মকর সংক্রান্তির দিনেই ঊর্ধ্বমুখী সর্বনিম্ন তাপমাত্রার পারদ। এক ধাক্কায় ২০ ডিগ্রি ছুঁইছুই শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। গত কয়েকদিনের ঘন কুয়াশার দাপট আজও একাধিক জেলায়। দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই সকালের দিক থেকে টানা কুয়াশার জেরে সূর্যের দেখাই মেলেনি। তবে বেলা বাড়লে কুয়াশার চাদর সরবে।
আবহাওয়াবিদদের আশঙ্কাই হল সত্যি। মকর সংক্রান্তির দিনে উধাও ঠান্ডা। বরং তাপমাত্রার পারদ বেশ খানিকটা বেড়ে গিয়ে গুমোট ভাব জেলায়-জেলায়। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আবহাওয়ার এই পরিস্থিতি মোটের উপর এক। গত কয়েকদিন ধরেই তাপমাত্রার পারদ একটু-একটু করে বাড়ছিল। মকর সংক্রান্তির দিনে যা একেবারে ২০ ডিগ্রির কাছে পৌঁছে গেল।
আরও পড়ুন- এক বাইকে ১০ সওয়ারি, সাড়া জাগানো আবিষ্কার, বাংলার যুবকের দারুণ কীর্তি জোর চর্চায়!
তবে কী এবারের মতো বাঙালির শীতজাপন শেষ? আবহাওয়াবিদরা বলছেন, এখনই একথা বলার সময় আসেনি। বরং সামনের সপ্তাহের শুরু থেকে পরিস্থিতির আমূল বদল চোখে পড়তে পারে। বর্তমানে পশ্চিমী ঝঞ্ঝার জেরেই উত্তুরে হাওয়া রাজ্যে ঢোকার ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হচ্ছে। তারই জেরে ঊর্ধ্বমুখী সর্বনিম্ন তাপমাত্রার পারদ।
আরও পড়ুন- জীবন বাঁচাতে কড়া নজর, সাগর দাপিয়ে বেড়াচ্ছে লিলি-রোমিও
তবে আগামী সপ্তাহের সোমবারের পর থেকে পশ্চিমী ঝঞ্ঝার বিপদ কেটে যাবে, ফের এক দফায় নামতে শুরু করবে পারদ। সব কিছু ঠিকঠাক থাকলে সামনের সোমবার থেকেই কলকাতা-সহ জেলাগুলিতে ফের এক দফায় নামতে শুরু করবে তাপমাত্রা। ঠান্ডা হাড় কাঁপাতে পারে শহর থেকে জেলা সর্বত্র। দ্বিতীয় দফায় শীতের ঝোড়ো ইনিংস শুরু এখন সময়ের অপেক্ষা।