/indian-express-bangla/media/media_files/2025/02/27/mo1cRLWzswZTq3HW21sS.jpg)
Bengal Weather Update: ফের বৃষ্টির পূর্বাভাস জেলায়-জেলায়।
IMD Weather Update Today February 27:আজ থেকে আবারও রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সেই সঙ্গে আগামী ৪৮ ঘণ্টায় রাজ্যের একাধিক জেলায় চড়তে পারে পারদ। সব মিলিয়ে আগামী কয়েকদিন কেমন থাকবে গোটা রাজ্যের আবহাওয়া? তা নিয়েই রইল আজকের ওয়েদার আপডেট (Weather Update)।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। অন্তত আগামী দিনকয়েক দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বেশ কয়েকটি জেলায় থাকবে কুয়াশার দাপট। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী ৪৮ ঘন্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বেড়ে যেতে পারে। মার্চ মাসের শুরু থেকেই তাপমাত্রার পারদ আরও চড়তে শুরু করবে।
কলকাতার ওয়েদার আপডেট
শহর কলকাতাতেও মনোরম আবহাওয়া। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আপাতত তিলোত্তমা মহানগরীতে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী কয়েকদিন কলকাতা শহরের তাপমাত্রাতেও বিশেষ হেরফের হবে না । তবে মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকে কলকাতাতেও তাপমাত্রা চড়তে শুরু করবে। বাড়বে গরমের অনুভূতি।
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর
দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও উত্তরবঙ্গের জেলায় জেলায় দুর্যোগের সম্ভাবনা রয়েছে। আজ উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙে বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দার্জিলিঙের কোনও কোনও জায়গায় তুষারপাতেরও সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। আগামিকাল অর্থাৎ শুক্রবার পর্যন্ত দার্জিলিং এবং কালিম্পঙে বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি। এই পর্বে আগামী শনিবার পর্যন্ত দুই পার্বত্য জেলার পাশাপাশি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর, মালদায় হালকা বৃষ্টি সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস।
আরও পড়ুন- OLA-Uber App Cab: লক্ষ্মীবারে শহরে মিলবে না OLA-Uber! অ্যাপ ক্যাব নিয়ে বড় আপডেট জানুন