West Bengal Panchayat Election Results: গ্রামীণ বাংলার রায় তৃণমূলেই। পঞ্চায়েত ভোটের ত্রিস্তরেই নজরকাড়া সাফল্য ঝুলিতে পুরেছে জোড়া-ফুল শিবির। মঙ্গলবার দিনভর গণনার শেষে মানুষের এই সমর্থন নিয়ে মুখ খোলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। টুইটে তিনি লেখেন, "নো ভোট টু মমতা’কে ‘নাও ভোট ফর মমতা করার জন্য সাধারণ মানুষকে ধন্যবাদ।'
পঞ্চায়েত ভোটের আগে 'বাইরন মডেলের' তত্ত্ব বাতলেছিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। বুধবার কালনার সহজপুরে তার বাস্তবায়ণ দেখা গেল। কালনার কাকুরিয়া পঞ্চায়েতে সিপিএমের প্রার্থী হিসেবে গ্রাম সভার আসনে জিতেই তৃণমূলের যোগদান করলেন সহজপুরের ১৬৯ সংসদ থেকে ২৩ ভোটে জেতা সিপিএম প্রার্থী গীতা হাঁসদা। মুর্শিদাবাদের লালগোলায় জয় পেলেন আসাদউদ্দীন ওয়েইসির মিম বা এআইএমআইএম প্রার্থী।
নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর বুথে জয় পেয়েছেন বিজেপি প্রার্থী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মামার বাড়ি বীরভূমের রামপুরহাট ১ নম্বর ব্লকের কুশুম্বা গ্রামে জয়ী বিজেপির প্রার্থীরা। জানালেন দুর্নীতির বিরুদ্ধে মানুষের এই জয় তাঁদের। অন্যদিকে ভাঙড়ের পোলেরঘাট ২ নম্বর গ্রাম পঞ্চায়েত ছাতছাড়া হল তৃণমূলের। এদিন ফল ঘোষণার পরে আরাবুল ইসলাম বলেন, 'পোলেরহাট ২ গ্রাম পঞ্চায়েত ছাড়া বাকি সব ৯টা পঞ্চায়েতেই তৃণমূল বোর্ড গঠন করবে৷ একটাতে আমরা হেরেছি, ২টো, ৪টে, ৫টা ভোটে হেরেছি হতেই পারে৷'
গণনার দিনও শুরু থেকেই আশান্তির খবর এসেছে। কোচবিহারে গ্রেফতার হয়েছেন এক তৃণমূল প্রার্থী। বর্ধমানের জামালপুরে আটক করা হয়েছে শাসক দলের এক প্রার্থীকে। তাঁদের বিরুদ্ধে ব্যালটে কালি ও ছিনতাইয়ের অভিযোগ রয়েছে। হাওড়ার বালিতে নর্দমা থেকে উদ্ধার সিপিএমের প্রতীকে ছাপ মারা ব্যালট। বনগাঁয় শাসক-বিরোধী সংঘর্ষে মাথা ফেটেছে দুই তৃণমূল কর্মীর। কাটোয়া, ডায়মন্ড হারবার, ব্যারাকপুর সহ একাধিক জায়গা থেকে বিরোধী এজেন্টদের গণনা কেন্দ্রে ঢুকতে বাধা, মারধর, পরিচয় পত্র কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে। সব ক্ষেত্রেই কাঠগড়ায় তোলা হয়েছে তৃণমূলকে। এদিন সকালে ফকিরচাঁদ কলেজের সামনে মুড়িমুড়কির মতো বোমা পড়ে। বিরোধীদের অভিযোগ, তাদের লক্ষ্য করে এই বোমাবাজি করছে শাসকদল তৃণমূল। এর প্রতিবাদে রাস্তা অবরোধ করেলে এসএফআই রাজ্য সভাপতি প্রতীক-উর রহমানকে গ্রেফতার করা হয়। আটক করা হয়েছে বেশ কয়েকজন কংগ্রেস ও আইেসএফ কর্মীকেও। উত্তর ২৪ পরগনার আমডাঙায় চণ্ডীগড় গ্রাম পঞ্চায়েতের ৫৭ নং বথের বাম প্রার্থী কুতুবউদ্দিনকে গণনা কেন্দ্রের সামনে থেকে অপহরণ করার অভিযোগ উঠেছে। কাঠগড়ায় তোলা হচ্তৃছে তৃণমূলকে। অন্যদিকে, বীরভূমের নানুরে গণনা কেন্দ্রে কংগ্রেস এবং বাম কাউন্টিং এজেন্টকে ঢুকতে না দেওয়ার অভিযোগে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বামেরা।
সকাল থেকেই রাজ্যের একাধিক জায়গা থেকে এসেছে নানা অশান্তির খবর। যেগুলো নথিভুক্ত করা হয়েছে কমিশনের কাছে। এ নিয়ে প্রশ্ন করা হলে দফতের এসে কমিশনার রাজীব সিনহা বলেছেন, 'আমাদের কাছে অশান্তির অভিযোগ আসছে। আমরা পদক্ষেপ করছি।'
আরও পড়ুন- মুখ পোড়ালেন মমতার কাছের দুই মন্ত্রী! নাকের ডগার পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
আরও পড়ুন- লজ্জায় মাথা হেঁট আরাবুলের! ভাঙড়ে ভোটের ফল শুনেই যা বললেন…
আরও পড়ুন- কেষ্টকে কেস খাইয়েছিলেন! তাও শিবঠাকুরের স্ত্রীকেই প্রার্থী করে তৃণমূল, ফল কী হল?
