Bengal weather update:নিম্নচাপ ঝাড়খণ্ডে পাড়ি জামাতেই দক্ষিণবঙ্গে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা বেশ খানিকটা কমেছে। আজ ও কাল ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আগামী সপ্তাহের প্রথম থেকেই দক্ষিণবঙ্গে আবারও বর্ষার ভয়াল রূপ দেখা যাবে। সোমবার থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে। উত্তরবঙ্গেও টানা কয়েক দিন ধরে লাগাতার ভারী বৃষ্টির সম্ভাবনা কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর
আপাতত নিম্নচাপের গেরো কাটতেই শনিবার সকাল থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় মেঘ-রোদের লুকোচুরি। কোনও কোনও জেলায় সকালে আংশিক মেঘলা আকাশ তো কোথাও আবার রোদ উঠেছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে আজ শনিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে।। আজ হালকা বৃষ্টি হতে পারে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানের মতো জেলাগুলিতে। বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।
তবে আগামী সপ্তাহের শুরু থেকে ফের দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। পশ্চিমবঙ্গের সব জেলার আগামী সপ্তাহের শুরু থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন- Krishnanagar Municipality: 'চেয়ারম্যানকে সরান', তৃণমূলের পুরসভায় কাউন্সিলরদের আর্জিতে শোরগোল
কলকাতার ওয়েদার আপডেট
নিম্নচাপের জেরে ভরা বর্ষায় লাগাতার কয়েক দিনের বৃষ্টির জেরে কলকাতা শহরের দিকে দিকে জল জমে চেনা ভোগান্তির সেই ছবি উঠে এসেছিল। কলকাতার উত্তর থেকে দক্ষিণ, জায়গায় জায়গায় জল জমে চূড়ান্ত দুর্ভোগ বেড়েছিল শহরবাসীর। তবে আজ কলকাতা শহরে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। যদিও আগামী সপ্তাহের শুরু থেকে বদলাতে পারে পরিস্থিতি।
আরও পড়ুন- Crime News: ভাঙড়ের পর মালদা, কুপিয়ে খুন তৃণমূল নেতাকে, 'গোষ্ঠীদ্বন্দ্বের ফল' উঠছে অভিযোগ
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে আজ শনিবার উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট কমবে। আগামীকাল থেকেই বদলাবে পরিস্থিতি। জানা গেছে, আগামী কাল থেকে একেবারে আগামী সপ্তাহের শেষ ভাগ পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে দফায় দফায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙের পাশাপাশি জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার জেলায় হতে পারে ভারী বৃষ্টি।