ছুটির দিনে রাজ্যের করোনা আপডেটে স্বস্তি। শনিবারের চেয়ে এদিন রাজ্যের দৈনিক সংক্রমণ খানিকটা কমেছে। কমেছে মৃত্যুর সংখ্যাও। যদিও উদ্বেগ এখনও যাচ্ছে না। দৈনিক সংক্রমণ এখনও ২ হাজারের কাছেই রয়েছে। পুজোর মাত্র কয়েক মাস আগে রাজ্যের করোনা-ছবিটা একেবারেই স্বস্তি দিচ্ছে না।
আর মাত্র কয়েক মাসের মাথায় দুর্গাপুজো। গত দু'বছর করোনা কাঁটায় বিদ্ধ হয়েছিল বাঙালির প্রাণের উৎসব। মহা সমারোহে দুর্গাপুজো পালনে বাদ সেধেছিল করোনা। তবে এবার আগে থেকেই রাজ্যের কোনায়-কোনায় দুর্গাপুজোর তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। যদিও এই আবহেও উদ্বেগ জিইয়ে রেখেছে করোনা। ফি দিন প্রায় ২ হাজারের কাছাকাছি মানুষ নতুন করে করোনায় কাবু হচ্ছেন।
আরও পড়ুন- ‘টাকার পাহাড়ের খোঁজ জানত পুলিশ’, চাঞ্চল্যকর অভিযোগে শোরগোল ফেলে দিলেন দিলীপ
তবে পরিসংখ্যান অনুযায়ী গতকালের চেয়ে আজ রাজ্যের দৈনিক সংক্রমণ খানিকটা কমেছে। রবিবার সন্ধেয় রাজ্য স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮১৭ জন। একদিনে রাজ্যে করোনায় মৃত্যু ৬ জনের।
আরও পড়ুন- মমতার দেওয়া ‘বঙ্গবিভূষণ’ নিচ্ছেন না অমর্ত্য সেন, সরকারকে বার্তা? উঠছে প্রশ্ন
এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ২১ হাজার ৩২০। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়েছেন ২ হাজার ৮৭৮ জন। এই মুহূর্তে বাংলায় করোনা পজিটিভিটি রেট ১২.৪১ শতাংশ। এখনও রাজ্যের সংক্রমণ পরিস্থিতি উদ্বেগজনক বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সংক্রমণে রাশ টানতে আবারও মাস্ককে অপরিহার্য সঙ্গী করার বার্তা দিচ্ছেন তাঁরা।