/indian-express-bangla/media/media_files/2024/11/12/iViH7Kfi99T0TBEvAJZG.jpg)
Sealdah Court rg kar case Verdict: আরজি কর কাণ্ডে এর আগে শনিবারই সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছিল শিয়ালদহ আদালত।
Sealdah Court RG Kar Doctor Rape and Murder Case Verdict: সোমবার আরজি কর কাণ্ডে সাজা ঘোষণা (rg kar case verdict)। সঞ্জয় রায়ের (Sanjay Roy) মৃত্যুদণ্ডও হতে পারে। তবে সত্যিই যদি সঞ্জয়ের মৃত্যুদণ্ড হয় তবে তাঁর ডাক করতে পারে বলে মনে করছেন নাটা মল্লিকের পুত্র মহাদেব মল্লিক। ২০০৪ সালে হেতাল পারেখ হত্যা মামলায় দোষী সাব্যস্ত হয়েছিলেন ধনঞ্জয় চট্টোপাধ্যায়কে। সেই ধনঞ্জয়ের মৃত্যুদণ্ডের সাজা হয়েছিল। ধনঞ্জয়কে মহাদেব মল্লিকের বাবা নাটা মল্লিকই ফাঁসিতে ঝুলিয়েছিলেন।
বহু প্রতীক্ষিত আরজি কর কাণ্ডের (RG Kar Case) সাজা ঘোষণা হতে চলেছে সোমবার দুপুরে। কেউ কেউ বলছেন সঞ্জয়কে মৃত্যুদণ্ড দিতে পারেন বিচারক। সেক্ষেত্রে সঞ্জয় রায়ের ফাঁসির আদেশ হলে ডাক করতে পারে নাটা মল্লিকের পুত্র মহাদেব মল্লিকের। অন্তত এমনটাই মনে করছেন নাটা মল্লিকের ছেলে।
একটি
সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, সঞ্জয় রায়ের ফাঁসির আদেশ হলে তাঁর ডাক পড়তে পারে। সে ক্ষেত্রে তাঁকে যদি সঞ্জয়কে ফাঁসিকাঠে ঝোলাতে বলা হয় তাহলে তাঁর হাত কাঁপবে না।
এদিকে, দোষী সাব্যস্ত হওয়ার পর শনিবার জেলে ফেরার পর থেকেই সঞ্জয়ের সেলে বসেছিল বাড়তি ক্যামেরা। জেল সূত্রে খবর, রবিবার দিনভর জেলের কর্মীদের প্রশ্নে-প্রশ্নে জেরবার করেছে সঞ্জয়। ফাঁসিকাঁঠটা ঠিক কোন দিকে, ফাঁসির বিরুদ্ধে আবেদন করতে গেলে কী কী ভাবে এগোতে হয়, এমনই সব প্রশ্ন করেছে সঞ্জয় রায়।
তবে সঞ্জয়কে কোনও প্রশ্নেরই উত্তর দেননি জেলকর্মীরা। শনিবার রাতেই সঞ্জয় রায়ের শারীরিক পরীক্ষা করে গিয়েছিলেন চিকিৎসকরা। স্বাস্থ্য পরীক্ষা হয়েছে জেলে। রবিবারও সঞ্জয়ের স্বাস্থ্য পরীক্ষা হয়েছে প্রেসিডেন্সি জেলে। তবে রবিবার সঞ্জয়ের চোখে-মুখে উদ্বেগের ছাপ ছিল স্পষ্ট।