Crime News: দলের দাপুটে যুবনেতাকে কুপিয়ে খুন, শেষমেশ গ্রেফতার তৃণমূলেরই দোর্দণ্ডপ্রতাপ নেতা-সহ ৪

Malda News: রোমহর্ষক এই খুনের ঘটনা প্রকাশ্যে আসার পরেই তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। বিরোধীরা শাসকদলকে আক্রমণ করে সোচ্চার হয়েছে।

Malda News: রোমহর্ষক এই খুনের ঘটনা প্রকাশ্যে আসার পরেই তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। বিরোধীরা শাসকদলকে আক্রমণ করে সোচ্চার হয়েছে।

author-image
Madhumita Dey
New Update
Malda murder, malda tmc leader murder,tmc leader malda, maldah, congress, crime, malda news, west bengal news today, মালদার খবর, তৃণমূল নেতা খুন

Malda TMC Leader Murder: তৃণমূল নেতা খুনে গ্রেফতার ৪।

TMC Leader Murder:মালদার লক্ষ্মীপুরের তৃণমূল কর্মী খুনের ঘটনায় দলেরই নেতা মাইনুল শেখ-সহ চার জনকে গ্রেফতার করেছে ইংরেজবাজার থানার পুলিশ। মাইনুল ছাড় ধৃত বাকিদের নাম সাইদুল শেষ, ইমারত শেখ, শহীদ শেখ। 

Advertisment

অনুষ্ঠান বাড়িতে ঘরের মধ্যে ঢুকিয়ে এক তৃণমূল নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ ওঠে তৃণমূলের পঞ্চায়েত সদস্য মাইনুল শেখ ও তার দলবলের বিরুদ্ধে। এই ঘটনার পর ওই পঞ্চায়েত সদস্যকে প্রতমে আটক করে পুলিশ। পরে তাকে গ্রেফতার করা হয়। সেই সঙ্গে তার সঙ্গী আরও তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গত বৃহস্পতিবার রাত ১০টা নাগাদ চাঞ্চল্যকর খুনের ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মীপুরে। ঘটনার সময় ওই তৃণমূল নেতাকে বাঁচাতে গিয়ে তাঁর তিন আত্মীয় গুরুতর জখম হয়েছেন। তাদের চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজে । এই হামলার ঘটনায় ৬ জনের বিরুদ্ধে অভিযোগ করেছে মৃতের পরিবার। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ভয়াবহ হত্যাকাণ্ড বলে শুরু থেকেই অভিযোগ ওঠে।

Advertisment

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত তৃণমূল নেতার নাম আবুল কালাম আজাদ (৩৬)। তার বাড়ি মানিকচক থানার গোপালপুর গ্রাম পঞ্চায়েতের কালিতলা এলাকায়। ইংরেজবাজারের মিল্কি এলাকার নতুন একটি বাড়ি করেছেন আবুল কালাম আজাদ। সম্প্রতি সেখানেই পরিবার নিয়ে থাকতেন তিনি। ওই এলাকার রীতিমতো জনপ্রিয় নেতা হয়ে উঠেছিলেন আবুল কালাম। 

পুলিশ জানিয়েছে, ওই দিন রাতে লক্ষ্মীপুর এলাকার জালালউদ্দিন মোমিনের বাড়িতেই তার নাবালক ছেলের জন্মদিনের পার্টির আয়োজন করা হয়েছিল। আবুল কালাম আজাদ তার স্ত্রী-সহ পরিবারের লোকেদের নিয়েই রাতে ওই পার্টিতে অংশ নেয়। একইভাবে সেখানে আমন্ত্রিত ছিল কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য মাইনুল শেখ ও তার দলবল। রাতেই ওই দুজনের মধ্যে আচমকায় বিবাদ বাধে । আর সেই বিবাদ পরে চরম আকার নেয়। আচমকা মাইনুল শেখ তার দলবল নিয়েই আবুল কালাম আজাদকে একটি ঘরের মধ্যে ঢুকিয়ে দরজা বন্ধ করে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে। ঘটনাস্থলেই মারা যায় ওই তৃণমূল নেতা। এরপরই মৃতের পরিবারের লোকেরা প্রতিবাদ জানাতে তাদের ওপরও চড়াও হয় হামলাকারী মাইনুল শেখ ও তার দলবল। সেখানেও তিনজন আহত হন। পরে আহতদের ভর্তি করানো হয় মালদা মেডিকেল কলেজে। 

আরও পড়ুন- snake worship:এতল্লাটের বাড়ি-বাড়ি বিষধর কেউটের বিচরণ, অপার ভক্তিতে তাঁকেই 'ঝাঁকলাই' দেবীজ্ঞানে পুজো

