/indian-express-bangla/media/media_files/GlsYUdOJS15F3A0hOhhq.jpg)
বন্দে ভারত এক্সপ্রেস।
Vande Bharat: সামনেই শারদোৎসব। দুর্গাপুজোর আগে বাংলার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে এল বিরাট সুখবর। গতকালই নতুন ৬টি বন্দে ভারত ট্রেনে উদ্বোধন করে দেশবাসীকে বড় উপহার দিয়েছেন মোদী। তার মধ্যে তিনটি বন্দে ভারত এক্সপ্রেস ছুটছে বাংলা দিয়েই। ভিডিও কনফারেন্সের মাধ্যমে ট্রেনগুলিরও শুভ সূচনা করেছেন প্রধানমন্ত্রী।
দেশ পেল আরও ৬টি সেমি হাইস্পিড বন্দে ভারত ট্রেন। যাত্রার অভিজ্ঞতাকে আরও মসৃণ করে তুলতে দুরন্ত পদক্ষেপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। রবিবার ঝাড়খণ্ডের টাটানগর জংশন স্টেশন থেকে ৬টি নতুন বন্দে ভারত ট্রেনের উদ্বোধন করে উৎসবের মরসুমে দেশবাসীকে বিরাট উপহার দিয়েছেন নমো। এরাজ্যও পেয়েছে তিনটি বন্দে ভারত এক্স্পের। যাত্রা শুরু রউরকেল্লা-হাওড়া, ভাগলপুর-হাওড়া, গয়া-হাওড়া এক্সপ্রেস।
কোন কোন রুটের ৬টি বন্দে ভারত ট্রেনের উদ্বোধন করেছেন মোদী? দেখে নিন এক ঝলকে
১. টাটানগর-পাটনা
২. ব্রহ্মপুর-টাটানগর
৩. রাউরকেলা-হাওড়া
৪. দেওঘর-বারাণসী
৫. ভাগলপুর-হাওড়া
৬. গয়া-হাওড়া।
আরও পড়ুন- 'এটাও লাইভ হলে বুঝতে সুবিধা হতো', বিস্ফোরক অডিও প্রকাশে ডাক্তারদের খোঁচা কুণালের
আরও পড়ুন-Bengal Weather: এখনই কাটছে না দুর্যোগ, আজও কাঁপানো বৃষ্টি কোন কোন জেলায়? আবহাওয়ার উন্নতি কবে?
নতুন করে ৬টি বন্দে ভারতের উদ্বোধনের ফলে দেশের সেমি হাই স্পিড ট্রেনের সংখ্যা বেড়ে এখন ৬০। দেসের ২৪ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে ২৮০ টিরও বেশি জেলায় পরিষেবা দেবে বন্দে ভারত ট্রেন। গৃতকাল ঝাড়খণ্ডে মোদী ৬৬০ কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন রেল প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।