Sukanta Majumdar fears conspiracy behind the chaos in Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়েক ঘটনার পিছvs বড়সড় চক্রান্তের আশঙ্কা রাজ্য BJP সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের। এক্ষেত্রে রাজ্য বিজেপির শীর্ষ নেতার নিশানায় খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে আইপ্যাক-এরও নাম নিয়েছেন সুকান্ত মজুমদার। BJP-কে রুখতে ঘুরিয়ে CPM-এর হাত শক্ত করতে চাইছে তৃণমূল, এমনই অভিযোগ এনেছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।
CPM-কে প্রাসঙ্গিক করতে চায় তৃণমূল:
"মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে SFI-কে প্রাসঙ্গিক করতে চাইছেন, মানে CPM-কে প্রাসঙ্গিক করতে চাইছেন। বাংলাদেশের চিত্র দেখার পরে পশ্চিমবঙ্গে হিন্দুরাও বুঝতে পেরেছেন আগামী দিনে বাংলাদেশ 'পার্ট টু' তাঁদের জন্য অপেক্ষা করছে। হিন্দু ভোটকে ভাগ করতে হবে। হিন্দু ভোট যদি সব বিজেপি পেয়ে যায় আর চার পার্সেন্ট পেয়ে গেলেই তো BJP সরকারে চলে আসবে।"
সুকান্ত মজুমদার এদিন আরও বলেন, "আসলে হিন্দু ভোট ভাগ করার জন্য সিপিএমকে তোলা হচ্ছে। এখন তৃণমূল-SFI সংঘর্ষ হবে। সিপিএম নেতাদের উপর হামলা হবে। CPM পার্টি অফিসে হামলা হবে। যখনই হামলা হয় তার মানে আপনি প্রাসঙ্গিক হন। এখন সেই চেষ্টা করা হচ্ছে। উল্টো হামলা করে CPM-কে প্রাসঙ্গিক করার চেষ্টা। সিপিএমকে ভোট দেওয়া মানে তৃণমূলকেই সাহায্য করা।"
আরও পড়ুন- West Bengal News Live:বাংলাদেশে আর নয় অপারেশন 'ডেভিল হান্ট', রমজানে আরও জোরদার হচ্ছে অভিযান
যাদবপুরের ঘটনার নেপথ্যে চক্রান্তের আশঙ্কা সুকান্ত মজুমদারের:
"যাদবপুরের ঘটনা নতুন যে আইপ্যাক হয়েছে তার প্ল্যান হতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পুরোটা ড্রামা হতে পারে। আইপ্যাক এর আগে এমন বহু কাজ করেছে। যারা ভোটে জেতার জন্য নিম্ন পরিচয় দিতে পারে তারা এই ধরনের কাজ করতেই পারে। লোকসভা নির্বাচনে আমার বিরুদ্ধেই আইপ্যাক লিফলেট বিলি করেছিল। আমি ভোটে হার স্বীকার করে নিচ্ছি আইপ্যাক এই সব বলে লিফলেট বিলি করেছিল।"
আরও পড়ুন- Taslima Nasreen: 'জেহাদিদের দখলে বাংলাদেশ', ইউনূসের বিরুদ্ধে 'বোমা' ফাটালেন তসলিমা নাসরিন
উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের অসুবিধা করে বিক্ষোভ-প্রদর্শন নয়:
"উচ্চ মাধ্যমিক চলাকালীন আমার মনে হয় ছাত্র ধর্মঘট ডাকা উচিত নয়। ছাত্রদের অসুবিধা হয় এমন কোনও কাজ করা উচিত নয়। আমরা ভেবেছিলাম বিক্ষোভ দেখাব। কিন্তু সেই বিক্ষোভকে আমরা এমনভাবে পরিবর্তিত করেছি যাতে কোনও ছাত্র-ছাত্রীর অসুবিধা না হয়। নরমাল গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা রাস্তায় নেমে প্রতিবাদ করব যাতে কোনও সমস্যা না হয়।"
আরও পড়ুন- Purba Bardhaman News: সরকারি জমি 'দখল', নতুন থানার জন্য জমিই জুটছে না, ক্ষুব্ধ মন্ত্রীর নিশানায় কারা?