West Bengal Weather Forecast Today 11 January 2025: কনকনে ঠান্ডা রাজ্যজুড়ে। এক ধাক্কায় কলকাতার পারদ নেমে গেল ১২ ডিগ্রির ঘরে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আগামী ২৪ ঘন্টায় সর্বনিম্ন তাপমাত্রার ক্ষেত্রে বিশেষ হেরফের হবে না। পৌষ সংক্রান্তির (Poush Sankranti) আগেই জমাটি ঠান্ডা উপভোগ বঙ্গবাসীর। তবে এরই মধ্যে কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা (Rain Forecast) তৈরি হয়েছে। আগামী কয়েকদিন কেমন থাকবে গোটা রাজ্যের আবহাওয়া? এসব নিয়েই রইল আজকের ওয়েদার আপডেট (Weather Update)।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর
ঠান্ডার জমাটি আমেজ রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলায়। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী ২৪ ঘন্টায় সর্বনিম্ন তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। সুতরাং শীতের জমাটি আমেজ আগামীকাল অর্থাৎ রবিবারেও ভরপুর থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে তারপর থেকে তাপমাত্রার পারদ চড়তে পারে। দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা।
কলকাতার ওয়েদার আপডেট (Kolkata Weather)
জাঁকিয়ে শীত তিলোত্তমা মহানগরীতেও। শনিবার কলকাতা শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১২.৬ ডিগ্রি সেলসিয়াস। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, আগামী ২৪ ঘণ্টা কলকাতাতেও শীতের ভরপুর মেজাজ থাকবে। তারপর থেকে কলকাতার পারদও চড়তে পারে।
আরও পড়ুন- Santanu-Arabul Suspended: দলবিরোধী কাজের অভিযোগ, শান্তনু এবং আরাবুলকে সাসপেন্ড করল তৃণমূল
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর
উত্তরবঙ্গের জেলাগুলিতেও জাঁকিয়ে ঠান্ডা। আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রার পরিবর্তনের সম্ভাবনা বেশ কম। তবে আগামী সোমবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা সামান্য বাড়তে পারে। উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামীকাল এবং আগামী সোমবার উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙে হালকা বৃষ্টি হতে পারে।