আরও পড়ুন- টেনে ছেঁড়া হল BJP-র মহিলা প্রার্থীর পোশাক, অভিযুক্ত TMC, দেখুন নক্কারজনক ভিডিও
আরও পড়ুন- ‘ভোট চুরির শেষ মরিয়া চেষ্টা তৃণমূলের’, এলাকা ধরে ধরে সাংঘাতিক অভিযোগ শুভেন্দুর!
আরও পড়ুন- ‘প্রতি পাপীর ভবিষ্যৎ রয়েছে’, দিল্লি থেকে ফিরেই বিস্ফোরক রাজ্যপাল, কীসের ইঙ্গিত?
আরও পড়ুন- ‘প্রতিবাদের শাস্তি’, গ্রেফতার বাম ছাত্রনেতা প্রতীক-উর রহমানhttps://bengali.indianexpress.com/west-bengal/what-did-partha-chaterjee-say-about-tmc-big-win-in-panchayat-election-645494/
আরও পড়ুন- পঞ্চায়েতে বিপুল জয়ের পথে তৃণমূল, তবু আক্ষেপ জেলবন্দি পার্থর! কী বললেন?
-
Jul 11, 2023 19:04 ISTNO VOTE TO MAMATA' প্রচারাভিযান এবার 'NOW VOTE FOR MAMATA: অভিষেক
গ্রাম বাংলার ভোট তৃণমূলের প্রতি আস্থা রেখেছে মানুষ। আপ্লুত অভিষেক বন্দ্যোপাধ্যায়। টুইটে তিনি লিখেছেন, "বিজেপি, সিপিআইএম এবং কংগ্রেসের সম্মিলিত বিরোধিতা ও কিছু সংবাদ মাধ্যমের প্রচার আজ ফ্যাকাশে। তৃণমূল পরিচালিত রাজ্য সরকারকে হেয় করার জন্য ভিত্তিহীন ও বিদ্বেষপূর্ণ প্রচারা অভিযানও ভোটারদের প্রভাবিত করতে পারেনি! 'NO VOTE TO MAMATA' প্রচারাভিযানকে 'NOW VOTE FOR MAMATA'-এ রূপান্তর করার জন্য জনগণের কাছে কৃতজ্ঞ৷ তৃণমূলের নবজোয়ারের প্রতি অটল সমর্থন সহ, আমাদের অবশ্যই বিরাট জনাদেশ মিলেছে। যা আগামী লোকসভা নির্বাচনের পথ প্রশস্ত করবে। বাংলা, তোমার উজার করা ভালোবাসার জন্য ধন্যবাদ।"
Grateful to the people for converting Oppn’s ‘NO VOTE TO MAMATA’ campaign to ‘NOW VOTE FOR MAMATA.’
— Abhishek Banerjee (@abhishekaitc) July 11, 2023
With unwavering support to #TrinamooleNaboJowar, we'll surely have a roaring mandate, paving the way for LS elections. Bengal, I thank you for all the love. #GramBanglayTMC (2/2) -
Jul 11, 2023 18:42 ISTলাল ঝান্ডার জয়
পূর্ব বর্ধমানের রায়না ১ ব্লকের পলাশন পঞ্চায়েত ১০-৮ ব্যবধানে জয়লাভ করল সিপিএম।
-
Jul 11, 2023 18:24 ISTসাংসদ মিমি'র কোন মামির বাজিমাত?
চক্রবর্তী পরিবারের তিন জায়ের লড়াইয়ে বাজিমাত করলেন ছোট জন। জলপাইগুড়িতে পঞ্চায়েত ভোটে দুই জা-কে হারিয়ে জয় পেলেন পুনম চক্রবর্তী। তিনি সম্পর্কে তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তীর মামি। জয়ের খবর শুনে মামিকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন যাদবপুরের তৃণমূল সাংসদ।
-
Jul 11, 2023 18:04 ISTমনমরা বাবুল ! কেন?
পঞ্চায়েতে জয়ী তৃণমূল। কিন্তু মনমরা মন্ত্রী বাবুল সুপ্রিয়। বললেন, ‘তৃণমূল তো এমনিতেই জিতত। গন্ডাগোল যে জায়গাগুলিতে হয়েছে তার দরকার ছিল না। আমাদের নীচুতলরা কর্মীদের বুঝতে হবে মুখ্যমন্ত্রী যে প্রকল্পগুলি চালু করেছেন তাতে সাধারণ মানুষ এমনিতেই খুশি। তাঁরা এমনিতেই তৃণমূলকে ভোট দিতেন। এই ধরনের পরিস্থিতি তৈরি করার দরকার ছিল না।’ পড়ুন বিস্তারিত
-
Jul 11, 2023 17:56 ISTমমতার মন্ত্রীর লজ্জা!
