New Update
/indian-express-bangla/media/media_files/2025/01/09/YPEqT49mdTpnRnvrmBX7.jpg)
Brngal Weather Update: শহর থেকে জেলা, ঠান্ডার জমাটি মেজাজ সর্বত্র।
West Bengal Weather Forecast Today 9 January 2025: পৌষ সংক্রান্তির আগেই বঙ্গে জাঁকিয়ে শীত। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা আরও কমে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
Brngal Weather Update: শহর থেকে জেলা, ঠান্ডার জমাটি মেজাজ সর্বত্র।
West Bengal Weather Forecast Today 9 January 2025: কনকনে শীত গোটা রাজ্যে। বুধবার দিনভর উত্তুরে হাওয়ায় শীতের জমাটি আমেজ উপভোগ করেছে বঙ্গবাসী। বুধবারের পর আজ বৃহস্পতিবারেও জাঁকিয়ে ঠান্ডা। পৌষ সংক্রান্তির (Poush Sankranti) আগে রাতের তাপমাত্রা আরও নামতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে এরই মধ্যে কয়েকটি জেলায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস।
কনকনে শীত দক্ষিণবঙ্গের জেলায়-জেলায়। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের সব জেলায় সর্বনিম্ন তাপমাত্রা আরও দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে বলে মনে করা হচ্ছে। তবে এরপর থেকে ফের একবার পারদ চড়ার স্পষ্ট ইঙ্গিত রয়েছে। ফের পশ্চিমী ঝঞ্ঝা সপ্তাহান্তে চোখ রাঙাবে। তারই জেরে বাধাপ্রাপ্ত হবে উত্তুরে হাওয়ার গতি। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া শুষ্ক থাকবে।
জমাটি শীতের আমেজ মহানগরী কলকাতাতেও। বুধবার দিনভর উত্তুরে হওয়ার দাপটে জাঁকিয়ে শীত শহর কলকাতায়। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আজ বৃহস্পতিবার কলকাতা শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রির কাছাকাছি থাকবে। আগামী ২৪ ঘণ্টায় তিলোত্তমা মহানগরীতে তাপমাত্রার পারদ আরও নামবে। তবে তারপর থেকে ফের একবার তাপমাত্রা বেড়ে যাওয়ার ইঙ্গিত রয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর
ফের একবার তুষারপাতের পূর্বাভাস পাহাড়নগরী দার্জিলিঙে (Darjeeling)। উত্তরবঙ্গের সর্বত্র ঠান্ডার জমাটি দাপট রয়েছে। তবে এরই মধ্যে উত্তরবঙ্গের পার্বত্য জেলা দার্জিলিঙে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ১৩ জানুয়ারি উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পং জেলায় হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
আরও পড়ুন- West Bengal News Highlights: মালদার তৃণমূল নেতা খুনে ৫০ লক্ষ টাকার সুপারি, ধৃত দলেরই নেতা মূল চক্রী