মৃতের বাবা মহম্মদ আইনুল হক জানিয়েছেন, জন্মদিনের পার্টিতে আমার ছেলেকে পরিকল্পনা করে খুন করেছে মাইনুল। কারণ কিছুদিন ধরে আমার ছেলের একটি নয় বিঘার জমি মাইনুল দখল করে নিয়েছিল। অথচ ওরা একসাথেই জমি জায়গার কাজ করতো। এব্যাপারে ছেলে আবুল কালাম প্রতিবাদ জানিয়েছিল। এছাড়াও কয়েক কোটি টাকার ব্যবসা সংক্রান্ত বিষয়ে তছরুপ করেছিল মাইনুল। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছি।

আরও পড়ুন- West Bengal News Live Updates:'অন্যায়কারীদের পাশে দাঁড়ানো অত্যন্ত দুঃখজনক', হাইকোর্টের চরম ভর্ৎসনা রাজ্য-এসএসসিকে

এদিকে ওই অনুষ্ঠান বাড়ির প্রধান উদ্যোক্তা জালালউদ্দিন মোমিন জানান, যখন গোলমাল চলছিল তখন পার্টিতে ডিজে সাউন্ডের জন্য কিছু বুঝে উঠতে পারিনি। এরপরেই ঘরের মধ্যে ওরা ধাক্কাধাক্কি করতে করতে ঢুকে যায়। হঠাৎ মাইকের গান থামতেই বিকট চিৎকার শুনতে পাই । ততক্ষণে আবুল কালামকে মেরে দিয়েছে হামলাকারীরা। 

বলাবাহুল্য, গত কয়েক মাস আগে জেলা পরিষদের সভাপতি আব্দুর রহিম বক্সির উপস্থিতিতেই তৃণমূলে যোগদান করেছিলেন এই মাইনুল শেখ। জেলা তৃণমূলের প্রভাবশালী নেতা তথা মালদা জেলা পরিষদের সভাধিপতির স্বামীর ঘনিষ্ঠ বলেও পরিচিত রয়েছে বিভিন্ন মহলে। যদিও অভিযুক্ত মাইনুল শেখকে দলের কোনো নেতা বা কর্মী হিসেবে মানতে নারাজ তৃণমূলের ইংরেজবাজার ব্লক তথা জেলা মহিলার সেলের সভানেত্রী প্রতিভা সিংহের । তিনি বলেন, "মাইনুল শেখ একজন অপরাধী। তার বিরুদ্ধে এর আগেও বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজের অভিযোগ রয়েছে। গত পঞ্চায়েত নির্বাচনে এই মাইনুল শেখ কংগ্রেস থেকে প্রার্থী হয়ে কাজীগ্রাম গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত সদস্য হয়েছিল । ইদানিং কিছু তৃণমূলীদের সঙ্গে মেলামেশা ছিল। তা বলে ওর সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। কাজেই এখানে তৃণমূল দলকে জড়ালে হবে না।"

আরও পড়ুন- Kolkata weather Update: বর্ষার রুদ্র রূপ দেখবে গোটা বাংলা! ভারী বৃষ্টির পূর্বাভাস জেলায়-জেলায়

এদিকে বিজেপির জেলা সাধারণ সম্পাদক অম্লান ভাদুড়ীর অভিযোগ, কয়েক মাস আগেই তৃণমূলে যোগদান করেছিল মাইনুল শেখ। জেলার অনেক প্রভাবশালী নেতাদের সঙ্গে ওঠা বসা ছিল তাঁর ।এখন দলের দুর্নাম ঠেকাতে ওই অভিযুক্তকে আড়াল করার চেষ্টা চালাচ্ছে তৃণমূলের একাংশ। 

তবে নৃশংস এই হত্যাকাণ্ডের নেপথ্যে তার দলেরই নেতা যুক্ত থাকার কথা স্বীকার করে নিয়েছেন মালদা জেলা পরিষদের সভাপতি আব্দুর রহিম বক্সী। কংগ্রেস থেকেই অভিযুক্ত তৃণমূলে যোগ দিয়েছিল বলে জানিয়েছেন তিনি। তার উপস্থিতিতেই অভিযুক্ত দলে যোগ দিয়েছিল বলে জানিয়েছেন তিনি। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে তিনি বলেন, "দলে যোগ দিয়েছিল এটা সত্যি। তবে কে কী করবে তার ওপর তো অন্য কারও নিয়ন্ত্রণ থাকতে পারে না।"

tmc crime police Murder