Kolkata Weather Today:টানা কয়েকদিন ঝড়-জলের পূর্বাভাস জেলায় জেলায়, আবহাওয়ায় জমাটি বদল কবে থেকে?

IMD Weather Forecast Update: মাঝে দিন কয়েক ভ্যাপসা গরমে ভরা চৈত্রেই শহর থেকে জেলায় অস্বস্তি ব্যাপকভাবে বেড়ে গিয়েছিল। এবার রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।

IMD Weather Forecast Update: মাঝে দিন কয়েক ভ্যাপসা গরমে ভরা চৈত্রেই শহর থেকে জেলায় অস্বস্তি ব্যাপকভাবে বেড়ে গিয়েছিল। এবার রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
weather update, Weather forecast, আবহাওয়ার পূর্বাভাস

Kolkata Weather Today: আজ কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

IMD Weather Update Today April 5: এবার টানা কয়েক দিন ধরে ঝড়-জলের পূর্বাভাস দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, কোনও কোনও জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। শুধু দক্ষিণবঙ্গই নয়, বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। সব মিলিয়ে আগামী কয়েকদিন কেমন থাকবে গোটা রাজ্যের আবহাওয়া? এসব জেনে নিন আজকের ওয়েদার আপডেটে (Weather Update)। 

Advertisment

দক্ষিণবঙ্গের আবহাওয়া খবর 

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, দক্ষিণবঙ্গে বড়সড় আবহাওয়া বদল হতে চলেছে আগামীকাল অর্থাৎ রবিবার থেকে। রবিবার থেকে টানা দিন পাঁচেক দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। আগামীকাল অর্থাৎ রবিবার দুই ২৪ পরগনার পাশাপাশি মুর্শিদাবাদ, নদিয়ায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। বৃষ্টির পাশাপাশি কোনও কোনও জেলায় থাকতে পারে ঝোড়ো হাওয়ার দাপট। ঝড়-জলের জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভ্যাপসা গরমের হাত থেকে পরিত্রাণ মিলবে।

Advertisment

আরও পড়ুন- WB SSC: সুপ্রিম রায়ে চাকরিহারা ছেলে-বৌমা, শোকে মায়ের মর্মান্তিক পরিণতিতে গায়ে কাঁটা দেবে

কলকাতার ওয়েদার আপডেট 

শহর কলকাতাতেও মনোরম আবহাওয়ায় রয়েছে। এবার মহানগরীতে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। আগামী সপ্তাহের শুরু দিকে কলকাতা শহরেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত আগামী কয়েকদিন তীব্র গরমের হাত থেকে রেহাই মিলবে মহানগরীতে।

আরও পড়ুন- SSC Recruitment Case Verdict:প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, একাধিক জেলায় স্কুলে পঠন-পাঠন শিকেয় ওঠার আশঙ্কা

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর 

হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী দিন চার-পাঁচেক তাপমাত্রার বিশেষ একটা হেরফের হবে না। তবে আগামী কয়েক দিন উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙের পাশাপাশি অন্যান্য বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলায়-জেলায় আপাতত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।

Kolkata Weather Bengal Weather Forecast Bengal Weather Alipur weather Office Alipore Weather Office weather rain