West Bengal government is active in keeping onion prices under control: বছরের বিভিন্ন সময়ে পেঁয়াজের দাম বেড়ে যাওয়া নিয়ে নাভিশ্বাস ওঠার জোগাড় হয় সাধারণ মানুষের। বিভিন্ন সময় সুনির্দিষ্ট কোনও কারণ ছাড়াই হঠাৎ করে পেঁয়াজের দাম যেন আকাশ ছুঁয়ে যায়। এবার জ্বলন্ত এই সমস্যার নিরসণে উদ্যোগী হয়েছে রাজ্য কৃষি বিপণন দপ্তর। পেঁয়াজের গোলা তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কৃষিমন্ত্রী বেচারাম মান্না জানিয়েছেন, রাজ্যজুড়ে ৭টি পেঁয়াজের গোলা তৈরি করা হবে।
পেঁয়াজের মাত্রা ছাড়া দামে মাঝেমধ্যেই 'নাকের জলে চোখের জলে' অবস্থা হয় সাধারণ মানুষের। পেঁয়াজ ছাড়া রান্নাবান্না এক কথায় চলে না। এটি রান্না ঘরের অপরিহার্য্য একটি উপাদান। মাঝেমধ্যেই এই পেঁয়াজের দাম কেজি প্রতি ১০০ টাকা বা তারও বেশি ছাড়িয়ে যায়। এবার অত্যন্ত প্রকট এই সমস্যার নিরসণে উদ্যোগী হয়েছে রাজ্য কৃষি বিপণন দপ্তর।
রাজ্যের কৃষিমন্ত্রী বেচারাম মান্না জানিয়েছেন, এবার নদিয়া, হাওড়া, হুগলি সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে ৭টি পেঁয়াজের গোলা তৈরি করা হবে। এক একটি গোলাতে ২৫ টন করে পেঁয়াজ সংরক্ষণ করে রাখা যাবে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন- Mohan Bhagwat: মোহন ভাগবতের সঙ্গে সাক্ষাৎ, আরজি করের নির্যাতিতার বাবা-মাকে কী বললেন সঙ্ঘপ্রধান?
শুধু পেঁয়াজের গোলা তৈরিই নয়। রাজ্যে আরও পেঁয়াজ উৎপাদনের ক্ষেত্রে কৃষি বিপণন দপ্তর যথোপযুক্ত পদক্ষেপ করবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী বেচারাম মান্না। মাঝেমধ্যেই রাজ্যজুড়ে পেঁয়াজের দাম ব্যাপকভাবে বেড়ে যায়। সাধারণ মানুষ ঘোরতর সমস্যার মধ্যে পড়ে যান। অনেক সময় রাজ্যের সুফল বাংলার স্টল গুলিতে কম দামে পেঁয়াজ বিক্রির চেষ্টার উদ্যোগ নেয় সরকার। তবে সেটাও প্রয়োজনের তুলনায় নিতান্তই সামান্য বলে অভিযোগ ওঠে। এবার তাই পেঁয়াজের দাম নিয়ন্ত্রণ রাখতে রাজ্য সরকারের উদ্যোগেই তৈরি হতে চলেছে পেঁয়াজের গোলা।
আরও পড়ুন- West Bengal News Live:'বাংলাদেশে হাসিনাদের আওয়ামি লিগ নিষিদ্ধ করা হবে', জানালেন ইউনুসের উপদেষ্টা