IMD Weather Update Today March 29:ভরা বসন্তে তীব্র দাবদাহ শুরু বাংলায়। সূর্যের গনগনে তেজে পুড়ছে দক্ষিণবঙ্গের জেলার পর জেলা। দক্ষিণবঙ্গের সাতটি জেলায় শনিবার তাপপ্রবাহের সর্তকতা জারি করেছিল আলিপুর আবহাওয়া দফতর। রাজ্যের পশ্চিমাঞ্চলের একাধিক জেলার পারদ ছুঁয়েছে ৪০ ডিগ্রির গণ্ডি। খাতায়-কলমে গ্রীষ্ম না পরলেও গরমে অসহনীয় পরিস্থিতি শুরু।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আপাতত দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। সুতরাং গরমের এই অসহনীয় পরিস্থিতি থেকে এখনই মুক্তির সম্ভাবনা কার্যত নেই। শনিবার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পঙের কোনও কোনও জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতেও।
এর আগের সপ্তাহে মাঝে কয়েকদিনের ঝড়-জলের জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রীতিমতো শীতের শিরশিরানি ফিরেছিল। আবহাওয়ায় হঠাৎ এই ব্যাপক ভোলবদলে তাজ্জব হয়েছিলেন অনেকেই। পরিস্থিতি বদলাতে শুরু করে চলতি সপ্তাহের শুরু থেকে। এবার আরও চড়বে পারদ।
আরও পড়ুন- Purba Medinipur News: 'পুলিশ মেরেছে', কপালে হাত প্রাক্তন মন্ত্রীর! দাপুটে তৃণমূল বিধায়ককে কটাক্ষ BJP-র
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েক দিনের মধ্যেই সর্বোচ্চ তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে। রাজ্যের পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলার তাপমাত্রা ৪০ ডিগ্রির গন্ডি ছুঁয়ে ফেলতে পারে। সুতরাং সামনের কয়েকদিন দক্ষিণবঙ্গের সর্বত্র গরমের অসহ্যকর পরিস্থিতি বহাল থাকবে। দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই।
আরও পড়ুন- Eid al Fitr: ঈদের ছুটি বাতিল, ৩১ মার্চ অফিস যেতেই হবে এই সরকারি কর্মীদের
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর
উত্তরবঙ্গের কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার। এদিন হালকা বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পের কোনও কোনও অংশে। সেই সঙ্গে আজ হালকা বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার কয়েকটি জায়গাতেও। রবিবারেও দার্জিলিং এবং কালিম্পঙের কয়েকটি জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।