IMD Weather Update Today April 12:একটানা বেশ কয়েকদিন রাজ্যের জেলায়-জেলায় দুর্যোগের পূর্বাভাস আবহাওয়া দফতরের। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে ঝড়-বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রাজ্যের উত্তর ও দক্ষিণ — উভয় অংশেই আংশিকভাবে মেঘলা আকাশ এবং কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর:
উত্তরবঙ্গের পার্বত্য জেলা দার্জিলিঙের পাশাপাশি জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, এবং মালদহ জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিও হতে পারে। পাহাড়ি অঞ্চলে বৃষ্টির জেরে হালকা ঠান্ডাও অনুভূত হতে পারে। দার্জিলিং ও কালিম্পং অঞ্চলে তাপমাত্রা ১৪°–২২°-এর মধ্যে ঘোরাফেরা করবে। মোটের উপর ভরা চৈত্রেও মিলবে শীতের ফিলিংস।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর:
শনিবার সকাল থেকে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদীয়া এবং মুর্শিদাবাদ অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকবে। আজ বিকেল বা সন্ধ্যার দিকে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে প্রায় ৩৫ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রির আশেপাশে।
আরও পড়ুন- West Bengal News Live: ওয়াকফ আইন নিয়ে প্রতিবাদের 'সুনামি' বাংলায়! ভাঙচুর-আগুন, বোমাবাজি, সামলাতে 'গুলি', নামল BSF
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী ১৭ এপ্রিল পর্যন্ত রাজ্যের উত্তর এবং দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির পাশাপাশি জেলাগুলিতে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা হাওয়া। অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে এই হাওয়ার গতিবেগ হতে পারে আরও বেশি। উত্তরবঙ্গের কোনও কোনও জেলায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে আবার কোনও কোনও জেলায় ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।
আরও পড়ুন- Baruipur News: SSC দুর্নীতি নিয়ে হইহই কান্ড! এই আবহে আরও এক বিরাট কেলেঙ্কারির পর্দাফাঁস