IMD Weather Update Today February 19: আজ থেকে রাজ্য জুড়ে প্রবল বৃষ্টির সম্ভাবনার কথা শোনালো আলিপুর আবহাওয়া দফতর। সেই সঙ্গে চলবে টানা বজ্রপাত! কলকাতা-সহ উপকূলবর্তী প্রায় সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পুর্বাভাস দেওয়া হয়েছে। রবিবার পর্যন্ত চলবে এই দুর্যোগ। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া জেলায় বৃষ্টির সম্ভাবনা। সোমবার থেকে পরিস্থিতির উন্নতি হবে বলেও জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে।
বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, প্রায় সব জেলাতেই বুধবার থেকেই বৃষ্টির দাপট শুরু হয়ে যাবে। বৃষ্টির এই রেশ চলবে আগামী রবিবার পর্যন্ত। সেই সঙ্গে বেশ কিছু জেলায় থাকবে কুয়াশার দাপটও। মোটের উপর আগামী কয়েকদিন কেমন থাকবে গোটা রাজ্যের আবহাওয়া?
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা এবং বাঁকুড়া জেলায়। বৃষ্টির এই রেশ থাকবে বৃহস্পতিবারেও। সেদিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী শুক্রবার দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সপ্তাহান্তের শনি ও রবিবার কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গেই বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।
ঝেঁপে বৃষ্টি চলবে উত্তরবঙ্গের একাধিক জেলায়। সেই সঙ্গে দার্জিলিঙের উঁচু এলাকায় হালকা তুষারপাতেরও সম্ভাবনা কথা জানিয়েছে আবহাওয়া দফতর। বুধবার হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পঙে। বৃহস্পতি থেকে রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। কোনও কোনও জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিঙে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দফতর। দার্জিলিঙের পাশাপাশি দুই দিনাজপুর, মালদাতেও থাকবে কুয়াশার দাপট।
ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে রাজ্যের আবহাওয়ায় বড়সড় বদল চোখে পড়তে শুরু করেছে। আজ সকাল থেকে প্রায় সব জেলাতেই আংশিক মেঘলা আকাশ। বৃষ্টির পূর্বাভাস রয়েছে জেলায়-জেলায়। আগামী কয়েকদিনে তাপমাত্রা বৃদ্ধি পাবে। কোনও কোনও জেলায় ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত চড়তে পারে পারদ।