Advertisment

West Bengal News Highlights: নারী পাচারের আন্তর্জাতিক চক্র! বাংলাদেশের ব্যবসায়ীকে খদ্দের সেজে ধরল পুলিশ

West Bengal News Highlights Today 26 Jan, 2025: পশ্চিমবঙ্গ ও দেশ সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু খবরের টাটকা আপডেট জেনে নিন। রাজনীতির দুনিয়া থেকে শিল্প-সংস্কৃতির গুরুত্বপূর্ণ খবর এক ঝলকে জেনে নিন।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
bangladeshi arrest,west bengal news,sonarpur news,bangladesh crisis,south 24 parganas,বাংলাদেশি গ্রেপ্তার,পশ্চিমবঙ্গের খবর

News in West Bengal Live: আন্তর্জাতিক নারী পাচার চক্রের চাঁই পুলিশের জালে।

Latest West Bengal News Highlights: উত্তর ২৪ পরগনার ঘোলায় আন্তর্জাতিক নারী পাচার চক্রের চাঁই পুলিশের জালে। খদ্দের সেজে পাচার চক্রের চাঁইকে ধরল পুলিশ। পুলিশ সূত্রে খবর, নদিয়ায় দায়ের হওয়া একটি মামলার তদন্তে নেমে ঘোলা থানা এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। ধৃতকে ব্যারাকপুর আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ।

Advertisment

প্রজাতন্ত্র দিবসেও রাজ্য-রাজভবন সংঘাত। সংঘাতের কেন্দ্রবিন্দু কলকাতা পুলিশের ব্যান্ড। রাজ্যের বিভিন্ন সরকারি অনুষ্ঠানে কলকাতা পুলিশের ব্যান্ড পারফর্ম করে। কিন্তু রবিবার প্রজাতন্ত্র দিবসে রাজভবনের অনুষ্ঠানে তাঁদেরকে দাঁড় করিয়ে রেখে বিএসএফ-এর ব্যান্ডকে দিয়ে পারফর্ম করানো হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপেই রাজভবনে অনুষ্ঠান করেছে কলকাতা পুলিশের ব্যান্ড।

'রাজনীতি করছেন ওঁরা' এক্তিয়ার বহির্ভূত কথা বলছেন, মমতা ওঁনাদের দয়ায় মুখ্যমন্ত্রী হননি। মানুষের সমর্থন নিয়ে ক্ষমতায় বসেছেন'। কুণাল ঘোষের পর এবার আরজিকর কাণ্ডে নির্যাতিতার পরিবারকে নিশানা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের। শিয়ালদা কোর্টের রায়ের কপি হাতে পেয়ে মুখ্যমন্ত্রীর আর ক্ষমতায় থাকায় অধিকার নেই বলে সুর চড়িয়েছেন নির্যাতিতার বাবা। তাঁর এই মন্তব্যের পরই নির্যাতিতার পরিবারকে নিশানা করেন কুণাল ঘোষ।

এবার কুণালের দেখানো পথে হেঁটেই নির্যাতিতার পরিবারকে বেনজির আক্রমণ কলকাতার মেয়রের। তিনি বলেন, "এক্তিয়ারের মধ্যে থেকে ন্যায় বিচার চান। আমরা ওনাদের প্রতি সহানুভূতিশীল। যাদের পাল্লায় ওনারা পড়েছেন এবার পলিটিক্স করছেন ওনারা। এটা ঠিক নয়। মুখ্যমন্ত্রী ওই চেয়ারে বসে আছেন কারণ বাংলার মানুষ চেয়েছেন। আমিও সিবিআই তদন্তে এবং আদালতের রাতে দুঃখিত। তার মানে এই নয় আপনাকে দিয়ে যা বলাবে তাই বলবেন, এর ফলে মানুষের সহানূভুতি নষ্ট হয়ে যাবে"। 

