Advertisment

West Bengal news today updates: 'ছিটেফোঁটা' বৃষ্টি, কমবে আর্দ্রতাজনিত অস্বস্তি

West Bengal news today updates: কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় বিকেলের দিকে হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি।

author-image
IE Bangla Web Desk
New Update
kolkata rain, summer, কলকাতায় বৃষ্টির পূর্বাভাস, গরম

West Bengal news today updates: আলিপুর আবহাওয়া দফতর।

West Bengal news today updates: বৃষ্টি নিয়ে এখনই শিকে ছিঁড়ছে না কলকাতার ভাগ্য। বঙ্গোপসাগরের উপর থেকে নিম্নচাপ সরে যেতেই ফের বৃষ্টিহীন শহর। দিনে আকাশ মেঘলা থাকলেও 'ছিটেফোঁটা' বৃষ্টি ছাড়া আর বিশেষ কিছু মিলবে না বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় বিকেলের দিকে হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪.৮ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২৭.৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯০ শতাংশ, নূন্যতম ৫৯ শতাংশ।

Advertisment

অন্যদিকে বৃহস্পতিবার মহাজাতি সদন এলাকায় রামমন্দিরের সামনে থেকে রথযাত্রা উৎসবের সূচনা করেন বিজেপি নেতা মুকুল রায়। রশিতে টান দিয়ে রথের সঙ্গেই পা মেলান রাজ্য বিজেপির নেতারা। সেই পদযাত্রায় মুকুল রায় বলেন, “বাংলায় এখনও অশুভ শক্তি আছে। আমি চাই সেই অশুভ শক্তির বিনাশ হোক”। আবার ওদিকে অ্যালবার্ট রোডের ইসকন মন্দিরে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ইসকন কর্তৃপক্ষের আমন্ত্রণে স্বামী নিখিল জৈনকে নিয়ে হাজির হন সাংসদ নুসরত জাহানও। সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “ধর্ম মানে সর্বজনীন, বিশ্বজনীন। ধর্মের জয় হোক, সম্প্রীতির জয় হোক, ঐক্যের জয় হোক”। তবে এদিন রথযাত্রার সূচনা পর্বের শেষে মমতার মুখে শোনা যায় ‘জয় জগন্নাথ’, ‘জয় হিন্দ’, ‘জয় বাংলা’ স্লোগান। বিস্তারিত পড়ুন, ইসকনের রথযাত্রা উদ্বোধনে মমতা-নুসরত, ‘বাংলায় অশুভ শক্তি’ কটাক্ষ মুকুলের

এদিকে বুধবার মধ্যরাতে বিস্ফোরণে কেঁপে ওঠে লাভপুর। বীরভূমের দাঁড়কা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের পরিত্যক্ত ঘরে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। ধূলিসাৎ হয়ে যায় দুটি ঘরই। মজুত বোমা ফেটেই এই বিস্ফোরণ বলে প্রাথমিক তদন্তে অনুমান করেছে পুলিশ। বুধবার রাত আড়াইটে নাগাদ বিস্ফোরণ হয়, বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। ঘটনাস্থলে যায় লাভপুর থানার পুলিশ, পৌঁছয় ফরেন্সিক দলও। প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে ঢিল ছোড়া দূরত্বে পুলিশ ক্যাম্প। তার পরেও কেন এই বিস্ফোরণ, সবিস্তারে পড়ুন, বিস্ফোরণে কেঁপে উঠল লাভপুর, ধূলিসাৎ স্বাস্থ্যকেন্দ্র

Live Blog

West Bengal and Kolkata news today updates of weather, traffic, train services and airlines, কলকাতার সব খবরের আপডেট দেখুন, Follow the update here:



























12:56 (IST)05 Jul 19










































বিক্রমের উপর রেগে গেলেন কঙ্গনার বোন

বিতর্কের শিরোনাম তৈরিতে এগিয়ে রয়েছেন কঙ্গনা রানাওয়াত। সেই পথেই হাঁটছেন কঙ্গনার বোন রঙ্গোলি চান্দেল। ‘জাজমেন্টার হ্যায় ক্যায়া’-র ট্রেলার বেরোনোর পর থেকে কখনও তাপসী পান্নু ও কখনও অনুরাগ কাশ্যপদের বিরুদ্ধে টুইটে তোপ দেগেছেন তিনি। এবার তাঁর নিশানায় পড়লেন জনপ্রিয় বাংলা টেলিভিশনের অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। বিস্তারিত পড়ুন, বিক্রমের উপর বেজায় খাপ্পা কঙ্গনার বোন, কিন্তু কেন?

09:40 (IST)05 Jul 19










































আজ শহরের কখন ব্যাহত হতে যান চলাচল

" id="lbcontentbody">
09:25 (IST)05 Jul 19










































মেঘলা আকাশেও বৃষ্টি নেই

publive-image

 West Bengal news today updates: রথযাত্রার পর থেকেই শুরু হয়ে যায় পুজোর দিন গোনা। কিন্তু এবার সেই খুশির আমেজে বাদ সাধছে বিতর্ক। এবছর থেকে রাস্তা আটকে পুজো করা যাবে না। নবান্নের এই নির্দেশ নিয়েই সৃষ্টি বিতর্কের। দুর্গাপুজোর বাকি আর তিন মাস। তার আগে এই নির্দেশে অনেকটাই চিন্তায় পড়েছে শহরের বড় বড় পুজো কমিটি। নবান্ন সূত্রে খবর, বিগত কয়েক বছরে রাস্তা বন্ধ করে পুজো নিয়ে শহর ও শহরতলী থেকে একাধিক অভিযোগ আসে নবান্নে। অভিযোগে বলা হয়েছে, এভাবে পুজোর আয়োজন করার ফলে অসুবিধায় পড়েন সাধারণ মানুষ। তাই কড়া নির্দেশ নবান্নের, বিস্তারিত পড়ুন, নবান্নের নির্দেশে পুজোয় রাস্তা বন্ধ নয়, ফাঁপরে উদ্যোক্তারা

নাবালিকার সঙ্গে সহবাসের পর পলাতক প্রেমিক সন্দীপ সরকার, এমনটাই অভিযোগ। এরপর নিরুপায় হয়ে প্রেমিকের বাড়ির সামনে ধর্নায় বসে নাবালিকা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। নাবালিকাকে বহুবার বোঝানো হয়। কিন্তু, তাতে কোনও কাজ না হওয়ায় নাবালিকার গায়ে হাত তোলা হয় এবং তারপর তাকে থানায় নিয়ে যাওয়া হয় বলে দাবি। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির এক এলাকায়। সবিস্তারে পড়ুন, প্রেমিকের বাড়িতে ধর্না, ‘থাপ্পড় মেরে’ নাবালিকাকে থানায় নিয়ে গেল পুলিশ!

bjp tmc west bengal politics Weather Report kolkata traffic police
Advertisment