Advertisment

Bhatpara Shootout: নৈহাটির ভোট চলাকালীন ভাটপাড়ায় শুটআউট! চায়ের আড্ডায় তৃণমূল নেতাকে গুলি করে খুন

Bhatpara Shootout: আজ রাজ্যের ৬ কেন্দ্রে উপনির্বাচন। নৈহাটিতেও আজ উপনির্বাচন। ভোট শুরুর কিছুক্ষণের মধ্যেই লাগোয়া ভাটপাড়ায় এক তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি দুষ্কৃতীদের। এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
tmc leader died by gun shot in north dinajpur

Bhatpara Shootout: প্রতীকী ছবি।

Bhatpara Shootout: তুমুল উত্তেজনা উত্তর ২৪ পরগনায় ভাটপাড়ায়। নৈহাটিতে বিধানসভা উপনির্বাচন চলাকালীন লাগোয়া ভাটপাড়ায় চলল গুলি। তৃণমূল নেতাকে একটি চায়ের দোকানে ঢুকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। এলাকায় বোমাবাজি হয় বলেও অভিযোগ। নিহত ভাটপাড়ায় তৃণমূলের প্রাক্তন ওয়ার্ড সভাপতি অশোক সাউ। বোমাবাজিতে বেশ কয়েকজন জখম হয়েছেন। দলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই খুন বলে দাবি পরিবারের।

Advertisment

ঠিক কী ঘটেছিল?

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে টোটোয় চেপে যাচ্ছিলেন তৃণমূল নেতা অশোক সাউ। আগাগোড়া তাঁকে অনুসরণ করে তাঁর পিছনে যাচ্ছিল দুষ্কৃতীরা। একটি বাইকে চেপে তৃণমূল নেতা অশোক সাউকে অনুসরণ করে পালঘাট রোড ধরে এগোচ্ছিল দুষ্কৃতীরা। এরপরেই একটি চায়ের দোকানে ঢোকেন ওই তৃণমূল নেতা। এরই কিছুক্ষণের মধ্যে সেই দোকানে ঢুকে অশোক সাউকে লক্ষ্য করে পিছন থেকে পরপর কয়েকটি গুলি চালানো হয়। গুলি চালানোর পাশাপাশি তৃণমূল নেতাকে লক্ষ্য করে বোমাবাজি করা হয় বলেও অভিযোগ।

গুলির শব্দ পেয়েই তৎক্ষণাৎ এলাকায় রীতিমতো ভিড় জমে যায়। ততক্ষণে রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েছেন তৃণমূল নেতা অশোক সাউ। পরিস্থিতি বেগতিক বুঝে বাইকে চেপে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। স্থানীয়রাই অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় ওই তৃণমূল নেতাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তবে শেষ রক্ষা হয়নি। মৃত্যু হয়েছে ওই তৃণমূল নেতার। বোমাবাজিতে জখমও হয়েছেন চায়ের দোকানে থাকা আরও বেশ কয়েকজন।

আরও পড়ুন- West Bengal By-Election Voting Live: নৈহাটিতে চলছে উপনির্বাচন, পাশের ভাটপাড়ায় গুলিতে ঝাঁঝরা তৃণমূল নেতা

আরও পড়ুন- Naihati Boroma: ভোট বলে বন্ধ বড়মা'র দর্শন, পিছনের দরজা দিয়ে মন্দিরে TMC প্রার্থী, বেরোতেই বিক্ষোভ

আজ নৈহাটিতে উপনির্বাচন (Naihati Assembly By-Election)। ঠিক এই আবহে ভাটপাড়ায় এমন গুলি চালানোর কাণ্ডে তুমুল উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছে। যদিও কে বা কারা এই হামলার পিছনে যুক্ত তা এখনও স্পষ্ট হয়নি। তবে নিহতের পরিবারের সদস্যদের আশঙ্কা এই খুনের নেপথ্যে দলের গোষ্ঠী কোন্দল থাকতে পারে। সবদিক খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 

আরও পড়ুন- Mithun Chakraborty: BJP-র মঞ্চ থেকেই মিঠুনের 'পকেটমারি', মানিব্যাগ খুইয়ে বেজায় ফ্যাসাদে মহাগুরু!

police Bhatpara Shootout
Advertisment