Kolkata Weather Today:একটানা কয়েকদিন ঝড়-বৃষ্টির দাপট দেখবে বাংলা, প্রবল এই দুর্যোগের শেষ কবে?

IMD Weather Forecast Update: শীত বিদায়ের সঙ্গে সঙ্গেই ঝড়-বৃষ্টির পালা শুরু। রাজ্যজুড়েই দুর্যোগের এই পর্ব চলবে কতদিন? এসব নিয়েই রইল আজকের ওয়েদার আপডেট।

author-image
IE Bangla Web Desk
New Update
Weather Update, Weather Forecast, Todays Weather, Kolkata Weather, West Bengal Weather Today, আবহাওয়ার পূর্বাভাস, আজকের আবহাওয়ার খবর

Bengal Weather Forecast: প্রতীকী ছবি।

IMD Weather Update Today February 20: পূর্বাভাস মতোই গতকাল থেকে বদলে গিয়েছে আবহাওয়া। গতকাল একাধিক জেলায় ঝড়-বৃষ্টির দাপট দেখা গিয়েছে। বুধবারের পর বৃহস্পতিবার সকাল থেকেও জেলায়-জেলায় মেঘলা আকাশ। আজও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোনও কোনও জেলায় হতে পারে শিলাবৃষ্টিও। আগামী রবিবার পর্যন্ত গোটা রাজ্যেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের।

Advertisment

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর 

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়-বৃষ্টির দাপট দেখা যাবে। আজ বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে দুই মেদিনীপুর, দুই বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, নদিয়া, উত্তর ২৪ পরগনার মতো জেলাগুলিতে। আগামীকাল অর্থাৎ শুক্রবার দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদের মতো জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরের দিনও দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বৃষ্টি চলবে। আগামী রবিবার দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

কলকাতার ওয়েদার আপডেট 

Advertisment

শহর কলকাতাতেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে মহানগরীর কোনও কোনও অংশে। শুক্রবারের পর কলকাতায় বৃষ্টির সম্ভাবনা বেশি।

আরও পড়ুন- Birbhum News: পুলিশকে ফেলে মার পুলিশের! তুমুল অস্বস্তির মাঝে বিরাট পদক্ষেপ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর 

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির দাপট দেখা যাবে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আজ অর্থাৎ বৃহস্পতিবার উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা এবং জলপাইগুড়ি জেলায়। উত্তরবঙ্গে বৃষ্টির এই রেশ চলবে আগামিকাল শুক্রবারেও। আগামিকালও দার্জিলিং,কালিম্পঙের পাশাপাশি জলপাইগুড়িতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী শনিবার দার্জিলিং এবং মালদা জেলায় হালকা বৃষ্টি হতে পারে। আগামী রবিবার উত্তরবঙ্গের সব জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর।

আরও পড়ুন- West Bengal News Highlights: 'সনাতন ধর্মের সবচেয়ে বড় উৎসবের অপমান তৃণমূলের', মমতার 'মৃত্যুকুম্ভ' মন্তব্যকে ধুয়ে দিলেন যোগী

weather Rainfall in Bengal Alipore Weather Office Alipur weather Office Bengal Weather rainfall Heavy Rainfall Bengal Weather Forecast Kolkata Weather