তৃণমূলকে হারিয়ে ফ্রেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের দখল নিল বিজেপি। সাগর বিধানসভার মধ্যেই পড়ে এই পঞ্চায়েত। এখানকার বিধায়ক সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা। স্বাভাবিকভাবেই এই পঞ্চায়েতে শাসকদলের হার নিয়ে চর্চা বাড়ছে। পড়ুন বিস্তারিত
-
Jul 11, 2023 17:52 ISTঅন্য সুর পার্থর!
পঞ্চায়েত ভোটে বড় জয়ের পথে তৃণমূল কংগ্রেস। যা নিয়ে বুধবার মুখ খুললেন একদা দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। এদিন আলিপুর আদালতে পেশ করা হয়েছিল এসএসসি শিক্ষক নিয়োগকাণ্ডে ধৃত রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে। আদালতে ঢোকার সময় তৃণমূলের জয় নিয়ে আশাপ্রকাশ করে তিনি। দলীয় নেতৃত্বেরও প্রশংসা করেন। কিন্তু, তার কয়েক ঘন্টা পরই সুর বদল করেন পার্থ। কিছুটা আক্ষেপের সুরেই বলেন, ‘মা-মাটি-মানুষের জয় মৃত্যুহীন হলেই ভাল হত।’ পড়ুন বিস্তারিত
-
Jul 11, 2023 16:59 ISTনবাবের জেলায় জিতল আসাদউদ্দীন ওয়েইসির মিম
মুর্শিদাবাদে জয় পেলেন আসাদউদ্দীন ওয়েইসির মিম বা এআইএমআইএম। লালগোলা বিধানসভা ৬১ দেওয়ান সরাই গ্রাম পঞ্চায়েতের ৬১ নম্বর বুথে জয়ী হয়েছেন মিম প্রার্থী।
-
Jul 11, 2023 16:52 ISTময়নায় বিস্ফোরক, গুরুতর জখম বৃদ্ধ
পূর্ব মেদিনীপুরের ময়নার বাকচায় বোমা বিস্ফোরণে জখম হলেন এক বৃদ্ধ। গুরুপদ ভুঁইয়া নামের ওই বৃদ্ধকে গুরুতর জখম অবস্থায় তমলুক জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরিবার সূত্রে খবর, মঙ্গলবার দুপুরে বাঁশবাগানে বাঁশ কাটতে গিয়েছিলেন ওই বৃদ্ধ। সেখানে বোমা রাখা ছিল। বাঁশ কাটার সময় ওই বোমা ফেটে যায়। তার জেরে গুরুতর জখম হন ওই বৃদ্ধ।
-
Jul 11, 2023 16:50 ISTমন্ত্রীর বুথে হার তৃণমূলের
মন্ত্রী সাবিনা ইয়াসমিনের বুথে হারল তৃণমূল। মালদহের মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের কালিয়াচক ১ নম্বর পঞ্চায়েতের ১৮৪ নম্বর বুথ। ওই বুথে তৃণমূলের প্রার্থী ছিলেন হাসিদুর রহমান। কংগ্রেস প্রার্থী মাহতাব শেখ জয়ী হয়েছেন ১১০ ভোটে।
-
Jul 11, 2023 16:28 ISTচটে লাল রাজীব সিনহা
কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল, কিন্তু তাও ভোটের দিন রাজ্যের ১০ হাজারের বেশি বুথে কেন্দ্রীয় বাহিনী দিতেই পারেনি সরকার। যা নিয়েই আগেই কমিশন ও বিএসএফ কর্তাদের মধ্যে চাপানউতোর হয়েছে। একে অপরকে দুষেছে। গণনার দিন ফের উত্তাপ ছড়াল এই ইস্যুতে। বাহিনী না থাকায় এদিন ফের কেন্দ্রকেই দুষলেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। স্পর্শকাতর বুথের তালিকা নিয়ে বিএসএফের অভিযোগও উড়িয়ে দিয়েছেন দিয়েছেন কমিশনার। পড়ুন বিস্তারিত
-
Jul 11, 2023 16:02 ISTবিজেপি বিধায়কের গাড়ি ভাঙচুর
শালতোড়ায় বিজেপি বিধায়ক চন্দনা বাউরির গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ। মঙ্গলবার নেতাজি সেন্টেনারি কলেজে গণনার সময় বিজেপি শিবিরের পাশে নিজের গাড়ি দাঁড় করিয়ে বসেছিলেন বিধায়ক। সেই সময় আচমকাই বেশ কয়েকজন তৃণমূল কর্মী পাথর ছুড়তে শুরু করে বলে অভিযোগ।
ঘটনায় আহত হন বেশ কয়েকজন বিজেপি কর্মী। চন্দনা বাউরির অভিযোগ, তাঁর গাড়ি ও একাধিক বিজেপি কর্মীর গাড়ি ভাঙচুর চালানো হয়েছে। তৃণমূল কর্মীরা পরিকল্পিতভাবেই বিজেপি শিবিরের উপর এই হামলা চালিয়েছে বলে দাবি করেছেন তিনি।
-
Jul 11, 2023 15:44 ISTগণনায় কেমন ফল বিরোধীদের?
