Kolkata Weather Today:ফের পারদ পতনের জোরালো পূর্বাভাস, ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায়?

IMD Weather Forecast Update: শহর থেকে জেলা, শীতের আমেজ পুরোপুরি ফিকে হয়ে গিয়েছে। এমমনকী বেশ কিছু সময়ে উষ্ণ অনুভূতি মিলছে। তবে ফের পারদ পতনের পূর্বাভাস আবহাওয়া দফতরের।

author-image
IE Bangla Web Desk
New Update
weather update, Weather forecast, আবহাওয়ার পূর্বাভাস

Bengal Weather Update: ফের পারদ পতনের পূর্বাভাস একাধিক জেলায়।

IMD Weather Update Today February 13: আবারও পারদ পতনের পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। হাওয়া অফিস জানিয়েছে, কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায় আরও দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যেতে পারে। তবে হঠাৎ এই পারদ পতনের জেরে শীতের অনুভূতি কতটা জোরালো হবে তা নিয়ে সন্দিহান আবহাওয়াবিদরা। এরই মধ্যে কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া দফতর। 

Advertisment

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর 

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী শনিবারের পর গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যেতে পারে। তবে সেই পারদ পতন স্থায়ী হবে না। তারপর থেকে নতুন করে চড়তে শুরু করবে পারদ। আপাতত আগামী ২৪ ঘন্টা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার বিশেষ বদল হবে না। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই।

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর 

Advertisment

আপাতত উত্তরবঙ্গের জেলাগুলিতে সুস্থ আবহাওয়া বজায় থাকবে। তবে এরই মধ্যে উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ বৃহস্পতি ও আগামীকাল শুক্রবার এই দুই জেলায় হালকা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় কুয়াশা দেখা যাবে।

আরও পড়ুন- West Bengal News Highlights: 'বেকার বিরোধী বাজেট', বাজেট অধিবেশন ওয়াক আউট করে মমতাকে তুলোধনা শুভেন্দুর

কলকাতার ওয়েদার আপডেট 

শীত গায়েব শহর কলকাতা থেকেও। শহর কলকাতায় যেন ভরা বসন্তের আমেজ। বৃহস্পতিবার তিলোত্তমা মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। তবে শনিবারের পর কলকাতা শহরেও দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যেতে পারে। 

আরও পড়ুন- JEE Main Results 2025: ইস্পাত কঠিন লড়াইয়ে পাহাড় প্রমাণ সাফল্য! মাধ্যমিকের পর জয়েন্টেও শীর্ষে, নজির কাটোয়ার দেবদত্তার

weather Alipore Weather Office Alipur weather Office Bengal Weather Bengal Weather Forecast Kolkata Weather