Higher Secondary Exam 2025: পরীক্ষার কয়েক ঘণ্টা আগেই বীভৎস-কাণ্ড! মর্মান্তিক পরিণতি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর

Higher Secondary Examination 2025: উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরুর কয়েক ঘণ্টা আগেই মর্মান্তিক কাণ্ড। তরুণীর এমন পরিণতি ঘিরে এলাকায় শোকের ছায়া।

author-image
IE Bangla Web Desk
New Update
west bengal Higher Secondary Examination 2025 bankura students commits suicide: বাঁকুড়ার জয়পুরে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী আত্মঘাতী

Higher Secondary Exam 2025: প্রতীকী ছবি।

Higher Secondary Exam 2025: উচ্চ মাধ্যমিক পরীক্ষার আতঙ্কে এক ছাত্রী আত্মঘাতী হয়েছেন বলে দাবি তাঁর পরিবারের। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার জয়পুর থানার কারকবেড়িয়া গ্রামে। তরুণীর মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisment

বাঁকুড়ার জয়পুরের কারকবেড়িয়া গ্রামের বাসিন্দা বর্ষা দে। বর্ষা স্থানীয় টানা দিঘি হাই স্কুলের ছাত্রী। এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় (Higher Secondary Examination 2025) বসার কথা ছিল তাঁর। তবে তার পরিবার সূত্রে জানা গিয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসা নিয়ে কিছুদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিল ওই পরীক্ষার্থী। পরীক্ষায় বসলে আশঙ্কা প্রকাশ করেছিল বাড়ির লোকজনদের কাছে।

গতকাল একটা রবিবার আশঙ্কা বাড়িতেই ওই ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। প্রয়োজনীয় চিকিৎসা করা হয় তার। এরপর গতকাল রাতে সে ঘুমিয়ে পড়েছিল। সোমবার সকালে ঘুম থেকে উঠে পরীক্ষা যাওয়ার আগে পড়তে বসেছিল  বর্ষা। তবে তারই কিছুক্ষণের মধ্যে ঘরেই আত্মহত্যা করেছেন ওই তরুণী।

আরও পড়ুন- West Bengal News Live:যাদবপুর-কাণ্ডে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের

Advertisment

 বিষয়টি নজরে আসতেই বাড়ির লোকজন তাকে উদ্ধার করে কোতুলপুর গ্রামের হাসপাতালে নিয়ে যায়। তবে চিকিৎসা করা তাকে পরীক্ষা করে জানান মেয়েটির মৃত্যু হয়ে। উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। কান্নায় ভেঙে পড়েছেন তার বাবা মা ও আত্মীয় স্বজনরা।

আরও পড়ুন- Student Strike: যাদবপুর-কাণ্ডের প্রতিবাদ, বাম ছাত্র সংগঠনের ধর্মঘটে তুমুল অশান্তি দিকে দিকে

Suicide Bankura Bengali News Today higher secondary examination news in west bengal news of west bengal