এখনও পর্যন্ত যা আভাস তাতে রাজ্যের বিভিন্ন জেলায় গ্রাম পঞ্চায়েতে প্রচুর আসনে এগিয়ে রয়েছে তৃণমূল। বিজেপি রয়েছে দ্বিতীয় অবস্থানে। তবে প্রথম তালিকায় থাকা তৃণমূলের সঙ্গে বিস্তর ফারাক রয়েছে তৃণমূলের। তৃতীয় স্থানে রয়েছে সিপিআইএম। একনজরে দুপুর আড়াইটে পর্যন্ত গণনার প্রবণতা।
* তৃণমূল জয়ী ৮২৩২, এগিয়ে ২৭১২। মোট ১০,৯৪৪টি আসনে।
* বিজেপি জয়ী ১৭১৪, এগিয়ে ৭৩৪টিতে। মোট ২,৪৪৮টি আসন
* সিপিআইএম জয়ী ৫৯৯টি, এগিয়ে ৫৩১টি আসন। মোট ১,১৩০টি আসন
* কংগ্রেস জয়ী ৩৬২টি আসনে, এগিয়ে ২১৫টি আসন। মোট ৫৭৭টি আসন।
* এনসিপি জয়ী একটি আসনে। ফরওয়ার্ড ব্লক জয়ী ১৫টি,
এগিয়ে ১৬টি আসনে। মোট ৩১টি -
Jul 11, 2023 15:37 ISTবিজেপি বিধায়কের গাড়ি ভাঙচুর
শালতোড়ায় বিজেপি বিধায়ক চন্দনা বাউরির গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ। মঙ্গলবার নেতাজি সেন্টেনারি কলেজে গণনার সময় বিজেপি শিবিরের পাশে নিজের গাড়ি দাঁড় করিয়ে বসেছিলেন বিধায়ক। সেই সময় আচমকাই বেশ কয়েকজন তৃণমূল কর্মী পাথর ছুড়তে শুরু করে বলে অভিযোগ।
ঘটনায় আহত হন বেশ কয়েকজন বিজেপি কর্মী। চন্দনা বাউরির অভিযোগ, তাঁর গাড়ি ও একাধিক বিজেপি কর্মীর গাড়ি ভাঙচুর চালানো হয়েছে। তৃণমূল কর্মীরা পরিকল্পিতভাবেই বিজেপি শিবিরের উপর এই হামলা চালিয়েছে বলে দাবি করেছেন তিনি।
-
Jul 11, 2023 15:35 ISTগণনাতেও হিংসা
পঞ্চায়েত নির্বাচনের গণনার দিনেও হিংসা অব্যাহত। ভোটের দিন একাধিক মৃত্যুর খবর সামনে এসেছিল। মঙ্গলবার গণনার দিনও আহত হয়েছেন অনেকে। দুপুর দেড়টা পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, এদিন গোটা রাজ্যে আহত হয়েছেন ৬১ জন, উদ্ধার হয়েছে ৭৬টি তাজা বোমা। একটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে মোট ১১ জনকে।
-
Jul 11, 2023 15:24 ISTকাস্তে হাতুড়ি তারা প্রতীকে জিতেই ঘাস-ফুলে যোগদান প্রার্থীর
কালনার কাকুরিয়া পঞ্চায়েতে সিপিএমের প্রার্থী হিসেবে গ্রাম সভার আসনে জিতেই তৃণমূলের যোগদান। সহজপুরের ১৬৯ সংসদ থেকে সিপিএম প্রার্থী গীতা হাঁসদা ২৩ ভোটে সিপিএমের হয়ে জয়লাভ করেন। মোট ১৮ টি আসনের মধ্যে তৃণমূল ১৭ টি আসনেই জয়লাভ করেছিল, একটি আসনে কেবলমাত্র সিপিএম জয় লাভ পায়। কিন্তু সেই প্রার্থীই গণনা কেন্দ্র থেকে বেরিয়ে আসার পরই তৃণমূলের যোগদান করলেন। কেন দলবদল? জয়ী গীতা হাঁসদা বলেন 'আগে আমি তৃণমূলটাই করতাম। কিছু রাগের কারণে সিপিএমে যোগদান করেছিলাম। ফের তৃণমূল কংগ্রেসের যোগদান করলাম।' চাপের কারণে সিপিএম থেকে তৃণমূল কংগ্রেসের যোগদানের যে দাবি বামেরা করছে তা উড়িয়ে দিয়েছে শাসক দল।
-
Jul 11, 2023 15:11 ISTকাস্তে হাতুড়ি তারা প্রতীকে জিতেই ঘাস-ফুলে যোগদান প্রার্থীর
কালনার কাকুরিয়া পঞ্চায়েতে সিপিএমের প্রার্থী হিসেবে গ্রাম সভার আসনে জিতেই তৃণমূলের যোগদান। সহজপুরের ১৬৯ সংসদ থেকে সিপিএম প্রার্থী গীতা হাঁসদা ২৩ ভোটে সিপিএমের হয়ে জয়লাভ করেন। মোট ১৮ টি আসনের মধ্যে তৃণমূল ১৭ টি আসনেই জয়লাভ করেছিল, একটি আসনে কেবলমাত্র সিপিএম জয় লাভ পায়। কিন্তু সেই প্রার্থীই গণনা কেন্দ্র থেকে বেরিয়ে আসার পরই তৃণমূলের যোগদান করলেন। কেন দলবদল? জয়ী গীতা হাঁসদা বলেন 'আগে আমি তৃণমূলটাই করতাম। কিছু রাগের কারণে সিপিএমে যোগদান করেছিলাম। ফের তৃণমূল কংগ্রেসের যোগদান করলাম।' চাপের কারণে সিপিএম থেকে তৃণমূল কংগ্রেসের যোগদানের যে দাবি বামেরা করছে তা উড়িয়ে দিয়েছে শাসক দল।
-
Jul 11, 2023 14:17 ISTশিব পত্নীর অসাধ্য সাধন
অনুব্রত মণ্ডল নাকি তাঁকে খুনের চেষ্টা করেছিলেন, বীরভূম জেলা তৃণমূল সভাপতির বিরুদ্ধে এমনই গুরুতর অভিযোগ এনেছিলেন শিবঠাকুর মণ্ডল নামে এক তৃণমূলকর্মী। এবারের পঞ্চায়েত ভোটে সেই শিবঠাকুরের স্ত্রী দাঁড়িয়েছিলেন জোড়াফুলের টিকিটে। তিনি জয়ী হয়েছেন। অন্যদিকে, দিন কয়েক আগে এনআইএ-র হাতে গ্রেফতার হওয়া নলহাটির তৃণমূল প্রার্থীও জয়ী হয়েছেন। পড়ুন বিস্তারিত
-
Jul 11, 2023 14:13 ISTআরাবুলের ম্যাজিক ফিনিশ?
