Heavy rainfall alert :নিম্নচাপের জেরে কাঁপানো দুর্যোগের আশঙ্কা বাংলায়, অতি ভারী বৃষ্টির সতর্কতা কোন জেলাগুলিতে?

Kolkata weather forecast July 23, 2025: পূর্বাভাস মতো বৃহস্পতিবার সকাল থেকে বদলে গেল আবহাওয়া। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকাল থেকেই ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়েছে।

Kolkata weather forecast July 23, 2025: পূর্বাভাস মতো বৃহস্পতিবার সকাল থেকে বদলে গেল আবহাওয়া। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকাল থেকেই ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
কলকাতা আবহাওয়া, ভারী বৃষ্টি, জলমগ্নতা, ১৩ জুলাই আবহাওয়া পূর্বাভাস, কলকাতা রেন আপডেট, কলকাতা তাপমাত্রা, Kolkata Weather Update, Rain in Kolkata, Kolkata Rain Forecast, AQI.in

Kolkata weather forecast: বৃষ্টি-ভেজা কলকাতা শহরের জল-ছবি।

Rainfall prediction-Low-pressure area:আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই বৃহস্পতিবার ভোররাত থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা-বিক্ষিপ্ত বৃষ্টি শুরু। দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় মেঘলা আকাশ সঙ্গে ঝিরঝিরে বৃষ্টি। বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত, তারই জেরে আরও একটি নিম্নচাপ অঞ্চল তৈরির সম্ভাবনা জোরদার হয়েছে। চলতি সপ্তাহের একেবারে শেষ ভাগ পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কেমন আবহাওয়া থাকবে? কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া? এসব নিয়ে রইল আজকের ওয়েদার আপডেট।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর 

Advertisment

আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। উপকূলের দুই জেলা দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের পাশাপাশি পশ্চিমের বাঁকুড়া, পুরুলিয়া,পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের মতো জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও আজ কোথাও ভারী কোথাও মাঝারি বৃষ্টি হতে পারে। আগামীকাল শুক্রবারেও পশ্চিমাঞ্চলের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। 

এছাড়াও দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী থেকে অতি ভারী এমনকী মাঝারি বৃষ্টি চলবে দফায় দফায়। বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার দাপট থাকতে পারে জেলায় জেলায়। সামনের সপ্তাহের শুরুর দিকেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির দাপট থাকবে বলে জানা গিয়েছে আবহাওয়া দপ্তর সূত্রে।

Advertisment

আরও পড়ুন- Mamata Banerjee: নজরে '২৬! 'বাম্পার' প্রকল্প ঢাল করেই BJP-কে 'ঘোল খাওয়াতে' ময়দানে তৃণমূল

কলকাতার ওয়েদার আপডেট 

আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার কলকাতা শহরেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মহানগরীতে ভারী বৃষ্টির সম্ভাবনা কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী কয়েকদিনই কলকাতা শহরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন- fake job card:ভুয়ো জব কার্ড বাতিলের শীর্ষে কোন রাজ্যগুলি? 'তথ্য' তুলে BJP-কে তুলোধনা তৃণমূলের

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর

উত্তরবঙ্গের জেলাগুলিতে এমনিতেই বৃষ্টি চলছে। আজও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে একাধিক জেলায়। পার্বত্য জেলা কালিম্পঙের পাশাপাশি জলপাইগুড়িতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকালও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায়। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি চলবে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী সপ্তাহের শুরুর দিক পর্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়া চলবে বলে জানিয়েছে অফিস। কোথাও ভারী কোথাও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Kolkata Weather Alipur weather Office rain