ছিনতাই শ্রীলতাহানি মারধর আঘাতের জেরে জখম করার মত ধারা দিয়েছে পুলিশ। কত শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয় শিক্ষা মন্ত্রী প্রাপ্ত বসুর গাড়ির ধাক্কায় আহত পড়ুয়া ইমরানুজ রায়ের বিরুদ্ধেও তিনটি জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ।
-
Mar 03, 2025 09:52 IST
Purba Bardhaman News: সরকারি জমি 'দখল' নিয়ে ক্ষুব্ধ মন্ত্রী
থানা তৈরির জন্য জুটছে না জমি। অথচ সরকারি জায়গায়, রাস্তার জায়গায় তৈরি হয়ে গিয়েছে বাড়ি। বিষয়টি নিয়ে পূর্ব বর্ধমানের কালনার নান্দইয়ে দলের কর্মসূচিতে যোগ দিয়ে চূড়ান্ত ক্ষোভ ব্যক্ত করলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। তিনি কার্যত হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দেন, যে বা যাঁরা সরকারি জায়গায় বাড়ি করার অনুমতি দিয়েছে, তাঁদের কেউ ছাড় পাবেন না।
বিস্তারিত পড়ুন- Purba Bardhaman News: সরকারি জমি 'দখল', নতুন থানার জন্য জমিই জুটছে না, ক্ষুব্ধ মন্ত্রীর নিশানায় কারা?
-
Mar 03, 2025 09:24 IST
West Bengal News Live: HS পরীক্ষার্থীদের বিনামূল্যে টোটো পরিষেবা
উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ডায়মন্ডহারবার বিধানসভা জুড়ে বিনামূল্যে টোটো পরিষেবা। তৃণমূলের উদ্যোগে এই পরিষেবা দেওয়া হচ্ছে। ডায়মন্ডহারবার বিধানসভার পরীক্ষা কেন্দ্রগুলিতে ছাত্রছাত্রীদের বিনামূল্যে পৌঁছে দিতে শতাধিক টোটো রাখা হয়েছে। উদ্যোক্তারা জানান, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশে ছাত্র-ছাত্রীদের জন্য বিনামূল্যে টোটো পরিষেবা দেওয়া হচ্ছে।
-
Mar 03, 2025 09:22 IST
West Bengal News Live: যাদবপুর-কাণ্ডের প্রতিবাদে ছাত্র ধর্মঘট
যাদবপুর-কাণ্ডের প্রতিবাদে আজ রাজ্যজুড়ে ছাত্র ধর্মঘটের ডাক এসএফআইয়ের। কলেজ-বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতরে আজ সকাল থেকে নানাবিধ কর্মসূচি বাম ছাত্র সংগঠনের। ক্লাস বয়কট, ক্লাস ডায়াসিং, করিডোর মিটিং, পিকেটিং সহ নানা প্রতিবাদ কর্মসূচি নেওয়া হয়েছে। মেডিক্যাল কলেজের গেট নং ২ থেকে শুরু করে কলকাতা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, বর্ধমান বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, কল্যাণী বিশ্ববিদ্যালয়ে আজ প্রতিবাদ কর্মসূচি পালন SFI-এর।
-
Mar 03, 2025 08:55 IST
West Bengal News Live: বোমা ও বোমা তৈরির সরঞ্জাম-সহ ধৃত ১
গোপন সূত্রে খবর পেয়ে কুলতলী থানার পুলিশ গাজীরচক এলাকায় হানা দেয়। ওই এলাকা থেকেই বোমা ও বোমার সরঞ্জাম-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। ধৃত আলতাফ মণ্ডলকে প্রথমে আটক করলে তার কাছ থেকে উদ্ধার হয় একটি তাজা বোমা। পরে তার বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় বোমা তৈরির সরঞ্জাম। আলতাফকে গ্রেফতার করে পুলিশ।
-
Mar 03, 2025 08:53 IST
West Bengal News Live: গরমে নাজেহাল পরিস্থিতি কবে থেকে?
মার্চ মাসের শুরু থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পারদ চড়তে শুরু করেছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী দিন তিনেক দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরিস্থিতি মোটের উপর একই থাকবে। তবে তারপর থেকে পারদ চড়বে। আরও বাড়বে গরমের অনুভূতি। আগামী কয়েক দিন উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে? বৃষ্টি নিয়ে কী বলছে আবহাওয়া দফতর?
বিস্তারিত পড়ুন- Kolkata Weather Today: চড়ছে পারদ, গরমে নাজেহাল পরিস্থিতি কবে থেকে? বৃষ্টি নিয়ে মিলল বড় আপডেট