ভাঙড়ের পোলেরঘাট ২ নম্বর গ্রাম পঞ্চায়েত ছাতছাড়া হল তৃণমূলের। এদিন ফল ঘোষণার পরে আরাবুল ইসলাম বলেন, 'পোলেরহাট ২ গ্রাম পঞ্চায়েত ছাড়া বাকি সব ৯টা পঞ্চায়েতেই তৃণমূল বোর্ড গঠন করবে৷ একটাতে আমরা হেরেছি, ২টো, ৪টে, ৫টা ভোটে হেরেছি হতেই পারে৷'
-
Jul 11, 2023 14:13 ISTমমতার মামার বাড়ির গ্রামে জয়ী বিজেপি
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মামার বাড়ি বীরভূমের রামপুরহাট ১ নম্বর ব্লকের কুশুম্বা গ্রামে জয়ী বিজেপির প্রার্থীরা। জানালেন দুর্নীতির বিরুদ্ধে মানুষের এই জয়।
-
Jul 11, 2023 14:12 ISTসিপিএম 'জিততে'ই প্রার্থীকে গলা ধাক্কা তৃণমূলের
সিপিএমের জয়ী প্রার্থীর ফলাফল কেড়ে নিয়ে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়ার অভিযোগ উঠলো পূর্ব বর্ধমানের মেমারিতে। মেমারির ১ নম্বর ব্লকের
দেবীপুর গ্রাম পঞ্চায়েতের ৮০ নম্বর বুথে সিপিএমের প্রার্থী সনকা ক্ষেত্রপালের দাবী,তিনি গণনায় ৫৩ ভোটে জয়ী হন। পরাজিত হয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী। জেতার পর তৃণমূল কংগ্রেসের কয়েকজন মহিলা ও পুরুষ তার হাত থেকে ফলাফল কেড়ে নেয়। এমনকী তাঁকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়। বাধা দিলে বলা হয় ছাদ থেকে ফেলে দেওয়া হবে। পুলিশ থাকলেও সাহায্য করেনি বলে সনকা ক্ষেত্রপালের অভিযোগ। তবে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস।
রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন, 'মিথ্যা অভিযোগ। হেরে গিয়ে আজেবাজে কথা বলছে সিপিএম প্রার্থী।'
-
Jul 11, 2023 13:50 ISTজিতলেন সাংসদ সৌমিত্র খাঁর প্রাক্তন স্ত্রী সুজাতা
বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডল বাঁকুড়ার জেলা পরিষদের নির্বাচনে জয় পেলেন। বাঁকুড়ার জয়পুর থেকে জেলা পরিষদের তৃণমূল প্রার্থী হয়েছিলেন সুজাতা। প্রায় ১৮ হাজার ভোটের ব্যবধানে জিতেছেন সুজাতা মণ্ডল।
-
Jul 11, 2023 13:48 ISTগুণধর সব তৃণমূল প্রার্থীরা
ভয়ঙ্কর অভিযোগ, ব্যালটে কালি ছেটানোর অভিযোগে গ্রেফতার করা হল কোচবিহারের ১ নম্বর ব্লকের ফলিমারি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রার্থীকে রিঙ্কু রায় রাজভর-কে।
অন্যদিকে হেরে যাচ্ছে দেখে গণনা কেন্দ্র থেকে দু’বান্ডিল ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে পালাতে গিয়ে কেন্দ্রীয় বাহিনীর হাতে ধরা পড়লো তৃণমূলের প্রার্থী। তার নাম রুপসোনা মল্লিক। তিনি পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের পাঁচরা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রার্থী। পড়ুন বিস্তারিত
-
Jul 11, 2023 13:24 ISTজামালপুরে তুলকালাম
হেরে যাচ্ছে দেখে গণনা কেন্দ্র থেকে দু বান্ডিল ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে পালাতে গিয়ে কেন্দ্রীয় বাহিনীর হাতে ধরা পড়লো তৃণমূলের প্রার্থী। তার নাম রুপসোনা মল্লিক। তিনি পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের পাঁচরা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রার্থী। তল্লাশিতে তার কাছ থেকে দু বান্ডিল ব্যালট পেপার মেলে। এরপরেই তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ওই তৃণমূল প্রার্থীকে আটক করে জামালপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে।
