IMD Weather Update Today April 1: ভরা চৈত্রেই গরমের দাপটে ওষ্ঠাগত প্রাণ। বেলা গড়ালেই তাপমাত্রা বাড়ছে চড়চড়িয়ে। এই সপ্তাহেই বৃষ্টির সম্ভাবনা? কী জানাচ্ছে আবহাওয়া দফতর?
অস্বস্তি বাড়াচ্ছে চৈত্রের গরম। গত সপ্তাহের মাঝামাঝি থেকেই গরম বাড়তে শুরু করেছে। দক্ষিণবঙ্গের জেলায়-জেলায় গরম ক্রমেই অসহনীয় হয়ে উঠছে। বেড়েই চলেছে তাপমাত্রা। বিশেষ করে রাজ্যের পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি জায়গার তাপমাত্রা ইতিমধ্যেই ৪০ ডিগ্রির গণ্ডি ছুঁয়েছে। বৃষ্টির দিকে চেয়ে রাজ্যবাসী? অসহনীয় গরম থেকে স্বস্তি মিলবে কবে?কী বলছে আবহাওয়া দফতর? আগামী কয়েকদিন উত্তরবঙ্গের আবহাওয়াই বা কেমন থাকবে? এসব নিয়েই রইল আজকের ওয়েদার আপডেট (Weather Update)।
দক্ষিণবঙ্গের জেলায়-জেলায় তাপমাত্রার বৃদ্ধিতে গরম বাড়ছে। বেলা বাড়লেই সূর্যের গনগনে তেজ অস্বস্তি তুলছে তুঙ্গে। আজ মঙ্গলবার গরমের দাপট থাকবে দক্ষিণবঙ্গ-জুড়ে। দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলার তাপমাত্রা মোটামুটি ৩৫ থেকে ৩৭ ডিগ্রির মধ্যে রয়েছে। তবে রাজ্যের পশ্চিমাঞ্চলের একাধিক জেলার তাপমাত্রা ইতিমধ্যে ৪০ ডিগ্রির গণ্ডি ছুঁয়েছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই। তবে থেকে তাপমাত্রা কিছুটা হলেও কমতে পারে। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী শুক্রবার থেকে রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলি, যেমন পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমানের কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী শনিবারেও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা বৃষ্টি হতে পারে।
শহর কলকাতাতেও তাপমাত্রা বেড়েছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, তিলোত্তমা মহানগরীতে তাপমাত্রা ৩৪ থেকে ৩৬ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। আপাতত আগামী কয়েক দিন কলকাতা শহরেও বৃষ্টির সম্ভাবনা নেই। অপরদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে মোটের উপর আবহাওয়া মনোরম। উত্তরবঙ্গের পার্বত্য জেলা দার্জিলিঙের কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে আগামী কয়েক দিন উত্তরবঙ্গের জেলাগুলির তাপমাত্রাতেও বিশেষ হেরফের হবে না।