Kolkata Weather Today: আজ ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস জেলায়-জেলায়, ভেস্তে যেতে পারে KKR-RCB ম্যাচও?

IMD Weather Forecast Update: গতকাল থেকেই জেলায়-জেলায় বৃষ্টি শুরু। টানা কয়েকদিনের দফায়-দফায় বৃষ্টির জেরে তাপমাত্রাও খানিকটা কমেছে। আজও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস একাধিক জেলায়।

IMD Weather Forecast Update: গতকাল থেকেই জেলায়-জেলায় বৃষ্টি শুরু। টানা কয়েকদিনের দফায়-দফায় বৃষ্টির জেরে তাপমাত্রাও খানিকটা কমেছে। আজও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস একাধিক জেলায়।

author-image
IE Bangla Web Desk
New Update
weather update, heavy rain is forecast in several districts of the west bengal, আবহাওয়ার পূর্বাভাস, বৃষ্টি

Bengal Weather Update: বৃষ্টিভেজা শহর কলকাতার জল-ছবি।

IMD Weather Update Today March 22:দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আজও বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের। কোনও কোনও জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এদিকে ইডেন গার্ডেন্সে আজই IPL-এর প্রথম ম্যাচে মুখোমুখি Kolkata Knight Riders ও Royal Challengers Bengaluru। শহর কলকাতাতেও আজ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। দুর্যোগ তেমন পর্যায়ে পৌঁছোলে কলকাতায় আইপিএল-এর এই প্রথম ম্যাচ ভেস্তে যাওয়ার আশঙ্কাও বাড়ছে। সবমিলিয়ে আগামী কয়েকদিন কেমন থাকবে গোটা রাজ্যের আবহাওয়া? এসব নিয়ে রইল আজকের ওয়েদার আপডেট (Weather Update)।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর 

Advertisment

আজ শনিবার ও আগামীকাল রবিবার দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ শনিবার অর্থাৎ ২২ মার্চ বৃষ্টির সম্ভাবনা কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, মুর্শিদাবাদ নদীয়া, দুই বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম জেলায়।বৃষ্টি পিছু ছাড়বে না আগামীকাল রবিবারেও। কাল কলকাতা, হাওড়ার পাশাপাশি হুগলিরও বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আবহাওয়ার বদল কবে থেকে? 

শনি ও রবিবার দফায় দফায় বৃষ্টি হবে জেলায় জেলায়। তবে আগামী সপ্তাহের প্রথম থেকে অর্থাৎ সোমবার থেকে আবহাওয়ার বদল চোখে পড়তে পারে। এই বৃষ্টির জেরে জেলায়-জেলায় তাপমাত্রাও খানিকটা কমেছে।

Advertisment

আরও পড়ুন- South 24 Parganas News: বধূকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে 'ধর্ষণ', কুপিয়ে খুনের চেষ্টা

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর

দক্ষিণবঙ্গের জেলাগুলির পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলায়। আজ শনিবার রাজ্যের উত্তর দিকের একাধিক জেলায় বৃষ্টি হতে পারে। এই বৃষ্টির জেরে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় তাপমাত্রা কমেছে।

আরও পড়ুন- Malda News: সর্বক্ষণ বন্ধ ঘরে ওরাই, স্কুলের নাম শুনলেই কাঁপুনি পডুয়াদের! ঢোকেনই না প্রধান শিক্ষিকা

weather Alipore Weather Office Alipur weather Office Bengal Weather Bengali News Today Bengal Weather Forecast Kolkata Weather news in west bengal news of west bengal