West Bengal Weather Forecast Today 8 January 2025: পৌষ মাসের শেষে ফের আবহাওয়ায় বদল। বুধবার সকাল থেকে নামতে শুরু করল তাপমাত্রা। আগামী কয়েক দিনে তাপমাত্রার পারদ আরও খানিকটা নেমে যেতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। তবে এরই মধ্যে আশঙ্কা বাড়াচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা। সব মিলিয়ে আগামী কয়েকদিন কেমন থাকবে রাজ্যের আবহাওয়া? এসব নেই রইল আজকের ওয়েদার আপডেট (Weather Update)।
বুধবার আরও নেমে গেল তাপমাত্রা। বুধবার সকালের দিকে শহর কলকাতা শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা আরও খানিকটা নেমে যেতে পারে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই কোনও জেলাতেই।
তবে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় আগামী কয়েকদিন কুয়াশার দাপট থাকবে। উত্তরবঙ্গের পার্বত্য জেলা দার্জিলিংয়ের পাশাপাশি জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতেও আগামী কয়েকদিন কুয়াশার দাপট থাকবে।
আরও পড়ুন- Inspirational Story: বয়স শুধুই সংখ্যা! ১০৪ বছরেও ফি দিন সবজির দোকান চালান লক্ষ্মীবালা দেবীর
আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, শুক্রবারের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এক ধাক্কায় পারদ আরও খানিকটা নেমে যেতে পারে। দুই থেকে চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমতে পারে জেলায়-জেলায়। অর্থাৎ শুক্রবার পর্যন্ত শীতের অনুভূতি জোরালো হতে পারে।
তবে এরই মধ্যে ফের একবার উত্তুরে হওয়ার গতিতে বাধা পাওয়ার সম্ভাবনা প্রবল। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, আগামী ১০ জানুয়ারি নাগাদ নতুন করে ফের একটি পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হতে পারে। উত্তুরে হাওয়া ঢোকার ক্ষেত্রে বাধা আসতে পারে। এর ফলে তাপমাত্রার পারদ নতুন করে চড়তে পারে ১০ জানুয়ারির পর থেকে।