IMD Weather Update Today April 19: ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ শনিবারেও। আজও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-জলের সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। শুধু দক্ষিণবঙ্গই নয়, ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। জানুন একেবারে লেটেস্ট ওয়েদার আপডেট (Weather Update)।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, এই পর্বে আগামীকাল অর্থাৎ ২০ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি থাকতে পারে ঝোড়ো হাওয়ার দাপট। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে দমকা হাওয়া। কোনও কোনও জেলায় হাওয়ার গতিবেগ হতে পারে আরও বেশি। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী সোমবার অর্থাৎ সপ্তাহের প্রথম দিনেও দুর্যোগের সম্ভাবনা রয়েছে।
কলকাতার ওয়েদার আপডেট
জেলাগুলির পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহর কলকাতাতে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আপাতত কলকাতায় অসহনীয় গরমের পরিবেশ থাকবে না। তাপমাত্রাও মোটের উপর একই থাকবে আগামী কয়েকদিন। কলকাতায় এখনই তাপপ্রবাহের সম্ভাবনা নেই। আগামী সপ্তাহের শুরুরর দিক পর্যন্ত তিলোত্তমা মহানগরীতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন- Dilip Ghosh Marriage Highlights: 'দেশে এত সুন্দর জায়গা থাকতে বিদেশ কেন'? বিয়ের পরই হানিমুন নিয়ে বিশেষ বার্তা দিলীপের!
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর
দক্ষিণবঙ্গের জেলাগুলির পাশাপাশি উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা কথা জানিয়েছে আবহাওয়া দফতর। আগামী সপ্তাহের বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গে বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙের পাশাপাশি অন্য বেশ কয়েকটি জেলায়। সেখানে বৃষ্টির পাশাপাশি থাকতে পারে ঝোড়ো হাওয়ার দাপট। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে।
আরও পড়ুন- Dilip Ghosh Wedding: মন দেওয়া-নেওয়ার শুরুটা কীভাবে? এই প্রথম মুখ খুললেন দিলীপ-রিঙ্কু
এবছর এখনও পর্যন্ত অসহনীয় গরমের পরিবেশ তৈরি হয়নি। মাঝে দিন কয়েক ভ্যাপসা গরম থাকলেও তা তুমুল অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করেনি। বৈশাখ মাসের শুরু থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে দফায় দফায় ঝড়-জল চলছে। তারই জেরে তাপমাত্রা খুব একটা বাড়ছে না। শুধু দক্ষিণবঙ্গেই নয়, ঝড়-জলের এই পরিস্থিতি চলছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। সেখানেও দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙের পাশাপাশি অন্যান্য জেলাতেও ঝড়-বৃষ্টি চলছে দফায় দফায়। সেই কারণেই আপাতত গোটা রাজ্যেই সর্বোচ্চ তাপমাত্রা খুব একটা বাড়বে না আগামী কয়েকদিন। তবে ঝড়-বৃষ্টির পালা চুকলে তাপমাত্রা বাড়তে শুরু করবে। এমনটাই জানা গিয়েছে আবহাওয়া দফতর সূত্রে।