Kolkata Weather Today: বিদায়বেলায় 'খেল' দেখাচ্ছে শীত, আরও নামবে পারদ, জোরালো হবে ঠান্ডার অনুভূতি

IMD Weather Forecast Update: একেবারে বিদায়লগ্নে এসে উপস্থিত হয়েছে শীত। তবে শেষবেলায় পারদ পতনে জোরালো হচ্ছে ঠান্ডার অনুভূতি। তাপমাত্রা আরও কমার পূর্বাভাস হাওয়া অফিসের।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Weather Update, Weather Forecast, Todays Weather, Kolkata Weather, West Bengal Weather Today, আবহাওয়ার পূর্বাভাস, আজকের আবহাওয়ার খবর

Bengal Weather Update: আরও নামবে পারদ। বাড়বে শীতের অনুভূতি।

IMD Weather Update Today February 8: আরও নামল পারদ। বিদায়বেলায় ক্রমেই জোরালো হচ্ছে শীতের আমেজ। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ সর্বত্র নামছে তাপমাত্রা। একেবারে শেষবেলায় এসে খেলা ঘোরাচ্ছে শীত। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ২৪ ঘণ্টায় আরও দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমবে। সরস্বতী পুজোর পর থেকে এক ধাক্কায় ফিকে হয়ে যাওয়া শীতের মেজাজ আরও একবার চড়া হবে। 

Advertisment

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর

সরস্বতী পুজোর পর থেকে ফিকে হয়ে যেতে বসেছিল শীতের দাপট। তবে ফের একবার শেষবেলায় এসে ঘুরে দাঁড়িয়েছে শীত। তাপমাত্রার পতনে শীতের অনুভূতি বেড়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আর দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যেতে পারে। শীতের অনুভূতি আরও বাড়বে। রবিবারেও ফারদ পতনে ঠান্ডার মেজাজ আরও চড়া হবে। তবে আগামী সপ্তাহের শুরু থেকে ফের তাপমাত্রা বেড়ে যাওয়ার ইঙ্গিত রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফের ২-৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা। 

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর 

Advertisment

তাপমাত্রা কমেছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। আগামী ২৪ ঘন্টায় আরও নামবে তাপমাত্রা। শীতের আমেজ আরও চড়া হবে। তবে তারপর থেকে অর্থাৎ আগামী সপ্তাহেপ শুরু থেকে আরও দুই থেকে চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বেড়ে যাবে।

আরও পড়ুন- West Bengal News Highlights: পাহাড়ের চা-বাগান নিয়ে বিরাট হুঁশিয়ারি GTA চেয়ারম্যান অনীত থাপার

 কলকাতার ওয়েদার আপডেট 

শহর কলকাতা থেকে হারিয়ে গিয়েছিল শীত। এমনকী ভরা মাঘে বেলা বাড়লে উষ্ণতার অনুভূতি মিলছিল। তবে এবার মহানগরীতেও গতকাল থেকে শীতের আমেজ ফের চড়তে শুরু করেছে। আজ কলকাতা শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রির ঘরে নেমেছে। আগামী ২৪ ঘণ্টায় আরও নামতে পারে পারদ।

আরও পড়ুন- Purba Bardhaman News: চুরির বিদ্যুতে চলছিল বাড়ির এসি-পাখা-আলো, হুকিং কাটতে গিয়ে তৃণমূল নেতার হাতে আক্রান্ত WBSEDCL কর্মীরা

weather Alipore Weather Office Alipur weather Office Bengal Weather Bengal Weather Forecast Kolkata Weather