Happy Holi 2025: 'আদায় কাঁচকলায়' সম্পর্ক সরিয়ে ফুরফুরে মেজাজে ফ্রেমবন্দী সুজিত-সব্যসাচী, মাতলেন হোলির আনন্দে

Happy Holi 2025: বিধাননগরে রঙের উৎসবে একই মঞ্চে হাজির রাজ্যের মন্ত্রী সুজিত বসু ও বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্ত। মাথায় পাগরি পরে নাচ করতেও দেখা গেল দুই প্রতাপশালী তৃণমূল নেতাকে।

Happy Holi 2025: বিধাননগরে রঙের উৎসবে একই মঞ্চে হাজির রাজ্যের মন্ত্রী সুজিত বসু ও বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্ত। মাথায় পাগরি পরে নাচ করতেও দেখা গেল দুই প্রতাপশালী তৃণমূল নেতাকে।

author-image
Joyprakash Das
আপডেট করা হয়েছে
New Update
Grand Holi Mahotsav sujit bose and sabyasachi dutta

'আদায় কাঁচকলায়' সম্পর্ক সরিয়ে ফুরফুরে মেজাজে ফ্রেমবন্দী সুজিত-সব্যসাচী, মাতলেন হোলির আনন্দে

Happy Holi 2025: বিধাননগরে রঙের উৎসবে একই মঞ্চে হাজির রাজ্যের মন্ত্রী সুজিত বসু ও বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্ত। মাথায় পাগরি পরে নাচ করতেও দেখা গেল দুই প্রতাপশালী তৃণমূল নেতাকে। ফুরফুরে মেজাজেই ছিলেন দুজনে। 

Advertisment

ব্যক্তিগত দূরত্ব সরিয়ে রঙের উৎসবে এক মঞ্চে হাজির হলেন রাজ্যের মন্ত্রী সুজিত বসু ও বিধাননগরের চেয়ারম্যান সব্যসাচী দত্ত। একসঙ্গে গানের তালে কিছুটা নাচেন দুজনে। আবিরও মাখেন তাঁরা। এই উৎসবে বহু মানুষ ভিড় জমিয়েছিলেন।

'চ্যাংদোলা মন্তব্যের' পর ফের হুঙ্কার, রামনবমীতে এক কোটি হিন্দুকে মাঠে নামার ডাক শুভেন্দুর

শুক্রবার দোলের দিন সকালে করুণাময়ী মেলা প্রাঙ্গণে রঙের উৎসবের আয়োজন করা হয়। গানে গানে রঙের খেলায় মেতে ওঠে ছোট বড় সকলে। করুণাময়ী মেলা মাঠে একই সময়ে উপস্থিত হন রাজ্যের মন্ত্রী সুজিত বসু এবং বিধাননগর কর্পোরেশনের চেয়ারম্যান সব্যসাচী দত্ত। একসঙ্গে দুজনে মঞ্চে। গানের তালে বেশ কিছুটা নাচের প্রচেষ্টাও ছিল তাঁদের। বেশ অনেকটা সময় একসঙ্গেই মঞ্চে থাকেন তাঁরা। রাজনৈতিক মহলে তাঁদের মধ্যে ব্যক্তিগত দূরত্বের জল্পনা শোনা গেলেও এদিনের মঞ্চে একেবারেই ভিন্ন চিত্র ধরা পড়ে।

Advertisment

'দেশবাসীর মধ্যে ঐক্যের রঙ আরও গভীর হোক', হোলিতে বিশেষ শুভেচ্ছা মোদী-মুর্মু-মমতার

সুজিত বসু বলেন, "সব ধর্ম ও বর্ণের মানুষ এক সঙ্গে হোলি উৎসব পালন করছি। বাংলায় সৌহার্দ্য ও সম্প্রীতির সঙ্গে উৎসব পালন করা হয়।" সব্যসাচী দত্ত বলেন, "বিধানসভা বা লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে নয়, সবাই মিলে আমরা আনন্দের সঙ্গে রঙের উৎসব পালন করে থাকি।"

Sujit Basu Sabyasachi Dutta