/indian-express-bangla/media/media_files/2025/07/02/low-pressure-to-bring-heavy-rains-to-kolkata-2025-07-02-11-36-41.jpg)
Kolkata Weather Update: সকাল থেকেই বৃষ্টি মহানহগরীতে।
monsoon:এক নিম্নচাপ যেতে না যেতেই বঙ্গোপসাগরে নতুন আরও একটি নিম্নচাপ দানা বাঁধছে। তারই জেরে ফের একবার টানা বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। গতকাল থেকেই দফায়-দফায় বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। আজ সোমবার সেই বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। সপ্তাহের প্রথম দিনে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া? এসবই জেনে নিন আজকের ওয়েদার আপডেটে।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর
বঙ্গোপসাগরে সোমবারই নতুন করে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। তারই জেরে আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, দক্ষিণ ২৪ পরগনার মতো জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের বাকি প্রায় সব জেলাতেই আজ বৃষ্টির দাপট চলবে।
কোনও কোনও জেলায় রয়েছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। আগামীকাল মঙ্গলবারেও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।
কলকাতার ওয়েদার আপডেট
সোমবার সকাল থেকে কলকাতায় মেঘলা আকাশ ও সঙ্গে হালকা বৃষ্টি চলছে। আজ দিনভর মহানগরীতে দফায় দফায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। বৃষ্টির জেরে আজ শহরের তাপমাত্রাও নেমেছে।
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর
বর্ষার বৃষ্টি চলছে উত্তরবঙ্গ জুড়ে। আজ সপ্তাহের প্রথম দিনে উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামীকাল মঙ্গলবারেও উত্তরবঙ্গের জেলায়-জেলায় থাকবে বৃষ্টির দাপট। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দুই পার্বত্য জেলা দার্জিলিং কালিম্পঙের পাশাপাশি জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারের মতো জেলাগুলিতে।