-
Jul 11, 2023 12:56 ISTএখনও পর্যন্ত কে এগিয়ে, কে পিছিয়ে
গ্রাম পঞ্চায়েতের ৩,৩১৭ টি আসনের মধ্যে ৪২৩টি আসনে এগিয়ে তৃণমূল কংগ্রেস। বিজেপি ৬ টি আসনে এগিয়ে। বামেরা ৩ টি আসনে এগিয়ে অন্যদিকে নির্দল প্রার্থী এগিয়ে রয়েছেন ২৮ টি আসনে।
-
Jul 11, 2023 12:54 ISTজয়ের উল্লাস
গ্রাম পঞ্চায়েতের ভোট এগিয়ে তৃণমূল। ইতিমধ্যেই জয় এসেছে বড় সংখ্যায়। জয়ের উল্লাসে তৃণমূল কর্মী, সমর্থকরা।
ছবি- শশী ঘোষ
-
Jul 11, 2023 12:53 ISTশুভেন্দুর বুথে উড়ল পদ্ম পতাকা
নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর বুথে জয় পেল বিজেপি।
-
Jul 11, 2023 12:52 ISTজয়ের উল্লাস
গ্রাম পঞ্চায়েতের ভোট এগিয়ে তৃণমূল। ইতিমধ্যেই জয় এসেছে বড় সংখ্যায়। জয়ের উল্লাসে তৃণমূল কর্মী, সমর্থকরা।
ছবি- শশী ঘোষ
ছবি- শশী ঘোষ
-
Jul 11, 2023 12:52 ISTজয়ের উল্লাস
গ্রাম পঞ্চায়েতের ভোট এগিয়ে তৃণমূল। ইতিমধ্যেই জয় এসেছে বড় সংখ্যায়। জয়ের উল্লাসে তৃণমূল কর্মী, সমর্থকরা।
ছবি- শশী ঘোষ
ছবি- শশী ঘোষ
-
Jul 11, 2023 12:25 ISTবালিতে নর্দমা থেকে উদ্ধার সিপিআইএমের প্রতীকে ছাপ মারা ব্যালট
বুধবার গণনার দিন বেলা বাড়তেই হাওড়ার বালিতে ধুন্ধুমার। বালি দুর্গাপুর পল্লীমঙ্গল বিদ্যামন্দিরের সামনে বচসা বাধে সিপিএম এবং তৃণমূলের। সিপিআইএমের অভিযোগ, গণনাকেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না বিরোধী দলের এজেন্টদের। তারপরই দেখা যায়, সিপিআইএমের প্রতীকে ছাপ মারা ব্যালট পড়ে রয়েছে গণনাকেন্দ্রের বাইরে! গণনাকেন্দ্র থেকে ব্যালট ফেলে দেওয়ার অভিযোগ তুলে সরব বামেরা। তাদের দাবি, জানালা দিয়ে গণনা কেন্দ্রের বাইরে নর্দমায় ফেলা হয়েছে কাস্তে হাতুড়ি চিহ্নে ছাপ মারা ব্যালট। এরপর ব্যালট পেপার উদ্ধার করে গণনাকেন্দ্রে ঢোকার চেষ্টা করেন সিপিআইএম কর্মী সমর্থকরা। এলাকায় তুমুল উত্তেজনা রয়েছে।
-
Jul 11, 2023 12:20 ISTফের হাইকোর্ট শুভেন্দু
ফের হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতা পঞ্চায়েত নির্বাচন ২০২৩-এ ৬০০০ বুথে পুনর্নির্বাচনের জন্য আবেদন জানান। ছবি দিয়ে প্রমাণ দেওয়া হয়েছিল বলে দাবি তাঁর। কিন্তু তা নিয়ে নির্বাচন কমিশন কোনও পদক্ষেপ করেনি বলে অভিযোগ শুভেন্দুর। সে কারণে ফের হাইকোর্টে মামলা দায়েরের আবেদন করেছেন তিনি। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম।
-
Jul 11, 2023 12:19 ISTফের হাইকোর্ট শুভেন্দু
ফের হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতা পঞ্চায়েত নির্বাচন ২০২৩-এ ৬০০০ বুথে পুনর্নির্বাচনের জন্য আবেদন জানান। ছবি দিয়ে প্রমাণ দেওয়া হয়েছিল বলে দাবি তাঁর। কিন্তু তা নিয়ে নির্বাচন কমিশন কোনও পদক্ষেপ করেনি বলে অভিযোগ শুভেন্দুর। সে কারণে ফের হাইকোর্টে মামলা দায়েরের আবেদন করেছেন তিনি। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম।
