Shootout in Maldas Baishnabnagar: আবারও শুটআউট মালদায়। এবার মদ্যপান নিয়ে বিবাদের জেরে গুলিবিদ্ধ হয়ে খুন এক শ্রমিক সরবরাহকারী। গুলিবিদ্ধ হয়ে গুরুতর জখম তাঁর এক বন্ধুও। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে হাসপাতালে। এই ঘটনায় এলাকারই ৫ জনের নামে অভিযোগ। ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে মালদার বৈষ্ণবনগরের বীরনগর-১ গ্রাম পঞ্চায়েতের রাধানাথটোলা এলাকায়।
গুলিবিদ্ধ হয় মৃত প্রদীপ কর্মকার(৫০) এবং জখম তাঁরই বন্ধু নিরঞ্জন দাস (৪০)। রাধানাথটোলা গ্রামেই বাড়ি তাঁদের। নিরঞ্জন বাড়িতে মদ বিক্রির কাজের সঙ্গে যুক্ত বলে জানা গিয়েছে। প্রদীপ শ্রমিক সরবরাহের কাজ করতেন। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টে নাগাদ ঘটনাটি ঘটে। নিরঞ্জনের বাড়িতে মদ্যপান করতে যান বন্ধু প্রদীপও।
সেখানে আগে থেকেই মদ্যপানের আসর বসিয়েছিল অভিযুক্ত নিমাই ঘোষ, বাপি ঘোষ-সহ ৫ জন। ওই সময় মদ্যপান নিয়ে নিরঞ্জনের সঙ্গে বচসা শুরু হয় অভিযুক্ত নিমাই ও বাপির। তর্কাতর্কির মধ্যেই প্রথমে নিরঞ্জনকে গুলি করা হয় বলে অভিযোগ। তাঁর বুকে গুলি লাগলে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি।
আরও পড়ুন- West Bengal News Live:'মদনবাবু যত টাকায় কিনতে চাইছেন তার বেশি দেব, মেয়েকে ফেরাতে পারবেন?', প্রশ্ন নির্যাতিতার বাবার
নিরঞ্জনকে বাঁচাতে এসে প্রদীপও গুলিবিদ্ধ হয়। খুব কাছ থেকে তাঁর বুকে গুলি করা হয় বলে অভিযোগ। এরপর অভিযুক্তরা প্রদীপকে ঘরের ভেতরে ফেলে রেখে দরজায় তালা মেরে পালায় বলে অভিযোগ। স্থানীয়রা সঙ্গে সঙ্গে ছুটে এসে নিরঞ্জনকে উদ্ধার করে স্থানীয় বেদরাবাদ গ্রামীণ হাসাপাতালে ভর্তির ব্যবস্থা করে। সেখান থেকে তাঁকে স্থানান্তরিত করা হয় মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। এদিকে, এই ঘটনার খবর পেয়ে ছুটে যায় বৈষ্ণবনগর থানার পুলিশ।
আরও পড়ুন- Anubrata Mondal: 'মেরে হাত ভেঙে দেবে পুলিশ', সিউড়িতে IC-র কলার ধরে টানা নিয়ে বললেন অনুব্রত
তালা ভেঙে প্রদীপকে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানোর আগেই তাঁর মৃত্যু হয়। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। অভিযুক্তদের খুঁজছে বৈষ্ণবনগর থানার পুলিশ। একই গ্রামেই অভিযুক্তদের বাড়ি বলে পুলিশ জানতে পেরেছে।
আরও পড়ুন- Struggle Story: জীবন-যুদ্ধে জয় ছিনিয়ে নিতে ইস্পাতকঠিন লড়াই! আইনের ছাত্রীর একীর্তি দারুণ চর্চায়!