Advertisment

প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে ৭ জন পদ্ম-বিভূষণ, ১৯ জন পদ্ম-ভূষণ ও ১১৩ জন পদ্মশ্রী প্রাপকের নাম ঘোষণা করা হয়েছে। মুখ উজ্জ্বল বাংলার। বঙ্গের ঝুলিতে এবার একাধিক পদ্মপ্রাপক। তালিকায় রয়েছেন  SBI-র প্রাক্তন চেয়ারপার্সন অরুন্ধতী ভট্টাচার্য, অরিজিৎ সিং, গোকুলচন্দ্র দাস, মমতা শঙ্কর, নগেন্দ্রনাথ রায়, পবন গোয়েঙ্কা, সজ্জন ভজঙ্ক, স্বামী প্রদীপ্তানন্দ (কার্তিক মহারাজ) , বিনায়ক লোহানি, তেজেন্দ্রনারায়ণ মজুমদার। 

  • Jan 26, 2025 18:57 IST

    West Bengal News Live: নারী পাচারের আন্তর্জাতিক চক্র! বাংলাদেশের ব্যবসায়ীকে খদ্দের সেজে ধরল পুলিশ

    উত্তর ২৪ পরগনার ঘোলায় আন্তর্জাতিক নারী পাচার চক্রের চাঁই পুলিশের জালে। খদ্দের সেজে পাচার চক্রের চাঁইকে ধরল পুলিশ। পুলিশ সূত্রে খবর, নদিয়ায় দায়ের হওয়া একটি মামলার তদন্তে নেমে ঘোলা থানা এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। ধৃতকে ব্যারাকপুর আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ।



  • Jan 26, 2025 17:40 IST

    West Bengal News Live: প্রজাতন্ত্র দিবসেও রাজ্য-রাজভবন সংঘাত!

    প্রজাতন্ত্র দিবসেও রাজ্য-রাজভবন সংঘাত। সংঘাতের কেন্দ্রবিন্দু কলকাতা পুলিশের ব্যান্ড। রাজ্যের বিভিন্ন সরকারি অনুষ্ঠানে কলকাতা পুলিশের ব্যান্ড পারফর্ম করে। কিন্তু রবিবার প্রজাতন্ত্র দিবসে রাজভবনের অনুষ্ঠানে তাঁদেরকে দাঁড় করিয়ে রেখে বিএসএফ-এর ব্যান্ডকে দিয়ে পারফর্ম করানো হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপেই রাজভবনে অনুষ্ঠান করেছে কলকাতা পুলিশের ব্যান্ড।



  • Jan 26, 2025 15:11 IST

    West Bengal News Live: ফিরহাদকে ধুইয়ে দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ

    আরজি করের নির্যাতিতার পরিবারকে এক্তিয়ার মনে করিয়ে সরব হয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। এবার পালটা মেয়রকে নিশানা করে সুর চড়ালেন দিলীপ ঘোষ। তিনি বলেছেন, " সব চক্রান্তের পিছনে রয়েছেন মমতা।  আমি বলছি ববি হাকিমের নিজের এক্তিয়ার বোঝা উচিত। যে বাবার ডাক্তারি পাশ মেয়েকে গণধর্ষণ করে হত্যা করা হয়, সরকারের সেই ঘটনাকে চাপা দেওয়ার কোন অধিকার নেই। বাবা-মায়ের মন থেকে যতক্ষণ না কষ্ট যাচ্ছে, ততক্ষণ রাজ্য সরকারের তাদের পাশে থাকা উচিৎ। নাটক নয়, তথ্য যা গোপন করেছেন, তা সামনে আনুন। এখন কেস বেঁচে রয়েছে। আমরা ন্যায় বিচার পাওয়া না পর্যন্ত আমরা মৃতার পরিবারের পাশে আছি”। 



  • Jan 26, 2025 14:27 IST

    West Bengal News Live: কুণাল ঘোষের পর এবার আরজিকর কাণ্ডে নির্যাতিতার পরিবারকে নিশানা ফিরহাদের

