IMD Weather Update Today April 9:চৈত্র মাসের শেষ পর্বে বেলা বাড়লেই ফি দিন রোদের তেজ অস্বস্তি চরমে তুলছে। ভ্যাপসা গরমেও জেরবার হচ্ছেন সাধারণ মানুষ। তবে এবার বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও। বৃষ্টির পাশাপাশি কোনও কোনও জেলায় থাকতে পারে ঝোড়ো হাওয়ার দাপট। তবে শুধু দক্ষিণবঙ্গেই নয়, বৃষ্টি হতে পারে উত্তরের জেলাগুলিতেও। আগামী দিন চার-পাঁচেক কেমন থাকবে গোটা রাজ্যের আবহাওয়া? এসবই জেনে নিন আজকের ওয়েদার আপডেটে (Weather Update)।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, এই পর্বে একেবারে আগামী সপ্তাহের শুরু পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোনও কোনও জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিও হতে পারে। সেই সঙ্গে ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।
কলকাতার ওয়েদার আপডেট
অন্যদিকে, বৃষ্টির সম্ভাবনা রয়েছে রয়েছে শহর কলকাতাতেও। চৈত্র মাসের শেষের দিকে কলকাতা শহরেও বেলা বাড়লেই গরমের অস্বস্তিও বাড়ছে। তবে এবার মহানগরীতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, আপাতত কলকাতা শহরে তাপপ্রবাহের সম্ভাবনা নেই।
আরও পড়ুন- Waqf row: দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্র জঙ্গিপুর! ওয়াকফ আইনের বিরোধিতায় ধুন্ধুমার
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর
দক্ষিণবঙ্গের জেলাগুলির পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরেও। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী দিন চার পাঁচেক উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙের পাশাপাশি অন্যান্য বেশ কয়েকটি জেলাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। এই পর্বে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন- SSC Recruitment Case: 'চাকরিহারাদের নিয়ে ভাঁওতাবাজি মুখ্যমন্ত্রীর', মমতাকে অলআউট আক্রমণে অভিজিৎ