Modi Bengal Visit:বাঙালি মন পেতে নয়া 'ট্যাকটিক্স' মোদীর! জয় শ্রীরাম বদলে গেল জয় মা কালী, জয় মা দুর্গাতে!

Modi Speech: শুক্রবার দুর্গাপুরের নেহরু স্টেডিয়ামের জনসভায় বাংলা ভাষাতেই বক্তব্য শুরু করেন প্রধানমন্ত্রী। যা নিয়ে কটাক্ষ ছুঁড়েছে তৃণমূল কংগ্রেস।

Modi Speech: শুক্রবার দুর্গাপুরের নেহরু স্টেডিয়ামের জনসভায় বাংলা ভাষাতেই বক্তব্য শুরু করেন প্রধানমন্ত্রী। যা নিয়ে কটাক্ষ ছুঁড়েছে তৃণমূল কংগ্রেস।

author-image
Joyprakash Das
New Update
মোদী বাংলা ভাষণ দুর্গাপুর  জয় মা কালী জয় মা দুর্গা মোদী  মোদী জনসভা দুর্গাপুর ২০২৫  মোদীর বাংলায় বক্তব্য  বিজেপি বনাম তৃণমূল দুর্গাপুর  মোদী বাঙালি আবেগ রাজনীতি  তৃণমূল কটাক্ষ মোদীর ভাষণ  মোদী বাংলা ভাষা রাজনীতি  জয় শ্রী রাম বনাম জয় মা কালী  তৃণমূল মমতা মোদী কটাক্ষ  বাংলা ভাষণ বিতর্ক মোদী  মোদী জনসভা আমন্ত্রণ জয় মা কালী

বাঙালি মন পেতে নয়া 'ট্যাকটিক্স' মোদীর!

Modi Speech: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভায় আমন্ত্রণ জানাতে দুর্গাপুরের পাড়ায় পাড়ায় ও বাজারের দোকানগুলিতে সকাল থেকে আমন্ত্রণ জানাতে গিয়েছিলেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার সহ বিজেপি নেতারা। সেই আমন্ত্রণ পত্রে উল্লেখ ছিল 'জয় মা কালী, জয় মা দুর্গা'। মঞ্চে  এদিন সেই সুর শোনা গেল প্রধানমন্ত্রীর বক্তব্যে।  

Advertisment

অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে সাংবিধানিক নিয়ম মেনে পদক্ষেপ চলবে: মোদী

শুক্রবার দুর্গাপুরের নেহরু স্টেডিয়ামের জনসভায় বাংলা ভাষাতেই বক্তব্য শুরু করেন প্রধানমন্ত্রী। যা নিয়ে কটাক্ষ ছুঁড়েছে তৃণমূল কংগ্রেস। বাঙালি আবেগ ছুঁতে এক লাফে  জয় শ্রী রাম থেকে জয় মা কালী-তে চলে আসেন মোদী। ভাষণের শুরুতে প্রধানমন্ত্রী  বলেন,"বড়রা আমার প্রনাম নেবেন। ছোটরা ভালবাসা, জয় মা কালী, জয় মা দুর্গা। এটা শ্রাবণের পবিত্র মাস এই পূণ্য সময়ে মোদী বাংলার পূণ্যভূমিতে"।  

Advertisment

মোদীর এই বাংলায় ভাষণ নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেস। তৃণমূলের তরফে এক্স হ্যান্ডেলে এক পোস্টে বলা হয়েছে, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন বক্তব্য শুরু করেন বাংলা ভাষায়, তাহলে তাঁকেও কী ডিটেশন ক্যাম্পে পাঠানো উচিৎ'। 

'বাংলার হাসপাতাল-কলেজ মেয়েদের জন্য সুরক্ষিত নয়', আরজি কর-কসবার ঘটনায় তৃণমূলকে আক্রমণ মোদীর

গত বুধবার কলকাতার রাজপথে বিজেপির বাঙালি বিদ্বেষের অভিযোগের প্রতিবাদ জানিয়ে মেগা মিছিল করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়। সেই মিছিল থেকে বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষা  বলায় গ্রেফতারি-হয়রানির অভিযোগে সরব হন মুখ্যমন্ত্রী। আর এদিন সেই বাংলা ভাষাতেই বক্তব্য শুরু করে বাঙালি আবেগকেই ছুঁতেই মা কালী, মা দুর্গাকে স্মরণ করলেন প্রধানমন্ত্রী। 

bjp modi