    ‘রাজনীতি করছেন ওঁরা, এক্তিয়ার বহির্ভূত কথা বলছেন, মমতা ওঁনাদের দয়ায় মুখ্যমন্ত্রী হননি। মানুষের সমর্থন নিয়ে ক্ষমতায় বসেছেন।" কুণাল ঘোষের পর এবার আরজিকর কাণ্ডে নির্যাতিতার পরিবারকে নিশানা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের।  মুখ্যমন্ত্রীর আর ক্ষমতায় থাকায় অধিকার নেই, নির্যাতিতার বাবার এই মন্তব্যের পরই নির্যাতিতার পরিবারকে নিশানা করেন কুণাল ঘোষ। এবার কুণালের দেখানো পথে হেঁটেই নির্যাতিতার পরিবারকে বেনজির আক্রমণ কলকাতার মেয়রের। তিনি বলেন, "এক্তিয়ারের মধ্যে থেকে ন্যায় বিচার চান। আমরা ওনাদের প্রতি সহানুভূতিশীল। যাদের পাল্লায় ওনারা পড়েছেন এবার পলিটিক্স করছেন ওনারা। এটা ঠিক নয়। মুখ্যমন্ত্রী ওই চেয়ারে বসে আছেন কারণ বাংলার মানুষ চেয়েছেন। আমিও সিবিআই তদন্তে এবং আদালতের রাতে দুঃখিত। তার মানে এই নয় আপনাকে দিয়ে যা বলাবে তাই বলবেন, এর ফলে মানুষের সহানূভুতি নষ্ট হয়ে যাবে"। 



  • Jan 26, 2025 12:52 IST

    West Bengal News Live: মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে রেড রোডে বর্ণাঢ্য কুচকাওয়াজ

    কলকাতা পুরসভায় প্রজাতন্ত্র দিবস উদযাপন। জাতীয় পতাকা উত্তোলন করেন মেয়র ফিরহাদ হাকিম। দেশ জুড়ে পালিত হচ্ছে ৭৬ তম প্রজাতন্ত্র দিবস। দিল্লির কর্তব্যপথের পাশাপাশি মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে রেড রোডেও হয় বর্ণাঢ্য কুচকাওয়াজ। jজাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।



  • Jan 26, 2025 12:41 IST

    West Bengal News Live: কলকাতায় চিকিৎসকের গাড়ির ধাক্কার মৃত্যু ভ্যান চালকের

    বিটি রোডে চিকিৎসকের গাড়ির ধাক্কায় মৃত্যু হল ভ্যান চালকের। অভিযুক্ত চিকিৎসক দেবজিৎ বিশ্বাস। তাকে গ্রেফতার করেছেন কাশীপুর থানার পুলিশ। স্থানীয়দের দাবি গাড়ির গতিবেগ বেশি থাকায় ঘটেছে এই দুর্ঘটনা। 



  • Jan 26, 2025 12:37 IST

    West Bengal News Live: বিরাট দুর্ঘটনা হাওড়ায়, লাইনচ্যুত তিরুপতি এক্সপ্রেস

    হাওড়ায় লাইনচ্যুত সাঁতরাগাছি তিরুপতি এক্সপ্রেস। লাইনচ্যুত তিরুপতি এক্সপ্রেসের ৫ এবং ৬ নম্বর বগি। তিরুপতি এক্সপ্রেসে ধাক্কা পার্সেল ভ্যানের। পদ্মপুকুর স্টেশনের কাছে ঘটে দুর্ঘটনা। সাঁতরাগাছি-শালিমার লাইনে বিঘ্নিত ট্রেন চলাচল। ক্রসিং পেরোনোর সময় গায়ে গায়ে ধাক্কা দুটি ট্রেনের। যাত্রী না থাকায় বড়সড় ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। গোটা বিষয়ের তদন্ত শুরু করেছে।



  • Jan 26, 2025 11:20 IST

    West Bengal News Live: নৌবাহিনীর শক্তিপ্রদর্শন

    ৭৬তম প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে 'আত্মনির্ভর' নৌবাহিনীর ট্যাবলো।



  • Jan 26, 2025 11:12 IST

    West Bengal News Live: ভারতীয় সেনাবাহিনী সারা বিশ্বকে তার শক্তি প্রদর্শন করছে

    কর্তব্যপথে ভারতীয় সেনাবাহিনীর কুচকাওয়াজ। ভারতীয় সেনাবাহিনী সারা বিশ্বকে তার শক্তি প্রদর্শন করছে। অভিবাদন গ্রহণ করছেন রাষ্ট্রপতি। 



  • Jan 26, 2025 11:08 IST

    West Bengal News Live: রেড রোডের কুচকাওয়াজে মমতা

    ৭৬ তম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে অংশ নিতে রেড রোডে পৌঁছালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রথম বার রেড রোডের কুচকাওয়াজে দেখা গেল সেনাবাহিনীর 'মাল্টি ইউটিলিটি লেগড ইকুইমেন্ট' ।



