ভোট উৎসব ঘিরে করোনা বিধি প্রাথমিক পর্যায়ে শিকেয় উঠেছিল। সেই আবহেই আগামী দিনের পরিস্থিতি নিয়ে সতর্কবার্তা দিয়েছিলেন রাজ্যের স্বাস্থ্য বিশেষজ্ঞ থেকে চিকিৎসক মহল। মঙ্গলবারে স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিনের পরিসংখ্যান এবার চিন্তা বৃদ্ধি করছে বাংলায়।
কোভিডের দ্বিতীয় ঢেউতে টালমাটাল রাজ্যও। গত ২৪ ঘন্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ১০৭ জনের। একদিনে আক্রান্ত হয়েছে ১৭ হাজার ৬৩৯ জন। রাজ্যে এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৮ লক্ষ ৯৮ হাজার ৫৩৩। সোমবার দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১৭ হাজার ৫১৫ জন। করোনা গ্রাসে প্রাণ হারিয়েছিল ৯২ জন। মঙ্গলবার মৃত্যুও ছাপিয়ে গেল একশোর গণ্ডি।
আরও পড়ুন, ‘ভ্যাকসিন না দিলে কাজ বন্ধ করব’, চরম হুঁশিয়ারি এয়ার ইন্ডিয়ার পাইলটদের
বাংলায় বর্তমানে করোনা অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৯৮৫ জন। করোনা মুক্ত হয়েছেন ১৬ হাজার ৫৪৭। স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুসারে গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা নমুনা পরীক্ষা হয়েছে ৫৭ হাজার ৭৪৮টি। কলকাতার পাশাপাশি জেলাগুলিতেও থাবা বসাচ্ছে করোনা। উত্তর ২৪ পরগণা জেলায় করোনা আক্রান্তের সংখ্যা পেরিয়েছে মহানগরকে। দুই জেলাতেই চার হাজার ছুঁইছুঁই আক্রান্ত।
আরও পড়ুন, নেতৃত্বের অক্ষমতাই কোভিড বৃদ্ধির কারণ, কেন্দ্রকেই দুষলেন রঘুরাম
এদিকে দেশে মোট আক্রান্ত মঙ্গলবার ২ কোটি ছাড়িয়েছে। তবে দৈনিক আক্রান্তের সংখ্যা কিছুটা কমে হয়েছে ৩ লক্ষ ৫৭ হাজার ২২৯ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩ হাজার ৪৪৯ জনের। এই নিয়ে দেশে এখনও অবধি প্রাণ হারিয়েছেন ২ লক্ষ ২২ হাজার ৪০৮ জন।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন