সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন রাজ্যে বাঙালিদের উপর হেনস্থার অভিযোগ উঠেছে বারবার। বিশেষ করে ভিনরাজ্যে কাজে গিয়ে প্রায়শই হেনস্থার মুখে পড়তে হচ্ছে বাঙালি পরিযায়ী শ্রমিকদের একটি বড় অংশকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টি নিয়ে সাম্প্রতিক সময়ে একাধিকবার সোচ্চার হয়েছেন। তৃণমূলের সাংসদরাও সংসদে ভিন রাজ্যে বাঙালি হেনস্থা নিয়ে সুর চড়া করেছেন। এবার বাংলা থেকে ভিনরাজ্যে কাজে গিয়ে সমস্যায় পড়লে যোগাযোগের জন্য বিশেষ হেল্পলাইন নম্বর চালু করেছে পশ্চিমবঙ্গ পুলিশ।
পশ্চিমবঙ্গ পুলিশের তরফে সোশ্যাল মিডিয়ায় এই ব্যাপারে লেখা হয়েছে, "বাংলা থেকে ভিনরাজ্যে কাজ করতে গিয়ে অনেকে নানা সমস্যার মুখে পড়ছেন এবং হেনস্থার শিকার হচ্ছেন বলে বিভিন্ন সূত্রে আমরা খবর পাচ্ছি। কিন্তু যাঁরা ভুক্তভোগী, তাঁদের বা তাঁদের পরিবারের লোকজন এই সমস্যার কথা কাকে জানাবেন, কীভাবে জানাবেন, সেই বিষয়ে ওঁদের কোনও স্পষ্ট ধারণা নেই।"
রাজ্য পুলিশ আরও জানিয়েছে, "বাংলা থেকে ভিনরাজ্যে কাজ করতে যাওয়া নাগরিকরা যদি কোনও ধরনের সমস্যায় পড়েন, তাঁদের বা তাঁদের পরিবারের কাছে আমাদের আবেদন, সঙ্গে সঙ্গে আপনার স্থানীয় থানায় জানান। জেলার কন্ট্রোল রুমেও জানাতে পারেন। এছাড়া, পরিবারগুলির সুবিধার্থে আমরা চালু করছি একটি হেল্পলাইন। যার নম্বর হল 9147727666 । এই নম্বরে শুধু হোয়াটস্যাপ করা যাবে। মেসেজ করে প্রয়োজনীয় তথ্য এখানে দিতে পারেন, নিজের নাম-ঠিকানাসহ। প্রতিটি তথ্য যাচাই করে সংশ্লিষ্ট রাজ্যের সঙ্গে যোগাযোগ করে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।"
আরও পড়ুন- West Bengal News Live Updates: মাকে জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ ছেলের বিরুদ্ধে, কলকাতার নাকের ডগায় বীভৎস হত্যাকাণ্ড!
উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ ধরে রাজ্যে-রাজ্যে বাঙালি হেনস্থার অভিযোগ উঠেছে। এমনকী বাংলায় কথা বললেই 'বাংলাদেশি' বলে দাগিয়ে দেওয়ার অভিযোগ উঠছে অহরহ। পশ্চিমবঙ্গ থেকে বহু মানুষ রুজি-রোজগারের খোঁজে দেশের বিভিন্ন প্রান্তে যান। তাদের একটি বড় অংশই পরিযায়ী শ্রমিক। অভিযোগ, ভিনরাজ্যে কাজে গিয়ে সবচেয়ে বেশি হেনস্থার মুখে পড়তে হচ্ছে এই পরিযায়ী শ্রমিকদেরই।
আরও পড়ুন- Kashmir Blast:ফের রক্তাক্ত ভূস্বর্গ, পুঞ্চে নিয়ন্ত্রণ রেখায় মাইন বিস্ফোরণে নিহত জওয়ান, জখম আরও ২
বিশেষ করে BJP শাসিত রাজ্যগুলিতে বাঙালিদের ওপর হেনস্থার অভিযোগ সবচেয়ে বেশি। পড়শি ওড়িশা থেকে শুরু করে মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরপ্রদেশ, গুজরাট এমনকী দিল্লিতেও বাঙালি পরিযায়ী শ্রমিকদের ওপর বারবার অত্যাচার, হেনস্থার অভিযোগ উঠছে। ন্যায্য নাগরিকত্বের প্রমাণ দেখানো সত্ত্বেও থানায় ডেকে নিয়ে গিয়ে তাদের বসিয়ে রাখা হচ্ছে কিংবা অন্যত্র পাঠানো হচ্ছে বলে অভিযোগ। এবার ভিনরাজ্যে বাঙালিদের উপর হেনস্থার অভিযোগ উঠলেই দ্রুত সহায়তার জন্য পশ্চিমবঙ্গ পুলিশের তরফে চালু করা হয়েছে হেল্পলাইন নম্বর।