  • Jan 26, 2025 11:01 IST

    West Bengal News Live: ৭৬তম প্রজাতন্ত্র দিবসে দিল্লির কর্তব্যপথে শক্তির ঝলক, অভিভূত দেশবাসী

    কর্তব্যপথে কুচকাওয়াজ ইন্দোনেশিয়ার সেনার। রয়েছে ব্যান্ডও। বর্ণাঢ্য কুচকাওয়াজে মুগ্ধ তামাম বিশ্ব 



  • Jan 26, 2025 10:57 IST

    West Bengal News Live: অভিবাদন গ্রহণ করছেন রাষ্ট্রপতি মুর্মু

    ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু  প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে প্যারেড কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল ভাবনীশ কুমার এবং প্যারেড সেকেন্ড-ইন-কমান্ড মেজর জেনারেল সুমিত মেহতার কাছ থেকে অভিবাদন গ্রহণ করছেন।



  • Jan 26, 2025 10:48 IST

    West Bengal News Live: কর্তব্য পথে প্রজাতন্ত্র দিবস উদযাপন...!

    কর্তব্য পথে প্রজাতন্ত্র দিবস উদযাপন...!  জাতীয় পতাকা উত্তোলন করেন রাষ্ট্রপতি মুর্মু তেরঙ্গা উত্তোলন করলেন, বিশ্ব ভারতের শক্তি দেখছে।

    republic day parade
    অভিবাদন গ্রহণ করছেন রাষ্ট্রপতি মুর্মু Photograph: (ফাইল ছবি)



  • Jan 26, 2025 10:40 IST

    West Bengal News Live: ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টকে স্বাগত জানান প্রধানমন্ত্রী মোদী

    ৭৬তম প্রজাতন্ত্র দিবসের থিম হল ‘স্বর্ণিম ভারত, ঐতিহ্য ও উন্নয়ন’। অনুষ্ঠানে প্রধান অতিথি ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ান্তো। কর্তব্যপথে প্রদর্শিত ৩১টি ট্যাবলো। নয়া দিল্লির কর্তব্যপথে তিন বাহিনীর প্রধান। প্রধান অতিথির সঙ্গে  কর্তব্যের পথে পৌঁছেছেন রাষ্ট্রপতি মুর্মু।  ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টকে স্বাগত জানান প্রধানমন্ত্রী মোদী। 



  • Jan 26, 2025 10:33 IST

    West Bengal News Live: জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীতে মুখোরিত কর্তব্যপথ

    রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কনভয় কর্তব্যের পথে পৌঁছেছে, জাতীয় সংগীতের মাধ্যমে কুচকাওয়াজের শুরু 

    Republic Day 2025:
    রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কনভয় কর্তব্যের পথে পৌঁছেছে, জাতীয় সংগীতের মাধ্যমে কুচকাওয়াজের শুরু

     



  • Jan 26, 2025 10:24 IST

    West Bengal News Live: ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতি ভবন ত্যাগ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

    ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতি ভবন ত্যাগ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। কর্তব্যপথে কুচকাওয়াজ শুরু আর মাত্র কয়েক মিনিটেই 

    Republic Day 2025 News LIVE
    ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতি ভবন ত্যাগ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। 

     



  • Jan 26, 2025 10:21 IST

    West Bengal News Live: বারামুল্লায় জাতীয় পতাকা উত্তোলন

    ৭৬তম প্রজাতন্ত্র দিবসে দেশ জুড়ে কড়া নিরাপত্তা,  প্রলয়-রাফাল-সুখোইয়ের গর্জন, বিশ্বকে শক্তি প্রদর্শন বিশ্বকে চমকে দেবে। এর মাঝেই উরিতে সেনার প্রজাতন্ত্র দিবস উদযাপন। জম্মু-কাশ্মীরের উরি সেক্টরের বারামুল্লায় জাতীয় পতাকা তুলে উদযাপন করলেন ভারতীয় সেনারা।



  • Jan 26, 2025 10:06 IST

    West Bengal News Live: ন্যাশানাল ওয়ার মেমরিয়ালে শ্রদ্ধা মোদীর, সাড়ে দশটায় শুরু হবে কুচকাওয়াজ