-
Jul 11, 2023 12:14 ISTগ্রাম বাংলায় সবুজ ঝড়
পঞ্চায়ে একের পর এক গ্রাম পঞ্চায়েত দখল করছে তৃণমূল। এখনও পর্যন্ত ৩ হাজার ৩১৭টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ৬৮২টিই তৃণমূলের দখলে। ৬৬টি গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে। কংগ্রেসের দখলে ৪৮টি। ১৮টি গ্রাম পঞ্চায়েত দখল করেছে সিপিআইএম।
-
Jul 11, 2023 12:04 ISTবিরোধী প্রার্থীকে হেনস্থা, অভিযুক্ত পুলিশ
ব্যারাকপুর ১ এ বিজেপি প্রার্থী বরুণ সর্দারকে টেনে গণনা কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে।
-
Jul 11, 2023 12:02 ISTবিজেপি প্রার্থীর পোশাক ছেঁড়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
পঞ্চায়েত ভোটের দিন দিদিকে অশান্তির খবর সামনে অসছে। একাধিক জায়গায় বিরোধী দলের এজেন্টদের শাসক দল তৃণমূলের কর্মীরা মেরে গণনা কেন্দ্র থেকে বার করে দিচ্ছে বলে অভিযোগ। তবে সবচেয়ে অঘটন ঘটেছে হাওড়ায় অভিযোগ, বিজেপি প্রার্থী শ্রীমতি পুতুল গাইনের বস্ত্র ছিড়ে দিলো তৃণমূলের দুষ্কৃতীরা। মেরে মাথা ফাটিয়ে দেওয়া হলো বেশ কয়েকজন বিজেপি কর্মীরও।
-
Jul 11, 2023 11:59 ISTডায়মন্ড হারবার মডেল', সরব শুভেন্দু
গণনার দিন অশান্তি ডায়মন্ড হারবারে। যা নিয়েই টুইটে এদিন শুভেন্দু অধিকারী লিখেছেন, ‘গণনার দিনেও “ডায়মন্ড হারবার মডেল” পুরোদমে চলছে। তৃণমূলের গুন্ডারা বিজেপির কাউন্টিং এজেন্ট ও প্রার্থীদের বাধা দিয়ে ভোট চুরি করার শেষ মরিয়া চেষ্টা করছে। অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলোও গণনা হলে ঢুকতে পারেনি। তাঁদেরও ১-২ কিলোমিটার দূর থেকে যেতে নিষেধ করা হচ্ছে। কাউন্টিং এজেন্টদের ভয় দেখানোর জন্য বোমা ছোঁড়া হচ্ছে। তাঁদের নির্দয়ভাবে মারধর করা হচ্ছে, এমনকি অপহরণও করা হচ্ছে।’ পড়ুন বিস্তারিত
-
Jul 11, 2023 11:44 ISTমাথা ফাটল ২ তৃণমূল কর্মীর
মঙ্গলবার উত্তর ২৪ পরগনার বনগাঁয় গণনাকে কেন্দ্র করে তৃণমূল এবং বিরোধীদের মধ্যে প্রবল মারামারি হয়। এতে মাথা ফাটে ২ তৃণমূল কর্মীর।
-
Jul 11, 2023 11:20 ISTবিজেপি এজেন্টদের গণনা কেন্দ্রে মারধর, হেনস্থা
বাদুড়িয়ায় বিজেপি প্রার্থী এবং এজেন্টদের পুলিশের মদতে বলপূর্বক কাউন্টিং স্টেশন থেকে বের করে দেওয়া হয়েছে বলে অভিযোগ পদ্ম শিবিরের।
অভিযোগ, সাউথ বাওয়ালি গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রার্থীকেই বজবজ ২ নম্বর ব্লকের গণনা কেন্দ্র থেকে বাইরে বার করে দেওয়া হয়।
-
Jul 11, 2023 11:18 ISTএগিয়ে থাকায় বিজেপি এজেন্টকে 'মারধর', ব্যালট বাক্স 'ভাঙচুর',
বিষ্ণুপুর ২ ব্লকের বিদ্যানগর কলেজে বিজেপি এগিয়ে থাকাকালীন অবস্থায় তৃণমূলের প্রার্থীরা বিজেপি প্রার্থী ও এজেন্টদের উপর চড়াও হয় এবং ব্যালট বাক্স ভাঙচুর করেছে বলে অভিযোগ গেরুয়া বাহিনীর।
-
Jul 11, 2023 11:16 ISTবিরোধী প্রার্থীকে হেনস্থা, অভিযুক্ত পুলিশ
ব্যারাকপুর ১ এ বিজেপি প্রার্থী বরুণ সর্দারকে টেনে গণনা কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে।
-
Jul 11, 2023 10:57 ISTগণনাতেও অশান্তি, কী বললেন কমিশনার?
