/indian-express-bangla/media/media_files/2025/04/26/YdDsC7BiEcq8SHQEu5Li.jpg)
Rainfall Forecast: বৃষ্টির পূর্বাভাস জেলায়-জেলায়।
Ajker Kolkata Weather Today:এপ্রিলের মাঝামাঝি সময় থেকে দক্ষিণবঙ্গজুড়ে অসহনীয় ভ্যাপসা গরম অস্বস্তি চরমে তুলেছিল। তবে গত মাসের শেষের দিক থেকে টানা কয়েকদিনের ঝড়-বৃষ্টির জেরে পরিস্থিতির আমূল বদল হয়েছে। গতকাল সন্ধ্যের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড়-বৃষ্টি চলেছে। দক্ষিণবঙ্গে এখন গরম উধাও। আজ শুক্রবারেও জেলায়-জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের। দক্ষিণবঙ্গের পাশাপাশি ঝড়-জলের পালা চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। গোটা রাজ্যেই দুর্যোগের এই পালা চলবে কতদিন? এসব নিয়ে রইল আজকের ওয়েদার আপডেট (Weather Update)।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর
বৃহস্পতিবার অর্থাৎ গতকাল সন্ধ্যের পর দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ধেয়ে এসেছিল প্রবল ঝড়-জল। কালবৈশাখীর দাপটে বিভিন্ন জেলায় গাছপালা ভেঙে লন্ডভন্ড পরিস্থিতি তৈরি হয়। এই ঝড়-বৃষ্টির জেরে তাপমাত্রা খানিকটা নেমেছে। ঘূর্ণাবর্তের প্রভাবে শুক্রবারও দক্ষিণবঙ্গে জেলায়-জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কোনও কোনও জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির পাশাপাশি ফের একবার কালবৈশাখী (Kalbaisakhi) ঝড়ের দাপট দেখা যেতে পারে। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত আরও ৫ দিন এই দুর্যোগের পালা চলবে।
কলকাতার ওয়েদার আপডেট
ঝড়-জলের পালা চলবে তিলোত্তমা মহানগরীতে। আগামী দিন পাঁচেক শহর কলকাতাতেও বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা কথা জানিয়েছে আবহাওয়া দফতর। আগামী দিন পাঁচেক কলকাতা শহরের তাপমাত্রাতেও বিশেষ হেরফের হবে না।
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, আগামী ৭ মে পর্যন্ত উত্তরবঙ্গের জেলায়-জেলায় ঝড়-জল চলবে। কোনও কোনও জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।