    প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের আগে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইন্ডিয়া গেটে ন্যাশানাল ওয়ার মেমোরিয়ালে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ সেনাদের প্রতি শ্রদ্ধা জানাবেন। প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ সকাল ১০.৩০ মিনিটে শুরু হবে, যেখানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু অভিবাদন গ্রহণ করবেন। এই দৃশ্য দেখার জন্য প্রায় ১০ হাজার বিশেষ অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। এই উপলক্ষে, সারা দেশ থেকে মোট ৩১টি ট্যাবলো কুচকাওয়াজে অংশ নেবে।  

    Republic Day 2025.
    ন্যাশানাল ওয়্যার মেমোরিয়ালে পুষ্পস্তবক অর্পণ মোদীর Photograph: (ফাইল ছবি)



  • Jan 26, 2025 09:48 IST

    West Bengal News Live: বিজেপি সদর দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন নাড্ডার

    বিজেপির সদর দপ্তরে জাতীয় উত্তোলন করলেন জেপি নাড্ডা। কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপি সর্বভারতীয় সভাপতি জে.পি.নাড্ডা ৭৬তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বিজেপি সদর দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন করেন।



  • Jan 26, 2025 09:43 IST

    West Bengal News Live: দুর্ভেদ্য দুর্গে পরিণত হয়েছে রাজধানী দিল্লি

    ৭০০০ সিসিটিভি, ৬০ হাজার সেনা,  স্নাইপার... প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে দুর্ভেদ্য দুর্গে পরিণত হয়েছে রাজধানী দিল্লি। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে যেকোনো ধরণের বিমান হামলা রোধে বিমান-বিধ্বংসী বন্দুক এবং ড্রোন-বিধ্বংসী প্রযুক্তি বসানো হয়েছে। 



  • Jan 26, 2025 09:38 IST

    West Bengal News Live: প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দেশবাসীকে বড় বার্তা দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী

    প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দেশবাসীকে বড় বার্তা দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি লিখেছেন, আমাদের সংবিধান ধর্ম, বর্ণ, অঞ্চল বা ভাষা নির্বিশেষে প্রতিটি ভারতীয়ের জন্য একটি সুরক্ষার  ঢাল। তিনি আরও বলেন, সংবিধানকে সম্মান করা এবং রক্ষা করা আমাদের সকলের কর্তব্য। জয় হিন্দ, জয় ভারত, জয় সংবিধান। 



  • Jan 26, 2025 09:34 IST

    West Bengal News Live: হেলে পড়া বহুতলে প্রাণ হাতে বসবাস

    তাসের ঘরের মত হেলে পড়ছে একের পর এক বহুতল। এবার মুকুন্দপুরে হেলে পড়া বহুতলের হদিস। প্রাণ হাতে নিয়ে বাস করছেন বহুতলের বাসিন্দারা। বিপদের আশঙ্কা করছেন স্থানীয়রা। জানা গিয়েছে ১০-১২ বছর আগে এই বহুতলগুলি নির্মিত হয়েছিল। পুরসভার তরফে এখনো কোন ব্যবস্থা নেওয়া হয়নি বলেই দাবি স্থানীয়দের। পুরসভা কী ব্যবস্থা নেয় সেদিকেই নজর সকলের।



  • Jan 26, 2025 09:29 IST

    West Bengal News Live: 'সারে জাহাঁ সে আচ্ছা 'দিয়ে কুচকাওয়াজ শুরু হবে

    দেশের বিভিন্ন স্থান থেকে আনা বাদ্যযন্ত্রের সাথে ৩০০ জন সাংস্কৃতিক শিল্পী 'সারে জাহাঁ সে আচ্ছা' বাজানোর মাধ্যমে শুরু হবে কুচকাওয়াজ।



