হুগলির স্কুলের মিড ডে মিলের মেনুতে ‘নুন-ভাত’ দেওয়ার ঘটনায় তাজ্জব হয়েছিল গোটা রাজ্য। এ ঘটনার পরই মিড ডে মিল নিয়ে তৎপর হল রাজ্য সরকার। রাজ্য সরকারের স্কুলগুলিতে মিড ডে মিলের মেনু ঠিক করে দেওয়া হল। বৃহস্পতিবার সরকারের তরফে সমস্ত জেলা প্রশাসনকে নয়া মিড ডে মিলের মেনু নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। মিড ডে মিল ঠিকমতো পরিবেশন করা হচ্ছে কিনা, তা খতিয়ে দেখতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।
আরও পড়ুন: ‘হারিয়ে গেছে গণতন্ত্র’, চিদাম্বরমের গ্রেফতারিতে কাব্য প্রতিবাদ মমতার
কী কী রয়েছে মিড ডে মিলের মেনুতে?
সোমবার- পড়ুয়াদের পাতে থাকবে ভাত, ডাল, আলু-সব্জি তরকারি, চাটনি। মঙ্গলবার পডড়ুয়াদের দেওয়া হবে ভাত, ডাল, ডিম বা মাছ ও চাটনি। বুধবার মিড ডে মিলের মেনুতে থাকছে ভাত, ডাল, সব্জি। বৃহস্পতিবার ছাত্রছাত্রীদের দেওয়া হবে ভাত, মাছ বা ডিম, সব্জি। শুক্রবারের মেনুতে থাকছে ভাত, ডাল, আলুর দম। শনিবার মেনুতে থাকবে ভাত, ডাল, সোয়া, আলুর তরকারি।
আরও পড়ুন: দক্ষিণবঙ্গের ১১ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস
প্রসঙ্গত, কিছুদিন আগে চুঁচুড়ার বালিকা বাণী মন্দির স্কুলে আচমকাই পরিদর্শনে যান বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। তখন স্কুলের ছাত্রীরা মিড ডে মিলের খাবার খাচ্ছিল। লকেট চট্টোপাধ্যায় অভিযোগ করেন, “স্কুলের মিড ডে মিল নিয়ে দুর্নীতির অভিযোগ আসে। তাই কাউকে না জানিয়ে হঠাৎ পরিদর্শনে এসেছি। এই স্কুলে মিড ডে মিল-এ দেওয়া হচ্ছে নুন-ভাত। আজও শুধু ভাত দেওয়া হয়েছে। শুকনো ভাত খাচ্ছে বাচ্চাগুলো। দিনের পর দিন মিড ডে মিল নিয়ে এখানে দুর্নীতি ও চুরি চলছে।” এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘‘এটা অমানবিক। ছাত্রছাত্রীদের মিড-ডে মিল নিয়ে কারও রাজনীতি করা উচিত নয়। মিড-ডে মিলের মেনুতে কোনও বদল আনা হবে না। এ ঘটনায় যারা জড়িত, তাদের কঠোর শাস্তি দেবে সরকার’’। এ ঘটনায় ইতিমধ্যেই ২ শিক্ষিকাকে সাসপেন্ড করা হয়েছে।
Read the full story in English