দক্ষিণবঙ্গের জেলাগুলিতে লাগাতার কয়েকদিন বৃষ্টি চলবে। এই পর্বে আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কোথাও হালকা থেকে মাঝারি কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সর্বত্র এই বৃষ্টির পালা চলবে। তবে শুধু দক্ষিণবঙ্গেই নয়, বৃষ্টির দাপট থাকবে উত্তরের জেলাগুলিতেও।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর
দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের। হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান বাঁকুড়ার মতো জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আগামীকাল শনিবারও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস অফিসের। কোনও কোনও জেলায় বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবারেও থাকবে বৃষ্টির দাপট। বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার দাপট দেখা যেতে পারে।
আরও পড়ুন- Bengal Gangrape: উত্তাল বাংলা! কসবা কাণ্ডের মাঝেই বাংলার বুকে ফের গণধর্ষন, শিকেয় নারী নিরাপত্তা
কলকাতার ওয়েদার আপডেট
এদিকে শুক্রবার সকাল থেকে শহর কলকাতায় মেঘলা আকাশ। আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে মহানগরীতে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আজ কলকাতায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আপাতত কলকাতা শহরে তাপমাত্রার বিশেষ হেরফের হবে না।
আরও পড়ুন- Samik Bhattacharya: বঙ্গ BJP-র ভার নিলেন শমীক! তৃণমূলকে হুঁশিয়ারির সঙ্গেই সংখ্যালঘুদের জন্যও 'বড় বার্তা'
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আজ শুক্রবার উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙের পাশাপাশি জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল ও পরশু এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। কোনও কোনও জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।