  • Jan 26, 2025 09:26 IST

    West Bengal News Live: ট্যাবলো সংঘাত বিজেপি-তৃণমূলের

    ২০২১-এ দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে রাজ্য সরকারের ট্যাবলোয় লক্ষ্মীর ভাণ্ডার এবারও তাই! এনিয়ে তৃণমূলকে নিশানা করেছেন  রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার।  সোশাল মিডিয়ায় দুটি ট্যাবলোর ছবি পোস্ট করে তিনি  লিখেছেন, এ হল নতুন বোতলে পুরনো মদ। ২০২১-এ রাজ্য সরকারের ট্যাবলোয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প দেখা গিয়েছিল এবারেও তাই। রাজ্যে আইন-শৃঙ্খলা প্রায় নেই বললেই চলে, নেই কোন শিল্প। এমন পরিস্থিতিতে জাতীয় মঞ্চে এই পাইয়ে দেওয়ার রাজনীতি ছাড়া অন্য কিছু প্রত্যাশা করা যেতে পারে। যদিও মেয়র ফিরহাদ হাকিম সুকান্তকে পালটা নিশানা করে বলেন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে আমাদের সরকার নারী ক্ষমতায়নে বিশ্বাস করে, ওঁদের দল সেটা মানে না। তাই এই মন্তব্য। 



  • Jan 26, 2025 09:17 IST

    West Bengal News Live: আসফাকউল্লা নাইয়ার পর এবার নিশানায় কিঞ্জল

    আসফাকউল্লা নাইয়ার পর এবার নিশানায় আরজি কর আন্দোলনের আরেক মুখ কিঞ্জল নন্দ। তাঁর সম্পর্কে একাধিক তথ্য জানতে চেয়ে এবার আরজি কর মেডিকেল কলেজের অধ্যক্ষকে চিঠি দিল মেডিকেল কাউন্সিল। চিঠিতে বহু তথ্য জানতে চাওয়া যাওয়া হয়েছে এর মধ্যে রয়েছে কীভাবে সিনেমা করার ছুটি পান কিঞ্জল? ৮০ শতাংশ উপস্থিতি আছে কিনা তার, পাশাপাশি জানতে চাওয়া হয়েছে কত টাকা স্টাইপেন্ড পান তিনি। বিজ্ঞাপন আর সিনেমা করার জন্য কী অনুমতি নিয়েছিলেন কিঞ্জল? যদিও কিঞ্জল জানিয়েছেন, ছুটির পর আমি কী করব সেটার জন্য আমাকে কারোর থেকে কোন অনুমতি নিতে হবে বলে আমি মনে করি না, আসফাকউল্লা নাইয়ার পর আমাকে এবার টার্গেট করা হয়েছে, এটা  প্রত্যাশিত। 



  • Jan 26, 2025 09:12 IST

    West Bengal News Live: প্রজাতন্ত্র দিবস সর্বদা দেশের জন্য অত্যন্ত গর্বের মুহূর্ত: বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর

    প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর বলেছেন, "প্রজাতন্ত্র দিবস সর্বদা দেশের জন্য অত্যন্ত গর্বের মুহূর্ত। আমি মনে করি আমরা অনেক কিছু অর্জন করেছি এবং আমরা আরও অনেক কিছু অর্জনের আশা রাখি।  ১৯৫০ সালে, প্রথম প্রজাতন্ত্র দিবসে, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট  অতিথি হিসাবে হাজির ছিলেন, তাই সংবিধানের ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষ্যে আবারও আমাদের ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের উপস্থিতি বিশেষ তাৎপর্যপূর্ণ। 



  • Jan 26, 2025 09:07 IST

    West Bengal News Live: মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি নির্যাতিতার পরিবারের, কুনালের নিশানা

    শিয়ালদা আদালতের রায়ের কপি হাতে পেয়ে মমতার পদত্যাগের দাবিতে সরব হলেন আরজি করের নিহত চিকিৎসকের বাবা। তিনি বলেন, 'রায়ের কপি পড়ে এই সিদ্ধান্তে আমরা এসেছি ওঁনার আর মুখ্যমন্ত্রীর পদে থাকা উচিৎ নয়'। এদিকে  মৃত চিকিৎসকের এই বক্তব্যের পরই কুনাল ঘোষের তীব্র নিশানায় আরজি করের নির্যাতিতার পরিবার। তিনি বলেন, চক্রান্তকারী ও কুৎসাকারীদের মুখপাত্র হয়ে গেছেন অভয়ার মা-বাবা। মেয়ের মৃত্যুর দিন থেকে এক এক দিন এক এক রকমের কথা বলছেন ওনারা। জুনিয়র ডাক্তারদের ফান্ড কে কে পাচ্ছেন? স্বতঃস্ফূর্ত আন্দোলন হলে কেন ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে টাকা দেওয়া হয়েছে ? যারা আন্দোলন করছেন তাদের সঙ্গে মৃতার পরিবারের কী সম্পর্ক?  ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা কি অভয়ার মা-বাবাকে প্রভাবিত করছেন? এই সব বিষয়ও তদন্তের আওতায় আনা উচিত, দাবি করেন ত্ণমূলের মুখপাত্র। 