গণনা শুরু হওয়ার ২ ঘণ্টা পর দফতরে প্রবেশ করেছেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। সকাল থেকেই রাজ্যের একাধিক জায়গা থেকে এসেছে নানা অশান্তির খবর। যেগুলো নথিুভুক্সেত করা হয়েছে কমিশনের কাছে। এ নিয়ে প্রশ্ন করা হলে কমিশনার রাজীব সিনহা বলেছেন, 'আমাদের কাছে অশান্তির অভিযোগ আসছে। আমরা পদক্ষেপ করছি।'
-
Jul 11, 2023 10:35 ISTমুর্শিদাবাদে তৃণমূল প্রার্থীকে 'মারধর'
মুর্শিদাবাদের শামসেরগঞ্জে তৃণমূল ও কংগ্রেসের মধ্যে বোমাবাজির অভিযোগ উঠেছে। এতে ২জন জখম হয়েছেন বলে খবর।
অন্যদিকে হরিহরপাড়া থানা এলাকায় তৃণমূলের প্রার্থী এবং তাঁর স্বামীকে মারধরের অভিযোগ উঠেছে সিপিএমের বিরুদ্ধে।
-
Jul 11, 2023 10:20 ISTগ্রেফতার প্রতিকূর রহমান
ডায়মন্ড হারবারে এসএফআই রাজ্য সভাপতি প্রতিকূর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। জানিয়েছে এসএফআই নেতৃত্ব। ডায়মন্ড হারবারের ফকিরচাঁদ কলেজের সামনে এদিন সকাল থেকেই ব্যাপক বোমাবাজি চলে। অভিযোগ, বিরোধী এজেন্টদের ঢুকতে বাধা দেয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। প্রতিবাদে রাস্তা অবরোধর করে বাম কর্মীরা। সেই সময়ই গ্রেফতার করা হয় এসএফআই রাজ্য সভাপতি প্রতিকূর রহমানকে। বিস্তারিত পড়ুন
-
Jul 11, 2023 09:44 ISTএজেন্টদের বাধা, মারধর, থানার সামনে বিক্ষোভ বিজেপির
কাটোয়ায় বিজেপির বিক্ষোভ
-
Jul 11, 2023 09:37 ISTসিপিআইএম এজেন্টকে গাড়ি থামিয়ে 'মারধর'
পূর্ব বর্ধমানের কাটোয়া এক নম্বর ব্লকের কাউন্টিং সেন্টারে সিপিএম ও বিজেপির এজেন্টদের ঢুকতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ। আহত হয়েছেন এক সিপিআইএম সমর্থক। শ্রীখন্ড হাসপাতালে ভর্তি আহত। সিপিআইএমের অভিযোগ, গণনা কেন্দ্রের দিকে যাওয়ার সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের গাড়ি থামিয়ে মারধর করে, গাড়ি ভাঙচুরও করে।
-
Jul 11, 2023 09:18 ISTবিজেপি এজেন্টকে 'মারধর', কাঠগড়ায় তৃণমূল
ডায়মন্ড হারবারে গণনা কেন্দ্রের সামনে বিজেপির এজেন্টদের মারধর করে পরিচয় পত্র কেড়ে নিয়ে বের করে দিয়েছে বলে অভিযোগ। বোমা ছোড়া হয়েছে বলেও অভিযোগ বিজেপি শিবিরের। সব ঘটনা সামনে হলেও পুলিশ নীরব বলেই দাবি গেরুয়া বাহিনীর। এই গন্ডগোলের জন্য তৃণমূলকে দায়ী করা হয়েছে।
-
Jul 11, 2023 09:13 ISTকাউন্টিং এজেন্টকে 'মারধর'
কাটোয়া এক নম্বর ব্লকের ভি আই পি কলেজের গণনা কেন্দ্রে কড়া নিরাপত্তা। সকাল থেকেই নজরে এলো কেন্দ্রীয় বাহিনী ও ভিন রাজ্যের পুলিশের নিরাপত্তা বলায় মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা। তবুও দেখা যাচ্ছে এখানে কোন বিরোধীদের ক্যাম্প হয়নি। কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে তাদের ২ কাউন্টিং এজেন্টকে মারধর করা হয়েছে।
-
Jul 11, 2023 09:11 ISTগণনার দিনই আনন্দ বোসের ইঙ্গিতবাহী মন্তব্য
পঞ্চায়েত ভোটের দিন পরিস্থিতি খতিয়ে দেখতে পথে নেমেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। দিল্লি সফর সেরে আজই কলকাতায় ফিরছেন রাজ্যপাল। এরপরই পঞ্চায়েত ভোট প্রসঙ্গে মুখ খুলেছেন তিনি। গণনার দিন সকালে রাজ্যপালের সেই কড়া কথা অত্যন্ত ইঙ্গিতবাহী বলেই মনে করা হচ্ছে। পড়ুন বিস্তারিত
-
Jul 11, 2023 08:35 ISTডায়মন্ড হারবারে ব্যাপক বোমাবাজি
পঞ্চায়েত ভোট গণনার শুরুতেই ডায়মন্ড হারবারের ফকিরচাঁদ কলেজের সামনে মুড়িমুড়কির মতো বোমা পড়ল। বিরোধীদের অভিযোগ, তাদের লক্ষ্য করে এই বোমাবাজি করছে শাসকদল তৃণমূল।
-
Jul 11, 2023 08:32 ISTবারাবনিতে উত্তেজনা
বারাবনিতে গণনা কেন্দ্রের বাইরে তৃণমূল বিজেপি বচসা।
-
Jul 11, 2023 08:27 ISTআশান্ত নানুর
বীরভূমের নানুরে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ বামেদের। গণনা কেন্দ্রে কংগ্রেস এবং বাম কাউন্টিং এজেন্টকে ঢুকতে না দেওয়ার অভিযোগে প্রতিবাদ।