Kolkata Metro: যাত্রী স্বার্থে আরও এক ধাপ! কলকাতা মেট্রোর দুরন্ত তৎপরতার ভূয়সী প্রশংসা

Kolkata Metro Rail: পাতালপথে যাত্রীসাধারণের সুরক্ষায় এর আগেও কলকাতা মেট্রোরেলওয়ে নানাবিধ কর্মকাণ্ডের উদ্যোগ নিয়েছিল। এবার ফের একবার তেমনই এক দারুণ তৎপরতা নিয়েছিল মেট্রো কর্তৃপক্ষ।

Kolkata Metro Rail: পাতালপথে যাত্রীসাধারণের সুরক্ষায় এর আগেও কলকাতা মেট্রোরেলওয়ে নানাবিধ কর্মকাণ্ডের উদ্যোগ নিয়েছিল। এবার ফের একবার তেমনই এক দারুণ তৎপরতা নিয়েছিল মেট্রো কর্তৃপক্ষ।

author-image
Joyprakash Das
New Update
More than 10.39 android and 58000 ios downloaded metro ride kolkata app: কলকাতা মেট্রো, মেট্রো রাইড কলকাতা অ্যাপ

Kolkata Metro: প্রতীকী ছবি।

fire fighting training organised for kolkata metro staff: যাত্রীসাধারণের নিরাপত্তার দিকটি নিশ্চিত করার জন্য, কলকাতা মেট্রো (Kolkata Metro) রেলওয়ে প্রায়শই নানা সম্ভাব্য ব্যবস্থা গ্রহণ করে। অগ্নিকাণ্ডের মতো যে কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতেও নিয়মিতভাবে বিভিন্ন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ এবং পর্যালোচনা করা হয়। পাতালপথে টানেলের ভিতরে হঠাৎ করে আগুন লেগে গেলে কিংবা অন্য কোনও জরুরি পরিস্থিতি তৈরি হলে তার মোকাবিলা করার জন্য তাদের প্রস্তুতি পরীক্ষা এবং দক্ষতার উন্নতিতে কলকাতা মেট্রোরেলের বিভিন্ন করিডোরে বিভিন্ন বিভাগের কর্মীদের নিয়মিত প্রশিক্ষণও দেওয়া হয়।

Advertisment

মঙ্গলবারও হাওড়া এবং এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের তত্ত্বাবধানে মেট্রোরেলের কর্মীদের জন্য অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছিল। হঠাৎ করে মেট্রোর টানেল কিংবা অন্য কোনও জায়গায় আগুন ধরে যাওয়া কিংবা ধোঁয়া দেখলে দ্রুত সেই পরিস্থিতির মোকাবিলা কীভাবে করা যাবে এই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সেই সঙ্গে মেট্রোরেলের কর্মীদের আগুন নেভানোর প্রশিক্ষণও দেওয়া হয়েছে।

কলকাতা মেট্রোরেলের ট্রাফিক, ইলেকট্রিক্যাল, আরপিএফ এবং অন্যান্য বিভাগের কর্মীরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন। মেট্রোরেল কর্তৃপক্ষের আশা এই ধরনের প্রশিক্ষণের জেরে মেট্রোরেলের কর্মীদের দক্ষতা এবং জ্ঞান আরও তীক্ষ্ণ হবে। যে কোনও জরুরি পরিস্থিতিতে যত তাড়াতাড়ি সম্ভব স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে সক্ষম হবেন মেট্রো কর্মীরা।

আরও পড়ুন- Malda News: নিয়ম-নীতির থোড়াই কেয়ার! ঘনিষ্ঠকে লক্ষ-লক্ষ টাকার সরকারি কাজ, মারাত্মক অভিযোগে তোলপাড়

Advertisment

কলকাতা মেট্রোরেলের তরফে যাত্রী স্বার্থে কর্মীদের আরও বেশি তৎপরতা বৃদ্ধির জন্য এর আগেও একাধিক কর্মসূচি নেওয়া হয়েছিল। একদিকে সুষ্ঠু ও মসৃণ পরিষেবা দেওয়া এবং অন্যদিকে ফি দিন কলকাতা মেট্রোরেলের বিভিন্ন রুটে চলা হাজার-হাজার যাত্রীর নিরাপত্তার দিকটিতে অগ্রাধিকার দিয়ে মেট্রোরেল কর্তৃপক্ষের এই আধুনিক প্রয়াসের প্রশংসা করেছে ওয়াকিবহাল মহল।

আরও পড়ুন- West Bengal News Live:২০২৬-এ মমতার বিরুদ্ধেই লড়ছেন শুভেন্দু? অনেকটাই স্পষ্ট করলেন বিরোধী দলনেতা নিজেই

 

news of west bengal news in west bengal kolkata metro Bengali News Today