  • Jan 26, 2025 08:59 IST

    West Bengal News Live: সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর শুভেচ্ছা

    সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।  তিনি বলেন, "এই গৌরবময় দিনে, আসুন আমরা সেই অমর বীরদের প্রতি শ্রদ্ধা জানাই যারা তাদের অদম্য সাহস, অসীম ত্যাগ এবং অতুলনীয় বীরত্ব দেখিয়ে আমাদের দেশের স্বাধীনতা ও অখণ্ডতা রক্ষা করেছিলেন। এই দিনটি আমাদের ভারতীয় সংবিধানের মহত্ত্বের কথা মনে করিয়ে দেয়। যা আমাদের গণতন্ত্রের ভিত্তি "।  জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেন, "এই ঐতিহাসিক  মুহূর্ত উপলক্ষে, আমাদের সকলেরই অঙ্গীকার করা উচিত যে আমরা পূর্ণ নিষ্ঠা এবং সততার সাথে আমাদের কর্তব্য পালন করব। আমাদের এই প্রচেষ্টা জাতিকে অগ্রগতির শিখরে নিয়ে যাবে।"



  • Jan 26, 2025 08:55 IST

    West Bengal News Live: এক দেশ এক নির্বাচনের পক্ষে সওয়াল শিবরাজ সিংয়ের

    বিজেপি নেতা এবং কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং দেশবাসীকে প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, "আজ ভারত বিশ্বের বৃহত্তম গণতন্ত্র এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে, দেশ আজ সাফল্যের সাথে এগিয়ে চলেছে।" তিনি আরও বলেন, "যখন সংবিধান প্রনয়ণ হয়েছিল, তখন সংবিধানের নির্মাতারা  ৫ বছরে একবার নির্বাচন এবং লোকসভা ও বিধানসভা নির্বাচন একসাথে অনুষ্ঠিত হওয়ার পক্ষেই মত প্রকাশ করেছিলেন কিন্তু পরে পরিস্থিতি বদলে গেল , আজ পরিস্থিতি এমন দেশে প্রতি ছয় মাস অন্তর নির্বাচন অনুষ্ঠিত হয় এবং তাই এখন দেশে একই সাথে লোকসভা এবং বিধানসভা নির্বাচনের প্রয়োজন।"



  • Jan 26, 2025 08:43 IST

    West Bengal News Live: সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলন


    সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলন করবেন করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সকাল সাড়ে ১০ টা থেকে দিল্লির কর্তব্যপথে শুরু হবে বর্ণাঢ্য কুচকাওয়াজ।



  • Jan 26, 2025 08:41 IST

    West Bengal News Live: ৭৬তম প্রজাতন্ত্র দিবসে দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী মোদীর

    ৭৬তম প্রজাতন্ত্র দিবসে দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী মোদীর। তিনি এক্স হ্যান্ডেলে এক পোস্টে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। মোদী লিখেছেন, গৌরবময় প্রজাতন্ত্র দিবসের বিশেষ এই মুহূর্তে সেই সকল মহান ব্যক্তিত্বদের প্রতি আমার  শ্রদ্ধা যারা আমাদের সংবিধান প্রণয়নের মাধ্যমে, গণতন্ত্র, মর্যাদা এবং ঐক্যের উপর ভিত্তি করে আমাদের উন্নয়ন যাত্রা সুনিশ্চিত করেছিলেন। সাংবিধানিক মূল্যবোধ শক্তিশালী ও সমৃদ্ধ ভারত গঠনের লক্ষ্যে আমাদের প্রচেষ্টাকে আরও জোরদার করবে।



Republic Day news of west bengal
Advertisment