Kolkata Weather Today: ফের ঝেঁপে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আবহাওয়ায় দুরন্ত বদল কবে থেকে?

IMD Weather Update Today March 19: আবারও ঝড়-বৃষ্টির পূর্বাভাস একাধিক জেলায়। কোনও কোনও জেলায় শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। আবহাওয়ায় বিরাট বদল কবে থেকে?

IMD Weather Update Today March 19: আবারও ঝড়-বৃষ্টির পূর্বাভাস একাধিক জেলায়। কোনও কোনও জেলায় শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। আবহাওয়ায় বিরাট বদল কবে থেকে?

author-image
IE Bangla Web Desk
New Update
weather update, Weather forecast, আবহাওয়ার পূর্বাভাস

Bengal Weather Update: ফের বৃষ্টির পূর্বাভাস একাধিক জেলায়।

IMD Weather Update Today March 19:গত রবিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ার বদল চোখে পড়েছে। ঝড়-বৃষ্টির জেরে অনেকটাই মনোরম হয়েছে পরিবেশ। আবহাওয়া দফরের পূর্বাভাস, রাজ্যের বিভিন্ন প্রান্তে আবারো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে আগামী কয়েক দিন কেমন থাকবে গোটা রাজ্যের আবহাওয়া? এসব নিয়েই রইল আজকের ওয়েদার আপডেট।

Advertisment

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী বৃহস্পতিবার থেকে একেবারে সপ্তাহের শেষ পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোনও কোনও জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার থেকে টানা চার দিন দফায় দফায় দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। বৃষ্টির জেরে তাপমাত্রা খানিকটা কমবে। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের একাধিক জেলার তাপমাত্রা ২ থেকে ৪° পর্যন্ত কমে যেতে পারে। আগামীকাল বৃহস্পতিবার ও পরশু শুক্রবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনাও রয়েছে। ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে কোনও কোনও জেলায়।

কলকাতার ওয়েদার আপডেট 

Advertisment

অন্যদিকে, ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহর কলকাতাতেও। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে টানা তিন দিন শহর কলকাতাতেও দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন- Purba Bardhaman News: নক্কারজনক কাণ্ডে তোলপাড়! পুলিশ পরিচয়ে বেধড়ক মারধরে গর্ভপাত মহিলা আইনজীবীর

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর 

দক্ষিণবঙ্গের পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের জেলাগুলোতেও। বিশেষ করে উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙের কোনও কোনও জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী সপ্তাহের শুরু থেকে উত্তরবঙ্গে জেলাগুলির তাপমাত্রাও খানিকটা কমতে পারে।

আরও পড়ুন- Kolkata Metro: যাত্রী স্বার্থে আরও এক ধাপ! কলকাতা মেট্রোর দুরন্ত তৎপরতার ভূয়সী প্রশংসা

Kolkata Weather rain weather Alipur weather Office Bengal Weather Bengal Weather Forecast Alipore Weather Office