Advertisment

Chinmoykrishna Das:জেলে চিন্ময়কৃষ্ণ দাসের সঙ্গে সাক্ষাতে না, 'খারাপ কিছু ঘটছে', আশঙ্কা হিন্দু সংগঠনের

Bangladesh News-Chinmoykrishna Das: রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করে বাংলাদেশের পুলিশ। চট্টগ্রামের জেলে এক মাসেরও বেশি সময় ধরে বন্দি রয়েছেন চিন্ময়কৃষ্ণ দাস।

author-image
IE Bangla Web Desk
New Update
News in West bengal Live: পশ্চিমবঙ্গের খবর

Chinmoykrishna Das: চিন্ময়কৃষ্ণ দাস।

Others are not allowed to meet Chinmoykrishna Das who is imprisoned in Bangladesh: বাংলাদেশের (Bangladesh) চট্টগ্রামের জেলে একটানা বন্দি সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস (Chinmoykrishna Das)। অভিযোগ বাংলাদেশে জেলে বন্দি ইসকনের (ISKCON) সন্ন্যাসীর সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না তাঁর ঘনিষ্ঠ কিংবা পরিচিতদের। রবিবার চট্টগ্রামের জেলে চিন্ময়কৃষ্ণ দাসের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সাতজন সন্ন্যাসী। তাঁদের দীর্ঘক্ষণ অপেক্ষা করানো হয় জেলে। এরপরেও তাঁদের সঙ্গে চিন্ময়কৃষ্ণ দাসকে দেখা করতে দেওয়া হয়নি বলে অভিযোগ তুলেছে 'ভয়েস অফ বাংলাদেশী হিন্দু' নামে একটি সংগঠন। এক্স হ্যান্ডলে এ ব্যাপারে জেল সুপারের বিরুদ্ধে রীতিমতো তোপ দেগেছে সংগঠনটি।

Advertisment

নৈরাজের বাংলাদেশ। একটানা চট্টগ্রামের জেলে বন্দি ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস। রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে তাকে গ্রেফতার করেছিল বাংলাদেশ পুলিশ। সম্প্রতি চট্টগ্রামের আদালতে আরও একবার নাকচ হয়ে গেছে চিন্ময়কৃষ্ণ দাসের জামিনের আবেদন। তবে এবার ইসকনের সন্ন্যাসীর জামিন চেয়ে বাংলাদেশের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছেন তার আইনজীবীরা।

চট্টগ্রামের জেলে তার সঙ্গে ঘনিষ্ঠদের দেখা করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ তুলেছে বাংলাদেশী হিন্দুদের একটি সংগঠন। 'ভয়েস অফ বাংলাদেশি হিন্দু' নামে একটি সংগঠনের এক্স হ্যান্ডলে পোস্ট করে দাবি করা হয়েছে, "চট্টগ্রামের জেলে চিন্ময়কৃষ্ণ দাসকে হত্যার ষড়যন্ত্র চলছে। পুলিশ প্রশাসনের অনুমতি থাকলেও চিন্ময় প্রভুকে সাধুদের সঙ্গে দেখা করতে দিচ্ছেন না জেল সুপার। জেলে তার সঙ্গে খারাপ কিছুই ঘটছে।"

আরও পড়ুন- West Bengal News Live: ফের লোকালয়ে প্রকাণ্ড বাঘের পায়ের ছাপ, আতঙ্কে থরহরি কম্প দশা বাংলার এপ্রান্তে

Advertisment

ওই সংগঠনটি এক্স হ্যান্ডলে আরও লিখেছে, "কেন কাউকে চিন্ময় প্রভুর সাথে দেখা করতে দেওয়া হচ্ছে না??? তাঁর সঙ্গে দেখা করতে গিয়ে চট্টগ্রামের কারাগারে তিন ঘন্টা অপেক্ষার পর সাত সদস্যের সাধু-সন্ন্যাসীদের একটি দল ফিরে এসেছে।"

আরও পড়ুন- Madhyamik 2025: মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিরাট খবর! নাম নথিভুক্তকরণের জন্য বিরাট সুযোগ

উল্লেখ্য, শেখ হাসিনা (Sheikh Hasina) সরকারের অবসানের পর বাংলাদেশে সংখ্যালঘু সমাজের ওপর অবর্ণনীয় অত্যাচার নেমে এসেছে। বেছে বেছে হিন্দু মহল্লায় ঢুকে আক্রমণ চালানোর অভিযোগ ঘটেছে মৌলবাদীদের বিরুদ্ধে। কট্টরবাদীরা ভেঙে তছনছ করেছে একের পর এক মন্দির। মহম্মদ ইউনূসের (Muhammad Yunus) আমলে বাংলাদেশে সংখ্যালঘু সমাজের উপর অকথ্য অত্যাচার নেমে এসেছে বলে অভিযোগ উঠেছে। বাংলাদেশী সনাতনীদের হয়ে রুখে দাঁড়িয়েছিলেন চিন্ময়কৃষ্ণ দাস। ইসকনের এই সন্ন্যাসীর নেতৃত্বে বাংলাদেশের সনাতনী সমাজ প্রতিবাদে নেমেছিল। সেই চিন্ময়কৃষ্ণ দাসকেই গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশ। রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে।

আরও পড়ুন- West Bengal Weather: আজ থেকেই বৃষ্টি কোন কোন জেলায়? আরও তীব্র হবে শীত, জেনে নিন দিনক্ষণ

এদিকে চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেপ্তারির প্রতিবাদের আঁচ ছড়িয়েছে এপার বাংলাতেও। ইসকনের সন্ন্যাসীর নিঃশর্ত মুক্তির দাবিতে এ রাজ্যে পথে নেমেছে হিন্দুত্ববাদী সংগঠনগুলি। রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি আগাগোড়া ইসকনের সন্ন্যাসীর মুক্তির দাবিতে পথে নেমে বিক্ষোভ দেখাচ্ছে। চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে কলকাতায় বাংলাদেশ হাই কমিশন অভিযান করেছে গেরুয়া দল।

Bangladesh Crisis news of west bengal Bangla News Chinmoy Krishna Das arrest news in west bengal Bengali News Today Bangladesh
Advertisment